2
3 জয় বাবা রুদ্রনাথ
4
5 ০০:৩৮ মিত্র আপনার favorite গোয়েন্দা কে?
6 ০০:৪১ সেন Philip Marlowe
7 ০০:৪৪ মিত্র Raymond Chandler-এর গোয়েন্দাহ্যাঁ লেখার ধার আছে অবশ্যই, কিন্তু গোয়েন্দাগিরিটা কি খুব জোরালো? আমার তো মনে হয় গোয়েন্দাগিরি চেয়ে social commentary-টায় Marlowe বেশি ভালো করে
8 ০১:০৭ সেন গোয়েন্দা গল্প কি finally একটা সমাজের প্রতি ছবি নয়, বিশেষ করে অন্ধকার দিকটা? আপনার favorite গোয়েন্দা?
9 ০১:১৬ মিত্র প্রদোষ মিত্র, ফেলুদাকি ভাবলে? বিশ্বসাহিত্যে এত গোয়েন্দা থাকতে why ফেলুদা?
10 ০১:৩০ সেন না, আমি খুব একটা পড়িনি
11 ০১:৩৪ মিত্র কিশোরদের গল্প বলে অবহেলা করছেন তো
12 ০১:৩৮ সেন আমার "ছিন্নমস্তার অভিশাপ"1 মন্দ লাগেনি
1a Feluda story
13 ০১:৪৩ মিত্র বাকিগুলো আবার পড়ুনফেলুদা is the only গোয়েন্দা যে ভীষণ ভাবে বাঙালী আবার যাকে পৃথিবীর যে কোনও জায়গায় বিশ্বাসযোগ্য ভাবে নিয়োগ করা যায়আপনার Philip Marlowe-কে Sam Spade-কে বেনারসের ঘাটে এনে ফেললে তো হিমশিম খেয়ে যাবে। Hercule Poirot দৌড় বড়জোর France কি Great Britain. আমেরিকাতেই নাজেহাল হয়ে যাবেআর ব্যোমকেশ বক্সীকে কোনও রহস্য উদ্ঘাটনের জন্য কি আপনি London পাঠাতে পারেন? কিম্বা পরাশর বর্মাকে? ছাড়াও এই কিরীটী রায়-টায়1 এগুলো অবশ্য আমি এগুলো খুব বেশি পড়ি-টড়িওনি2কিন্তু প্রদোষ মিত্রকে আপনি আমেরিকা, জাপান, আফ্রিকা, London, Hong Kong, যেকোনো জায়গায় ফেলে দিতে পারেনভেবে দেখবেন
1টায় is an echo
2পড়িওনি + echo, he's being very dismissive
14 ০২:৪৫ সেন আপনি কোথায় ফেলেছেন, আপনার গোয়েন্দাকে?
15 ০২:৪৮ মিত্র একেবারে বাংলাদেশেএই আমাদের বারুইপুরেগল্পের basic plot-টা তো আমি আপনাদের agency-তে পাঠিয়ে দিয়েছিলামপড়েছেন কি?
16 ০২:৫৯ সেন হ্যাঁ, পড়েছি
17 ০৩:০১ মিত্র কি মনে হয়?
18 ০৩:০২ সেন দেখুন আমার মনে হয়েছে যে, plot-টা একটু, ওই আর কিএর আগে আপনি কখনো কোনো গোয়েন্দা গল্প লিখেছেন কি?
19 ০৩:১৩ মিত্র Not really, তবে...
20 ০৩:১৭ সেন আমার জীবনের বেশিরভাগ case-এর মতো এটাও শুরু হয় খুবই অহেতুক ভাবেবারুইপুর রাজবাড়ির মালিক পৃথ্বীশ মিত্রর হঠাৎ খেয়াল চেপেছে গোয়েন্দা গপ্প লেখারএকটা খসড়াও লিখেছেনএখন একজন কাউকে দরকার যে গল্পের খুঁটিনাটিগুলো খুঁটিয়ে দেখে তাঁকে সাহায্য করবেভুল ভ্রান্তিগুলো শুধরে দেবেঅপরাধ সংক্রান্ত details-গুলো, পুলিশি পদ্ধতি, এসব ঠিকঠাক আছে কিনা সে বাতলে দেবেতাই আমাদের দরকার। Agency থেকে একজন সস্তার সত্যিকারের গোয়েন্দাকে ভাড়া করাআমারও কোনো গুরুত্বপূর্ণ কাজ হাতে নেইআর agency- মোটামুটি ভাবে উঠে যাবার জোগাড়পুজোর ছুটির কদিন ওনার বাড়ীতে থেকে ওনার সঙ্গে বসে উপন্যাসের খসড়াটা নিয়ে উল্টেপাল্টে দেখা, মন্তব্য রাখাআর এই পুরো কাজটার জন্য ১০,০০০। খাওয়া থাকা অবশ্য free. মন্দ কি?
21
22 ০৪:২২ মিত্র আপনার পিস্তল আছে?
23 ০৪:২৪ সেন গল্প লেখার জন্য তো শুনেছি কলমই যথেষ্ট
24 ০৪:২৭ মিত্র গোয়েন্দা গল্প লিখতে চলেছি অথচ একটা সত্যিকারের পিস্তল হাতে করে দেখব নাএকটা উপন্যাসের স্বার্থে একজন গোয়েন্দার সাহায্য চাওয়াটা কি শুধু বুদ্ধিরই জন্যে?
25 ০৪:৫২ সেন এটাকে বলে Bereta, Italian. Usually ছটা গুলি থাকেতবে আপনার লেখায় তো কোনো গুলি-গোলার উল্লেখ নেইশুধু একবার কফিতে বিষ মিশিয়ে খুন করার ব্যাপার আছে
26 ০৫:০৫ মিত্র ভাবছি, একটা পিস্তল introduce করবঅনেক বেশি রোমাঞ্চকর হবে
27
28 ০৫:২১ সেন পুজোকে কেন্দ্র করে পৃথ্বীশ-বাবুর সংসারের লোকেরা বারুইপুরের জমিদার বাড়িতে উপস্থিত হয়েছেনআজ ষষ্ঠীআজই তার ছোট ছেলে, সঞ্জয়-বাবু, সপরিবারে এসে পড়েছেনওঁরা দিল্লিতে থাকেনকোন একটা software company- manager. মার্কিন software firm-এর back office-এর দায়িত্বে আছেন, গুরগাঁওতেতাঁর স্ত্রী, নির্মলা, দিল্লির মেয়ে, প্রবাসী বাঙালি, গৃহবধূ
29 ০৫:৫৪ নির্মলা বাবা আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি এরকম একটা জায়গায় একাএকা কী করে পড়ে আছোসঞ্জু তো তোমাকে কতবার বলেছে যে রাজারহাটে কত বড় apartment পাওয়া যাচ্ছে। In fact একটা পুরো penthouse কিনে নেওয়া যেতে পারেতুমি একা থাকোওখানে সবরকম luxury পাবে
30 ০৬:১৬ সঞ্জয় Come on, Mimi. Leave it. বাবা বাড়িটা বিক্রি করতে চাইছেন না। He has made it very clear.
31 ০৬:২১ নির্মলা Tum chup raho ji. Pith piche to hamesha babaka opinion leke shikaet karte ho. Aur jab sabke samnay ate ho to chup.1 Baba, you must understand যে এত বড় জমিন জায়দাদ আপনার পক্ষে একা সামলানো সম্ভব নয়আমার তো মনে হয় সময় থাকতে থাকতে, it's better to shift to a safer place, a better place.
1Hindi: You shut up please. Behind his back you always complain about Baba's opinion. And when you come in front of everyone you're silent.
32 ০৬:৪৫ মিত্র Safe আর better কোন অর্থে, তোমাদের রাজারহাট?
33 ০৬:৪৯ নির্মলা বাবা আপনি একবার এখান থেকে বেরিয়ে দেখেই আসুন না। Kolkata is changing. In fact জয়া মাইমারাও সেই একই কথা বলতকিন্তু ওদের ওই অতদিনের মানিকতলার বাড়ি ছেড়ে রাজারহাটে shift করার পরে, এখন ওরা in fact বাজার করতেও কলকাতায় আসতে চায় না
34 ০৭:০৯ মিত্র কাগজে যা পড়ি তাতে তো মনে হয় ওই চুরি জোচ্চুরি খুন রাহাজানি kidnap এসব তো এই সল্টলেক আর রাজারহাট অঞ্চলেই বেশি
35 ০৭:২১ সঞ্জয় না, বাবা, that's not true. দশ বছর বাদে দেখবে এই জায়গাটাই আসল কলকাতা হয়ে গেছে, নতুন কলকাতা, modern কলকাতানইলে কেউ ভাবতে পেরেছিল গুরগাঁও সমস্ত ভারতবর্ষের মধ্যে সবথেকে উন্নত জায়গা হয়ে যাবে
36 ০৭:৩৬ মিত্র দশবছর পরে তো আর আমি থাকব নাতখন তোরা যা করার করিসএখন আমাকে আমার এই পুরনো জগতটা নিয়ে থাকতে দেমিস্টার সেন, আপনার খাওয়া হলে চলুন গিয়ে লেখাটা নিয়ে একবার বসি আমরা
37 ০৭:৫২ সেন হুঁ
38 ০৭:৫৩ মিত্র তোমাদের সঙ্গে রুদ্র সেনের আলাপ হয়েছে তো?
39 ০৭:৫৬ সঞ্জয় হুঁ, জানি
40 ০৭:৫৯ রাহুল তুমি আমায় গল্পটা বলবে না?
41 ০৮:০১ মিত্র কাল তোমাকে জয় বাবা ফেলুনাথের অর্ধেকটা বলেছি
42 ০৮:০৪ রাহুল তাহলে আজকে বাকিটা বলে দাও না
43 ০৮:০৭ মিত্র আজকে তুমি ভাববেভেবে আমাকে বলবে
44 ০৮:১২ রাহুল কি?
45 ০৮:১৩ মিত্র দুষ্টু লোকটা কে?
46 ০৮:১৬ রাহুল মগনলাল মেঘরাজআবার কে?
47 ০৮:১৮ মিত্র হ্যাঁ, কিন্তু কি ভাবে দুষ্টুমিটা করল সেটা তো বলতে হবে
48
49 ০৮:২৫ অপর্ণা ইস একদম network পাওয়া যাচ্ছে না
50 ০৮:২৭ নির্মলা দেখো, আসলে দিদিভাইয়ের সঙ্গে না বিয়ের পর আমাদের এই প্রথম দেখাযতবারই ওরা এসেছে আমরা কোনও না কোনও কারণে আটকে গেছিআসতে পারিনি। Anyway, ভেতরে চলো এবারেসেই সক্কাল বেলা ইলিশগুলো marinate করে রেখেছিতোমরা এলেই ভাজতে শুরু করবচলো
51 ০৮:৪৩ অপর্ণা মাফোন করে বলে দাওনি কেন?
52 ০৮:৪৫ নির্মলা কেন?
53 ০৮:৪৬ অপর্ণা আরে আসার সময় দমদমে গাড়ি থামিয়ে একগাদা লুচি, আলুরদম, এসব খাওয়া হয়েছে, জানো তোআমি কতকরে তোমার বড়দাভাইকে বললাম আগে বাড়ি চলো, দেখি কি ব্যবস্থা আছেআমার কোনও কথা শোনে না গো
54 ০৮:৫৮ রণজিৎ বাবা অসাধারণঅমনি আমার বদনাম শুরু হয়ে গেছে। Not me, হ্যাঁবিকাশ wanted to have the taste of (?), লুচি and আলুরদম
55 ০৯:০৫ অপর্ণা চুপ করোভীষণ মাথা ধরেছে জানো তোআর পারছি না
56 ০৯:১০ নির্মলা বাবা, ওষুধ দেব? ইলিশ is still waiting.
57 ০৯:১৪ বিকাশ I am game for ইলিশ also.
58 ০৯:১৫ রণজিৎ Oh sure, why not? তাহলে একটা কাজ করা যাক নাবিয়ারের সাথে ইলিশ জমে যাবেবিয়ারগুলোরও তো সদ্ব্যবহার করতে হবে
59 ০৯:২০ বিকাশ চলো
60 ০৯:২১ রণজিৎ Come on, let's go. এই আগে যাও শ্বশুরমশাইয়ের সাথে দেখা করে এসোএই শালা NRI প্রণামটা করতে ভুলো না
61
62 ০৯:২৯ রণজিৎ এই শম্ভুকালা শালা
63 ০৯:৩১ সোনালি আর না, please আর না
64 ০৯:৩৩ অপর্ণা আস্তে
65 ০৯:৩৩ রণজিৎ ধ্যাৎ
66 ০৯:৩৪ সোনালি কত খাব বলো তো এরপর একটা লম্বা lunch রয়েছে, ধ্যাৎ
67 ০৯:৩৭ রণজিৎ উঁহুঁলাঞ্চ-ফাঞ্চের প্রচুর দেরি আছেআগে বাজার, তারপর রান্না lunch করতে করতে বিকেল হয়ে যাবে। By the way, বাজারটা কে করছে? বিকাশ
68 ০৯:৪৭ বিকাশ আছি
69 ০৯:৪৮ সোনালি একদম নাএক্কেবারে নাকিচ্ছু মাছ চেনো না তুমিকাঁকড়া বললে চিংড়ি আনবে, ধ্যাৎ
70 ০৯:৫৪ সেন সোনালি ভাগাতপৃথ্বীশ-বাবুর মেয়ে। New Jersey University-তে পড়ানোওখানেই এক ডাক্তারের সঙ্গে বিয়ে হয়বিকাশ ভাগাত, gynecologist. New York- প্র্যাকটিস করেনসবমিলিয়ে একটা জমজমাট সংসারদুবছর অন্তর একবার করে এই পৈত্রিক বাড়িতে সকলে একত্রিত হনপুজোর সময়এবার অবশ্য পৃথ্বীশ-বাবু পুজোটাকে বন্ধ করে দিয়েছেন
71 ১০:২০ রণজিৎ এই সোনা, দুর্গা পুজোটা এরম দুম করে বন্ধ করে দিয়ে না বহুত কেলো হলকোনও মানে হয়? এতদিনকার পুজো
72 ১০:২৬ সঞ্জয় ঠিক হয়েছেযেটা হয়েছে ঠিক হয়েছে
73 ১০:৩২ রণজিৎ আচ্ছা শুনলাম বাবা নাকি কি একটা novel-fovel লিখছে
74 ১-:৩৪ নির্মলা Detective thriller. Calcutta se kisiko bulae hae colaborate karne ke lie.1
1Hindi: He has called someone from Calcutta to collaborate with.
75 ১০:৪০ রণজিৎ detective গল্পের পোকা তো অনেকদিন ধরে মাথায় ছিলগল্প লেখার ব্যাপারটা কি?
76 ১০:৪৮ সঞ্জয় বাজে কথা। Absolutely বাজে কথা। Just an eye wash.
77 ১০:৫৩ সোনালি Eye wash, মানে?
78 ১০:৫৫ সঞ্জয় পরে বলব
79 ১০:৫৭ অপর্ণা এই কতবার বলেছি মাছগুলোতে [রণজিৎ: ডিম আছে?] জিরে মাখাবেনা, নেই1 শোনোশম্ভুওফ-, আমিও বারবার ভুলে যাই বেচারা কথা বলতে পারে না, sorry. তুমি যাওতুমি যাও
1answering রণজিৎ
80
81 ১১:১১ সেন পৃথ্বীশ-বাবুর গপ্পোটাও একটা বনেদি পরিবারকে কেন্দ্র করেবারুইপুরের একটা পুরনো রাজবাড়িবাড়ির বৃদ্ধ মালিকের দুই ছেলে এবং এক মেয়েসকলেই বিবাহিততারা সবাই উঠে পড়ে লেগেছে1 বাড়িটা বেচে দেবে বলেবৃদ্ধ সেই বাড়ি বেচতে নারাজএদের মধ্যে একজন বাড়ি এবং সম্পত্তির জন্য বাবাকে খুন করতে চায়কে সেই ব্যক্তি পৃথ্বীশ-বাবু নিজেই এখনও ঠিক করে উঠতে পারেননি
1have become enthusiastically engaged
82 ১১:৩৯ মিত্র কি ভাবলেন?
83 ১১:৪০ সেন মানে...
84 ১১:৪২ মিত্র সোজাসুজি কথা বলার জন্যে আপনাকে ডাকানইলে কলেজ স্ট্রীট পাড়ায় আমার যেরকম জানাশোনা আছে তাতে একটা খেতে না পাওয়া hack writer-কে ডেকে পাঠানোয় আমার কোনও ব্যাপার নেইআপনার সম্পর্কে যেটুকু শুনেছি এবং কাগজেও মাঝেমধ্যে যা পড়েছি তাতে মনে হয়েছে আর যাই হোক আপনি বুদ্ধিমান এবং সৎ
85
86 ১২:০৬ সেন আপনার এই গল্পটা তো এখনও পুরো লেখা হয়নি
87 ১২:১২ মিত্র সেইজন্যেই তো ডাকা। ১০,০০০ টাকা কি শুধু proof দেখার জন্যে
88 ১২:২০ সেন তার মানে আপনি কি আমাকে দিয়ে গল্পটা লেখাতে চান। But I am not a writer.
89 ১২:২৮ মিত্র আমি আপনার ধারণাটা কি জানতে চাই
90 ১২:৩৪ সেন ধারণা কিসের?
91 ১২:৩৭ মিত্র খুনটা কে করতে পারে? কার motive-টা সবথেকে strong.
92 ১২:৪৮ সেন বইটা কি আপনি পড়ছেন এখনও?
93 ১২:৫১ মিত্র কি?
94 ১২:৫৩ সেন না, এই জয় বাবা ফেলুনাথ বইটা
95 ১২:৫৬ মিত্র আমার নাতিকে গল্পটা শোনাতে হবে তাই একটু ঝালিয়ে নিচ্ছিলামআমার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি দেননি এখনো
96 ১৩:০৭ সেন আপনি কি সত্যি সত্যি আমাকে গোয়েন্দা গল্প লেখার জন্যে এখানে ডেকে পাঠিয়েছেন
97 ১৩:১১ মিত্র আপনার কি মনে হয়?
98 ১৩:১৫ সেন আপনি একজন educated লোকআপনার লেখার হাত আছেপ্রচুর গোয়েন্দা গল্প ঘেঁটেছেনআপনার পক্ষে এরকম একটা সাদামাটা গোয়েন্দা গল্প সাজিয়ে লেখার কোনও অসুবিধেই নেই
99 ১৩:২৯ মিত্র তো?
100 ১৩:৩৩ সেন এবার আপনি যদি সত্যি সত্যি আমাকে দিয়ে কোনও রহস্যের সমাধান করানোর জন্যে এখানে ডেকে থাকেন, তাহলে আমার পারিশ্রমিক কিন্তু ১০,০০০ নয়
101 ১৩:৪৩ মিত্র কত?
102 ১৩:৪৪ সেন Agency কমিশন সমেত ৩০,০০০।
103 ১৩:৪৮ মিত্র টাকার জন্যে পৃথ্বীশ মিত্র কোনদিন পেছপা হয়নিআর কোনও প্রশ্ন?
104 ১৩:৫৬ সেন দুটো
105 ১৩:৫৯ মিত্র কি?
106 ১৪:০২ সেন এক নম্বর, আচ্ছা আপনার সঙ্গে প্রদোষ মিত্রর নামের মিলটা কি একেবারেই কাকতালীয়?
107 ১৪:১২ মিত্র বাবা আমার নাম রেখেছিলেন পথিকৃৎআমিই ওটা affidavit করে পৃথ্বীশ করে নিয়েছিআর কি?
108 ১৪:২২ সেন আপনার বাড়ির দলিলটা একবার পড়তে পারি?
109 ১৪:২৯ মিত্র ভেবে দেখবকাল সকালে নিয়ে আবার কথা হবে
110
111 ১৪:৫৬ রাহুল টিনটিনের রিভলভার আছে?
112 ১৪:৫৯ সেন না বোধহয়
113 ১৫:০১ রাহুল ফেলুদার আছে?
114 ১৫:০২ সেন হ্যাঁ বোধহয়
115 ১৫:০৪ রাহুল তুমি জয় বাবা ফেলুনাথ পড়েছ ?
116 ১৫:০৬ সেন না
117 ১৫:০৭ রাহুল তুমি কোনও কম্মের নও
118 ১৫:১১ সেন আমার কাছে কিন্তু একটা পিস্তল আছে
119 ১৫:১৪ রাহুল কোথায় দেখাও না
120 ১৫:১৫ সেন তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও
121 ১৫:১৭ রাহুল কি প্রশ্ন?
122 ১৫:১৮ সেন তোমার বাবা আর জেঠু কোথায়?
123 ১৫:২০ রাহুল বাজারে
124 ১৫:২৩ সেন বাজারটা কোথায়?
125 ১৫:২৪ রাহুল শম্ভু জানেকিন্তু বলতে পারে নাএবার পিস্তলটা দেখাও
126
127 ১৫:৩৯ রণজিৎ আরে দূর ডাক্তার তুমি যত যাই বলো, তোমার Jackson Heights-এর frozen মাছ আর এখানকার টাটকা মাছকার সাথে কার তুলনা? ফালতু কথা বলো... কি?
128 ১৫:৪৮ বিকাশ You go ahead.
129 ১৫:৪৯ রণজিৎ মানে?
130 ১৫:৫১ বিকাশ আরে, I've got to make a ISD call. এতে খরচা আছে, অ্যাঁ। I've got to find an STD booth.
131 ১৫:৫৪ রণজিৎ শালা অমনি বাজারের থলিটা আমার হাতে ধরিয়ে দিলে তো
132 ১৫:৫৭ বিকাশ আরে চলো না
133
134 ১৬:০৪ বিকাশ Hello. Ha. Where do you have to come? Park Hotel. Ya ya pata hae. Mae a raha hun. Yar gari bhejne ka jorurat nahin hae.1 I am coming, yar, give me some time, coming, ya, Okay.
1Yeah, yeah, I know. I am coming. There's no need to send the car, man.
135
136 ১৬:২৭ সঞ্জয় শুনুন
137 ১৬:৩৫ সেন কিছু বলবেন?
138 ১৬:৩৮ সঞ্জয় আপনি টিকটিকি?
139 ১৬:৪০ সেন না আমার visiting card-টা এখনো ছাপানো হয়ে ওঠেনিকিন্তু ভাবছি সেখানে private investigator- লিখব
140 ১৬:৪৬ সঞ্জয় এখানে কি investigate করতে এসছেন?
141 ১৬:৪৯ সেন আপনার বাবা একটা বই লিখছেন, তো...
142 ১৬:৫২ সঞ্জয় ওসব ঢপের কথা ছাড়ুনসাফ সাফ বলুনবাবা কেন employ করেছে আপনাকে?
143 ১৬:৫৮ সেন যদি সত্যি উনি আমাকে গোয়েন্দা হিসেবে নিয়োগ করে থাকেন তাহলে তো বলা যাবে না
144 ১৭:০৩ সঞ্জয় Why?
145 ১৭:০৪ সেন Because he is my মক্কেল, and without his permission I cannot talk.
146 ১৭:০৯ সঞ্জয় বাবার বুড়ো বয়েসে ভীমরতি হয়েছেগাদা গুচ্ছের গোয়েন্দা গল্প পড়ে-ফড়ে। And if you claim to be বুদ্ধিমান আপনি বুঝতে পারছেন না, এটা ওনার একটা idiotic খেলা
147 ১৭:২০ সেন দেখুন উনি যা করছেন আমার মনে হয় বুঝেশুনেই করছেন
148 ১৭:২৫ সঞ্জয় কত দিচ্ছে, বাবা?
149 ১৭:২৯ সেন সেটা বলা যাবে না
150 ১৭:৩৩ সঞ্জয় ধ্যাৎ শালাডবল করে দেব
151 ১৭:৪০ সেন অ্যাঁ?
152 ১৭:৪২ সঞ্জয় বাবা যা দিচ্ছে তার ডবল করে দেবএই বোকাবোকা খেলাটা বন্ধ করে just ফুটে যান
153 ১৭:৪৮ সেন দেখুন সাধারণত আমার ক্লায়েন্টদের আমি betray করি না
154 ১৭:৫৩ সঞ্জয় আরে, he needs treatment damn it. Why don't you understand? আর ছেলে হিসেবে সেটা দেখা আমার কর্তব্য
155 ১৭:৫৯ সেন তাহলে আপনি ডাক্তার ডাকুন
156 ১৮:০২ সঞ্জয় Hey, are you trying to teach me my duty?
157 ১৮:০৫ সেন No, I am just trying to tell you that উনি একটা গল্প লেখার চেষ্টা করছেন, এবং...
158 ১৮:০৯ সঞ্জয় Hey listen, listen to me you two bit detective. এটা আমারও বাড়ি, অ্যাঁ বাড়ির ব্যাপারে কোনও বাইরের লোককে আমি মাথা গলাতে দেব না। My baba is sick and his পাগলামো needs to be controlled. And I'll do just that, okay? এর পরের বারে কিন্তু ভালভাবে বলব না, অ্যাঁ
159 ১৮:২৮ সেন এটা কি হুমকি?
160 ১৮:৩০ সঞ্জয় Call whatever you please. Just চলে যাবে এখান থেকে, okay? কালো চশমা পরে ফরে চলে এসেছে গোয়েন্দাগিরি করতে
161
162 ১৮:৪৩ অপর্ণা শোনো রণো একটা কথা বলি, পকেটে পয়সা না থাকলে না তুমি আমার কানের কাছে এসে একদম ঘ্যানঘ্যান করবে না প্লিজঅমিত ঘোষাল প্রজেক্টটা পাস করিয়ে দেবার জন্য বসে আছেশুধু কিছু টাকা খাইয়ে দেবার অপেক্ষাপ্রজেক্টটা পাস হয়ে গেলে আমরা এখন দুবছরের জন্য নিশ্চিন্তএক হাজার এপিসোড আমাদের হাতে চলে আসবেতা না এখনি তুমি সপ্তমী অষ্টমী এইসব, যতসব বস্তাপচা sentiment.
163 ১৯:০৭ রণজিৎ আরে ভাই, এই বাজারে আমি ঘোষালকে ৫০,০০০ টাকা দেব কোথা থেকে?
164 ১৯:১১ অপর্ণা বাবার থেকে দলিলটা ম্যানেজ করোমেঘরাজ তো বলেছে, দলিলটা পেলে ৩০,০০০ টাকা দেবে
165 ১৯:১৮ রণজিৎ আরে দুর বাবা, আমরা কি এতদিন পর একত্র হয়েছি শুধু শালা এই বাড়ি বেচার জন্যে না কি বলো তো? ফালতু তুমি...
166 ১৯:২৫ অপর্ণা ন্যাকা!
167 ১৯:৩০ রণজিৎ শোনো না, দেখো আমি তো বলছি...
168 ১৯:৩২ অপর্ণা চুপ করো। Bloody hypocrite. নিমি? কোথায় যে...
169 ১৯:৪৪ রাহুল! রাহুল! Where the hell did those two go.
170 ১৯:৫৯ রণজিৎ আরে রুদ্র-বাবু, কি খবর?
171 ২০:০২ সেন হ্যাঁ ভালো
172 ২০:০৪ রণজিৎ তো আপনার লেখা কদ্দুর?
173 ২০:০৭ সেন বেশিদূর নয়
174 ২০:০৯ রণজিৎ আচ্ছা শুনুন না, আপনি তো এই লেখালেখির সঙ্গে involved. আমাকে একটু help করবেন? But no পারিশ্রমিক
175 ২০:১৫ সেন কি লেখা?
176 ২০:১৭ রণজিৎ ফাঁকের সাথে কি rhyme করে বলুন তো?
177 ২০:১৯ সেন কিসের সাথে?
178 ২০:২০ রণজিৎ আরে, ফাঁকে, ফাঁকে, যাকে, তাকে, মাকে, তোমাকে, বাবাকে, সব try করা হয়ে গেছেকিছুতেই শালা জমছে না জানেন
179 ২০:২৮ সেন এই রে, আমাকেই তো ফেললেন বিপাকে
180 ২০:৩১ রণজিৎ ওটাও try করেছিহচ্ছে না
181 ২০:৩৩ সেন , না, মানে, আমি জিগ্যেস করছিলাম আপনি ছড়া লেখেন?
182 ২০:৩৭ রণজিৎ লিখছিলিখি নাআরে সদ্য সদ্য নতুন account এসছেআমি বিজ্ঞাপন নিয়ে কাজ করি সেটা জানেন তো?
183 ২০:৪৪ সেন হ্যাঁ
184 ২০:৪৬ রণজিৎ ভালো ক্লায়েন্ট বুঝলেন, প্রচুর টাকার বিলিংআর সবটা গুটিয়ে এনেছি, শালা jingle-টা... Jingle মানে ওই গান, টিভি কমার্শিয়ালে যে গান...
185 ২০:৫৮ সেন , হ্যাঁ
186 ২০:৫৯ রণজিৎ ওই টিভির জন্যশুটিং-ফুটিং সব হয়ে গেছেশালা গানটা মাইরি...
187 ২১:০৫ সেন ওই ফাঁকেই আটকেছেন
188 ২১:০৮ রণজিৎ কি খাবেন বলুন তো? বিয়ার না ভদকা?
189 ২১:১০ সেন না আমি তো আবার রাম ছাড়া আর কিছু খাই না
190 ২১:১২ রণজিৎ দুর তো কেলো করলেনএই সকাল সকাল কোত্থেকে রাম জোগাড় করি বলুন তো আপনার জন্য? চা কফি দিয়ে চালান না দাদা
191 ২১:২০ সেন আচ্ছা বেশ
192 ২১:২২ রণজিৎ চলে আসুন
193
194 ২১:২৬ সোনালি আপনি গোয়েন্দা? আপনি গোয়েন্দা? এই যে, আপনাকে বলছিগোয়েন্দা আপনি?
195 ২১:৩৯ সেন Um, well, um, sort of.
196 ২১:৪৫ সোনালি My dad is a sick man. He is mentally not well. তাই তার মেয়ে হয়ে আমার আপনাকে জানিয়ে দেওয়া উচিত যে উনি নানারকম psychosomatic রোগে ভোগেন। I mean like phobia, সন্দেহতাই উনি আপনাকে যা বলেছেন বা যা করেছেন, that's not completely true.
197 ২২:০৭ সেন না না, উনি তো আমাকে, মানে উনি একটা গোয়েন্দা গল্প লিখতে চলেছেন, আর আমাকে ডেকেছেন ওনাকে সাহায্য করার জন্যে
198 ২২:১৫ সোনালি Do you believe that? Or do you want me to believe that?
199 ২২:২১ সেন আপনার ভাই আমাকে ২০,০০০ টাকা অফার করেছে এই কাজটা ছেড়ে চলে যাবার জন্যে আর সঙ্গে একটা ছোটখাট হুমকিতা আপনার কি প্রস্তাব?
200 ২২:২৮ সোনালি This is a respectable family, Mr.Sen. সেই ফ্যামিলির মেয়ে হয়ে I won't tolerate anything যা আমাদের লজ্জায় ফেলে
201 ২২:৩৫ সেন যাক, এটা তো গেল হুমকিএবার টাকাটা বলুন
202 ২২:৩৮ সোনালি Get out of here. দেখুন আমি একটা বনেদি বাড়ির ন্যাকা মেয়ে নই। I have seen the world, এবং আপনার মত সস্তার একটা টিকটিকিকে...
203 ২২:৪৬ সেন কি ভাবে শায়েস্তা করতে হয় সেটা আপনার জানা আছেটা টা রাহুলআপনার ভাইও মোটামুটি আমাকে ওইরম একই একটা গল্প শুনিয়েছিলেনআপনারা কি সবাই মিলে হুমকিটা rehearse করেছেন পালা করে বলবেন বলে
204 ২২:৫৮ সোনালি দেখুন আপনার এই বাড়াবাড়িটা না অসহ্য...
205 ২২:৫৯ রণজিৎ আরে কি হল? আটকে গেলেন কোথায়? কি আশ্চর্য হেল্প করবেন না? হো, তুইও এখানেগুরু, একটু হেল্প করে দে নাআটকে গেছি জানিস তোতুইও তো সাহিত্য-টাহিত্য পড়াস। Just a simple question of a ছড়া বুঝলিআমার campaign-টা আটকে গেছে
206 ২৩:১২ সোনালি সরিআমার অন্য কাজ আছে
207
208 ২৩:২৪ রণজিৎ এক মিনিটএই হরি এইশালা আবার নামটাও ভুলে যাইশম্ভুশালাটা আবার কালাএই দিদি, শম্ভুটাকে বল একটা কফি পাঠিয়ে দেবে!
209 ২৩:৩৮ সেন চিনি কম
210 ২৩:৩৯ রণজিৎ চিনি কম! Sweet girl.
211 ২৩:৪২ সেন কে?
212 ২৩:৪৩ রণজিৎ আমার বোন, সোনালি। [সেন: হ্যাঁ।] Sweet girl. কিন্তু একটা হামবড়া ভাবওই আমেরিকায় থেকে থেকে যা হয় আর কিআপনাকে আবার কিছু ভালোমন্দ শুনিয়ে দেয়নি তো
213 ২৩:৫৪ সেন না সেরকম কিছু নয়তবে উনি আমাকে একটা ছড়া শোনালেন
214 ২৩:৫৯ রণজিৎ ছড়া?
215 ২৪:০০ সেন হ্যাঁআসলে আমাদের বহুবার বহুক্ষেত্রে আমাদের বারবারই এই এরকম শুনতে হয় আর কি
216 ২৪:০৮ রণজিৎ আপনি আমার ছড়াটা শুনুনশুনুনযখন তখন good morning, যখন তখন good morning, যখন তখন নেচে ওঠে মন, এক চুমুকেই কেটে যায়ে সব ক্লান্তি, এক নিমেষেই ফিরে পায় যৌবনঝামেলাটা আসছে
217 ২৪:৩২ সেন এই রে
218 ২৪:৩৩ রণজিৎ হাজার ঝঞ্ঝাটের ফাঁকে, হাজার ঝঞ্ঝাটের ফাঁকে, হাতছানি দিয়ে ডাকে, হাত বাড়ালেই খুঁজে পায় তোমাকে তোমাকে Rich Cafe.
219 ২৪:৪৬ সেন বাঃ, দারুণ
220 ২৪:৪৭ রণজিৎ আজ্ঞে নাওই ফাঁকে কথাটা তো চলবে না
221 ২৪:৫০ সেন কেন? ফাঁকে তো বেশ...
222 ২৪:৫১ রণজিৎ আরে দুর মশাই কেন বুঝতে পারছেন না মক্কেলও কোনও ফাঁকফোকরের মধ্যে ঢুকতে চাইছে নাবলে "unpleasant word". Unpleasant word. কি করব বলুন? মক্কেলের কথাই শেষ কথা
223
224 ২৫:২৭ সেন এটা তোমার ঘর?
225 ২৫:২৯ রাহুল ক্যাপ্টেন স্পার্কের
226 ২৫:৩২ সেন ক্যাপ্টেন স্পার্ক কোথায়?
227 ২৫:৩৫ রাহুল আফ্রিকার জঙ্গলে
228 ২৫:৩৯ সেন আর তুমি কে?
229 ২৫:৪১ রাহুল আমি তো তোপসে
230 ২৫:৪৩ সেন ফেলুদা কোথায়ে?
231 ২৫:৪৬ রাহুল খেয়ে-দেয়ে ঘুমোচ্ছে
232 ২৫:৫০ সেন তোমার ফেলুদার কাছে রিভলভার আছে?
233 ২৫:৫৪ রাহুল নেই বলেই তো তোমায় ডেকে পাঠিয়েছে
234 ২৫:৫৭ সেন তাই? তোমার এই বইটা আমি একটু পড়তে পারি?
235
236 ২৬:১০ রাহুল G1! G2! G3!
237 ২৬:১৪ অপর্ণা কি হল?
238 ২৬:১৬ রণজিৎ গোন, গোন, গোনআরে গোন না শালা তাড়াতাড়ি
239 ২৬:১৭ অপর্ণা এত সহজে হার মেনে যাবে?
240 ২৬:১৯ রণজিৎ তাড়াতাড়ি গোন
241 ২৬:২০ অপর্ণা আমি তা ছেয়ে হিন্দি ছবি ছাড়া কিছুই দেখি না
242 ২৬:২১ রণজিৎ সিরিয়াল নিয়ে আছ থাকো নাএটা সিনেমাসিনেমার নাম হচ্ছে তো
243 ২৬:২৪ অপর্ণা সোনালি, তুমি তো আমেরিকাতে থাকো, এত লেখাপড়া করেছ, কিছু বলো
244 ২৬:২৯ রণজিৎ যেটা জানো না সেটা...
245 ২৬:২৯ অপর্ণা এই বলছি ওই যে গো ওই ছবিটা আর কি "গোরা অর কালা"1 এটা হতে পারে?
1the name of a Hindi film
246 ২৬:৩৩ নির্মলা ওটা আবার রহস্য ছবির নাম নাকি? Only mystery thrillers.
247 ২৬:৩৭ রণজিৎ ওহো, অপুকতবার বলেছি, বারবার বলা হচ্ছে শুধু রহস্য ছবির নাম। Only রহস্য ছবিআরেকবার বুঝিয়ে দাও
248 ২৬:৪৭ রাহুল কি গুনব?
249 ২৬:৪৮ নির্মলা Mystery thrillers, only mystery thrillers.
250 ২৬:৫১ রাহুল G4! G5! G6! G7!
251 ২৬:৫৭ সোনালি গুমনাম1
1the name of a Bengali film
252 ২৬:৫৮ রাহুল Yes.
253 ২৬:৫৯ রণজিৎ শালা কেলো করেছে মাইরি
254 ২৭:০১ অপর্ণা এইতো আমার পেটে আসছিল মুখে আসছিল না। And just... কিন্তু এটা আগে কে বলল না?
255 ২৭:০৬ রণজিৎ তাই?
256 ২৭:০৭ অপর্ণা হ্যাঁ
257 ২৭:০৮ রণজিৎ ধ্যাৎ
258 ২৭:০৯ অপর্ণা যাক গে1, ছাড়োগুমনাম বললে তো? এম ওয়ানরাহুল বাবা গোনো তো
1let it go
259 ২৭:১৪ বিকাশ Murder on the Orient Express, S!
260 ২৭:১৬ রাহুল Yay!
261 ২৭:১৭ রণজিৎ আরে, ফাটিয়ে দিয়েছ গুরুএই চার গোন
262 ২৭:২১ রাহুল S1! S2!
263 ২৭:২৫ মিত্র সোনার কেল্লা
264 ২৭:২৭ নির্মলা Terrific! দারুণ, দারুণ!
265 ২৭:৩১ রণজিৎ হবে না রুদ্র-বাবু, হবে নারাম-ফাম না খেলে মাল-ফাল না খেলে হবে না
266 ২৭:৩৩ অপর্ণা খুব ভালো, বাবাআবার গোনাটা শুরু করা হোক। A1! A2!
267 ২৭:৩৭ রণজিৎ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Andhaa Kanoon1
1the name of a Hindi film
268 ২৭:৫৩ অপর্ণা ওটা আবার ডিটেকটিভ ছবি হল কবে?
269 ২৭:৫৫ রাহুল ধুৎ! ওটাতে কোনও খুন-টুন নেই
270 ২৭:৫৬ রণজিৎ ধ্যাৎ! কি খুন নেই? Of course আছেখুন আছেখুন নিয়ে গল্পযেটা জানো না সেটা নিয়ে কথা বোলো না তোআরে দূর রুদ্র-বাবু বলুন না কি খুন নেই?
271 ২৮:০৩ সেন হ্যাঁ, বোধহয় আছে
272 ২৮:০৪ রণজিৎ বোধহয় কি?
273 ২৮:০৫ সেন না, তাহলে আছে
274 ২৮:০৫ রণজিৎ হ্যাঁ, আছে আছেকি এন ওয়ান... গোন গোন গোন
275 ২৮:০৯ মিত্র এবার তাহলে শম্ভুকে বলো আমাকে আর একটা ব্র্যান্ডি দিতে
276 ২৮:১২ নির্মলা আসছি
277 ২৮:১২ রাহুল N1! N2! N3!
278 ২৮:২০ সঞ্জয় North by Northwest.
279 ২৮:২১ রাহুল Yes!
280 ২৮:২২ সঞ্জয় T.
281 ২৮:২৩ রণজিৎ এই খেয়েছে
282 ২৮:২৫ বিকাশ Teesri Manzil1, L.
1the name of a Hindi film
283 ২৮:২৮ রণজিৎ আরে ফাটিয়ে দিয়েছ চুমু খাইও। L1! দেখে শিখুনকিছুই তো পারছেন নাকি যে করছেন মাইরি... L2!
284 ২৮:৩৯ সোনালি Lifeboat. T. Alfred Hitchcock-এর ছবি
285 ২৮:৪২ রাহুল Yes.
286 ২৮:৪৪ বিকাশ To Kill a Mockingbird. Robert Mulligan's film. Harper Lee's book. D!
287 ২৮:৪৭ সোনালি Dhund.1
1the name of a Hindi film
288 ২৮:৪৮ রণজিৎ এই রে
289 ২৮:৪৯ বিকাশ Dial M For Murder. R, R.
290 ২৮:৫২ সোনালি Rasomon. N.
291 ২৮:৫৪ রণজিৎ আরে দুরএকটু রস-ফস দিয়ে কোনও ছবি হয় নাবানিয়ে দিলি গুরুএই রুদ্র-বাবু বলুন না...
292 ২৮:৫৯ সেন না, আমার মনে হয়...
293 ২৯:০০ মিত্র আছেবিখ্যাত জাপানি ছবি একটা ক্লাসিক
294 ২৯:০৪ রণজিৎ মাগো
295 ২৯:০৪ মিত্র একটা অপরাধ নিয়ে গপ্পো
296 ২৯:০৬ অপর্ণা তুমি এসব জানো না, রণোএসব নিয়ে কেন কথা বলতে যাও তুমি
297 ২৯:১০ বিকাশ No Way Out.
298 ২৯:১২ রণজিৎ আরে, what do you mean by "no way out", শালা? আর ভাব কিছু
299 ২৯:১৫ বিকাশ It's a film. No Way Out. N.
300 ২৯:১৭ রণজিৎ ছবি?
301 ২৯:১৮ বিকাশ হ্যাঁ
302 ২৯:১৮ রণজিৎ ফাটিয়ে দিয়েছে
303 ২৯:২১ সোনালি The 39 Steps. S.
304 ২৯:২৫ রণজিৎ আবার এস? এসটা বাদ দাও মাইরিআর পারা যাচ্ছে নাএই নিন আপনার এস। Sunglass. শালা এসটাই শেষ করে দিল
305 ২৯:৩৫ বিকাশ শিকার। R.
306 ২৯:৩৮ রাহুল হ্যাঁ, শিকার আছেআমি দেখেছিখুনের গল্প
307 ২৯:৩৮ রণজিৎ Wow, এই না হলে ডাক্তার1?
1no wonder he's a doctor
308 ২৯:৪১ সোনালি আর?
309 ২৯:৪২ বিকাশ জি হাঁ1
1Hindi: sir yes
310 ২৯:৪৪ সোনালি Rear Window. Hitchcock.
311 ২৯:৪৬ বিকাশ W?
312 ২৯:৪৭ সোনালি আজ্ঞে
313 ২৯:৪৮ বিকাশ Wait Until Dark. Terence Young. K.
314 ২৯:৫১ সোনালি Khoj. J. রাহুল গোনো
315 ২৯:৫৪ রণজিৎ এই রে
316 ২৯:৫৫ রাহুল J1! J2!
317 ২৯:৫৭ রণজিৎ রুদ্র-বাবু তখন থেকে বলছি, একটা সট করে মেরে দিন ফট করে বেরিয়ে যেত12
1সট and ফট are often pronounced in Hindi like he does here.
2If Rudranath had drunk a peg an answer would have popped out.
318 ৩০:০১ সেন না আমি তো আপনাকে বললাম, আমার only রাম
319 ৩০:০৪ রণজিৎ কোত্থেকে রাম পাব বলুন তো মশাই এখন
320 ৩০:০৪ রাহুল J6! J7!
321 ৩০:০৬ সেন ঠিক আছেআর একটু কফিই হোক না
322 ৩০:০৭ রাহুল J8! J9!
323 ৩০:০৭ রণজিৎ চারখানা তো উড়িয়ে দিয়েছেনএকখানা half নামও তো বেরোইনি
324 ৩০:১১ সেন জয় বাবা ফেলুনাথ
325 ৩০:১৫ রাহুল Yes!
326 ৩০:১৭ রণজিৎ উরই তা
327
328 ৩০:৩৪ সোনালি কি ব্যাপার কি? কি চাই আপনার?
329 ৩০:৩৭ সেন কি ব্যাপার কি? কি চাই আপনার? না মানে আমি বলছিলাম যে এই একই প্রশ্ন তো আমিও আপনাকে করতে পারি
330 ৩০:৪৬ সোনালি This is my bloody house. এটা আমার বাড়িআমি যেখানে খুশি যেতে পারিআপনি আপনার ঘরের বাইরে এত রাত্রে ঘুরঘুর করছেন কেন?
331 ৩০:৫৬ সেন দেখুন আপনাকে কৈফিয়ত দেওয়া না দেওয়াটা এটা আমার ব্যাপার
332 ৩০:৫৯ সোনালি আজ্ঞে নাআপনাকে একটা ঘর দেওয়া হয়েছেআপনি সেখানেই থাকবেনবড্ড বাড়াবাড়ি করছেন কিন্তু
333 ৩১:০৫ সেন আসলে আমার ঘরের ভেতরটা ভীষণ গুমোট, জানেন তো? আর এই পাখার মতন দেখতে কি একটা ঘুরছে কিন্তু একদম হাওয়া লাগছে নাআমার ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই ভাবছিলাম একটু হেঁটে আসিভাবলাম একটু ছাদতে ঘুরে আসিসেইজন্যে
334 ৩১:১৬ সোনালি Sick. ব্যাস
335 ৩১:২০ সেন দেখে দেখে দেখে দেখে সাবধানে যাবেন
336 ৩১:২১ সোনালি Just shut up.
337
338 ৩১:৩৫ সেন সেদিন রাত্রে পৃথ্বীশ-বাবুর ঘরে চোর ঢোকেতার দেরাজ থেকে বাড়ির দলিলটা চুরি যায়পৃথ্বীশ-বাবু পুলিশে খবর দিতে চাননিরণজিৎ-বাবু ওনার বড় ছেলেই থানায় ফোন করেনথানা থেকে ইন্সপেক্টর আসেযথারীতি জেরা চলেথানার সি সরকার-বাবু আমাকে চিনতে পারেনউপন্যাস লেখার জন্যে আমি এখানে হাজির এটা তিনিও ঠিক হজম করতে পারেন নাচোর ধরা পড়ে না
339
340 ৩২:১৪ সেন আপনি কি এই জন্যেই আমাকে ডেকেছিলেন? আপনি জানতেন দলিলটা চুরি হবে
341 ৩২:২০ মিত্র এই দুদিনে তো অনেককেই দেখলেকি মনে হয়?
342 ৩২:২৫ সেন চুরিটা কে করেছে বলছেন?
343 ৩২:২৮ মিত্র আজ্ঞে
344 ৩২:৩০ সেন সময় লাগবেআমি তো আর magic জানি না
345 ৩২:৩৪ মিত্র কতক্ষণ?
346 ৩২:৩৭ সেন বলা মুশকিল। fees-টা কিন্তু বাড়ছে
347 ৩২:৪৩ মিত্র আগেই বলেছি টাকাটা কোনও factor নয়তার সঙ্গে এও বলছি যে আমি কিন্তু খেলা করছি না
348 ৩২:৫১ সেন সেটাই তো করছিলেন এতক্ষণএই গোয়েন্দা গল্প লেখার মিথ্যে অজুহাতে আপনি তো সময় নষ্ট করলেনপ্রথমেই বলে দিলে আমি অনেক দূর এগোতে পারতাম
349 ৩৩:০০ মিত্র তার আগে আপনার দৌড়টা যে কদ্দুর সেটা আমার জানার দরকার ছিলবাজারে visiting কার্ড ছাপিয়ে অনেকেই তো নিজেদের গোয়েন্দা বলে চালান করার চেষ্টা করেন
350 ৩৩:১২ সেন আমার visiting কার্ড তো আপনাকে আমি দিইনি
351 ৩৩:১৫ মিত্র তার জন্যই তো ওই যাচাই করার দরকারটা হয়েছিল
352 ৩৩:১৯ সেন এখন ভরসা বেড়েছে?
353 ৩৩:২১ মিত্র মনে তো হয়
354 ৩৩:২৪ সেন আর দ্বিতীয়ত?
355 ৩৩:২৬ মিত্র নিজের ছেলেমেয়েরক্তের সম্পর্কপ্রমাণ ছাড়া কি করে ডেকে বলি যে আমার সন্তানরাই আমার ক্ষতি করতে চাইছে বাড়ির ফ্যামিলির একটা prestige আছে তোপ্রমাণ থাকলে তো আমি নিজেই পুলিশ ডাকতে পারতামপুলিশে আমার যথেষ্ট জানাশোনা আছে
356 ৩৩:৫৫ সেন আর একটা প্রশ্ন
357 ৩৩:৫৭ মিত্র বলো
358 ৩৪:০৪ সেন দলিলটা চুরি মানে কতটা ক্ষতি?
359 ৩৪:১৭ মিত্র আমার একটা পুরনো দলিল আছেসেটা সবার সঙ্গে বসেই ঠিক করা হয়েছিলআসলে একটা সময় মনে হয়েছিল যে বয়েস হচ্ছে তোএবারে সব কিছুর একটা বন্দোবস্ত করে নিষ্পত্তি করে দিয়ে যাইসেইজন্যেই সকলকে ডেকে পাঠিয়ে বাড়িটা ছেলেমেয়েদের নামে লিখে দিয়েছিলামপরে আবার মনে হতে লাগল যে এত পুরনো একটা পৈতৃক সম্পত্তিকিছুই তো আর রাখা যাচ্ছে না, সব বাড়িটারই পুরনো হয়ে তো বিক্রি হয়ে যাচ্ছেএই বাড়িতে এত বই আছেএত সব স্মৃতিচিহ্নএই সব কিছু শেষ পর্যন্ত একটা মাল্টিপ্লেক্স, বায়স্কোপের হল হয়ে যাবে? সেইজন্যেই উকিলকে ডাকিয়ে একটা নতুন ডিড তৈরি করেছি
360 ৩৫:২১ সেন তার মানে আপনার পুরনো দলিল অনুযায়ী আপনার ছেলেমেয়েরা এই বাড়িটা বিক্রি করে দিতে পারে
361 ৩৫:২৮ মিত্র পারে
362 ৩৫:৩৫ সেন কোনও খদ্দের আছে?
363 ৩৫:৩৭ মিত্র একটা অত্যন্ত খারাপ লোকসে মাঝেমাঝে বাড়ি বয়ে এসে আমাকে বোঝাবার চেষ্টা করেটেলিফোনে হুমকিও দিয়েছে
364 ৩৫:৪৯ সেন কলকাতার পার্টি?
365 ৩৫:৫১ মিত্র হাড়ে বজ্জাতমোহন কিশোর মেঘরাজআমার ছোট ছেলের আমদানিদিল্লিতে কি ওর সমস্ত ব্যবসা-ট্যবসা নাকি আছে। Shopping mall নাকি
366 ৩৬:০৫ সেন তাহলে এবার খোলাখুলিভাবে কাজে লাগতে হবেঅবশ্য আপনার ছেলেমেয়েরা সব আগের থেকেই জেনে ফেলেছে
367 ৩৬:১২ মিত্র সেটা তো তোমার অভিনয়ের খামতিআমার জন্যেই কেউ ধরতে পারেনি
368 ৩৬:১৬ সেন গোটা ব্যাপারটাই একটু ছেলেমানুষি হয়ে গিয়েছিল নয় কি?
369 ৩৬:১৯ মিত্র প্রাপ্তবয়স্ক করে তোলার দায়িত্বটা ছিল তোমারপারিশ্রমিক তো তুমি নিচ্ছ
370 ৩৬:২৭ সেন এবার কিন্তু আপনার পূর্ণ সহযোগিতা চাই। No more ভাঁওতা
371 ৩৬:৩২ মিত্র কতক্ষণ লাগবে?
372 ৩৬:৩৪ সেন কি চোর ধরতে?
373 ৩৬:৩৫ মিত্র Exactly.
374 ৩৬:৩৭ সেন আপনার ফেলুদা হলে কদ্দিন নিত?
375 ৩৬:৩৯ মিত্র বড়জোর একদিন
376 ৩৬:৪০ সেন দেখা যাক
377 ৩৬:৪২ মিত্র আমার সময় কিন্তু আর বেশি নেইওরা যে কোনও মুহূর্তে ওই মেঘরাজের সঙ্গে নতুন দলিল সই করে ফেলতে পারেসময় নেই
378
379 ৩৬:৫৩ সেন একমিনিটএকমিনিটএকমিনিটআপনার সঙ্গে একটু কথা ছিল
380 ৩৬:৫৬ বিকাশ I am in a hurry.
381 ৩৭:০০ সেন বেশ চলুনতাহলে যেতে যেতে কথা হবে
382 ৩৭:০৪ বিকাশ Are you joking? Are you deliberately being rude?
383 ৩৭:০৬ সেন No.no. I am just being practical. দেখুন আপনারও তাড়া আছেআমারও কথা বলাটা খুব জরুরীসেইজন্যেই এই ব্যবস্থা
384 ৩৭:১২ বিকাশ Just get out of my car. Just get out of my car.
385 ৩৭:১৪ সেন That's an impossibility. চলুন গাড়িটা start করুনচলুন গিয়ে কথা হবেযেতে যেতে কথা হবে
386 ৩৭:১৮ বিকাশ Listen, you may be employed by my father-in-law, but I am not obliged to answer any bloody question of yours. I don't care a damn who you are .
387 ৩৭:২৬ সেন You have to care and you have to answer my questions. দেখুন আমি কিন্তু খুব ভাল করে জানি আপনি কোথায় যাচ্ছেনএবং যদি প্রয়োজন পড়ে আমিই কিন্তু আপনার গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে একটা মাঠের মধ্যে নিয়ে যাবসেখানে আপনাকে নামিয়ে দুটো চড় মেরে আমার যা জানার আমি সব জেনে নিতে পারব
388 ৩৭:৩৯ বিকাশ Who the bloody hell do you think you are? Bloody dick.
389 ৩৭:৪১ সেন কোথায় যাচ্ছেন? আরে পালিয়ে যাচ্ছেন কোথায়?আরে আমার কথাটা শুনুনকোথায় গেলেন? এই তো
390 ৩৭:৪৬ বিকাশ Nikal sala1.
1Hindi: Out, asshole.
391 ৩৭:৪৭ সেন আরে কি হচ্ছে?
392 ৩৭:৪৮ বিকাশ This is going too far. Too bloody far.
393 ৩৭:৪৯ আরে বাপ! Yes. শুনুন, শুনুন, শুনুনযদি আপনার গায়ের জোর পরীক্ষা করার ইচ্ছে থাকে তাহলে বাড়িতে না করে চলুন আমরা যে মাঠে আপনাকে চড় মারব বললাম সেখানে গিয়ে কুস্তি করি
394 ৩৭:৫৭ বিকাশ Listen to me you son of a bitch. You don't know who you're dealing with? You understand?
395 ৩৮:০১ সেন Yes, I...
396 ৩৮:০২ বিকাশ You bloody well understand?
397 ৩৮:০৩ সেন OK. Cool it. Cool it. আমি মানছি আপনার গায়ের জোর বেশিআমি আপনার সঙ্গে পেরে উঠব না। I'm sorry. I'm sorry.
398 ৩৮:০৯ বিকাশ Ek dom chup sala. Jaban khichke rakh dunga.1
1Hindi: Shut up, asshole. I'm going to rip your tongue out.
399 ৩৮:১১ সেন না ঠিক আছে
400 ৩৮:১২ বিকাশ License nikalo. License nikalo sala.1
1Take out your license, asshole.
401 ৩৮:১৪ সেন এই যাওটা তো বাড়িতে ফেলে এসছি
402 ৩৮:১৬ বিকাশ Teri to... sala majak kor rahe ho. Inko abhi sala police me bhejunga. Tera identity card nikal. Card nikal.1
1Hindi: Are you kidding me, asshole? I'm going to take this guy to the police right now. Take out your identity card. Take out your license.
403 ৩৮:২৩ সেন ওই কার্ডটা কিন্তু ছাপাব ছাপাব করেও না ছাপানো হয়ে ওঠেনি
404 ৩৮:২৬ বিকাশ Sala khal khichke rakh dunga.1 Bloody swine.
1Hindi: I'm going to tear your balls out.
405 ৩৮:২৯ সেন না ঠিক আছেআমি মানছিআমি হেরে গেছিআপনি জিতে গেছেনআপনি জিতে গেছেনআমার লাগছেআপনি ছেড়ে দিনআমার অন্যায় হয়ে গেছেআমার ভুল হয়ে গেছেকান ধরব
406 ৩৮:৩৬ বিকাশ Get lost you joker!
407 ৩৮:৫১ সেন Hello. Is that Mr. Meghraj? নমস্কার আমার নাম রুদ্র সেনআমি গোয়েন্দাগিরি করে থাকিআজ্ঞে হ্যাঁ। Private detective. তাইআমার কিন্তু উল্টো ধারণাআমার মনে হয় আপনি এই ব্যাপারটা সম্পর্কে সব কিছুই জানেন
408
409 ৪০:১১ কি, অ্যাঁ? পেছু নিয়েছিস কেন? পেছু নিয়েছিস কেন? পেছু নিয়েছিস কেন? কি? কি কাকে? সত্যি করে বল পেছু নিয়েছিস কেন? নয় তো একদম থানায় গিয়ে ভরে দেবআরে কাকে? আমি তো কিছুই বুঝতে পারছি নাদূর ছাই
410
411 ৪০:৪৭ [গান] যখন তখন good morning. যখন তখন নেচে ওঠে মন, এক চুমুকেই কেটে যায় সব ক্লান্তি, এক নিমেষেই ফিরে পায় যৌবন, হাজার ঝঞ্ঝাটের ফাঁকে, হাতছানি দিয়ে ডাকে...
412 ৪১:০০ সেন Excuse me. বিরক্ত করছি?
413 ৪১:০৩ রণজিৎ আরে না না, not at all, চলে আসুন। Whisky চলবে?
414 ৪১:০৮ সেন না। Only rum. আর, কিন্তু এখন নয়
415 ৪১:১৪ রণজিৎ এখন কি, জেরা? আচ্ছা আপনার কি মনে হয় যে দলিলটা চুরি গেছে?
416 ৪১:২২ সেন মানে?
417 ৪১:২৪ রণজিৎ আমার বাবার সবসময় একটু ইয়ে মানে সব ব্যাপারে একটু নাটক পছন্দ করেনওই গোয়েন্দার গল্প পড়তে পড়তে সব কিছুর মধ্যেই একটা রহস্য খুঁজে বার করার চেষ্টা করেন
418 ৪১:৩৮ সেন এতে ওনার লাভটা কি?
419 ৪১:৩৯ রণজিৎ মজা, fun. আচ্ছা বলুন তো এই বুড়ো বয়সে ধ্যারধ্যারে গোবিন্দপুরে কি করবে?
420 ৪১:৪৭ সেন আর এই বাড়ি বেচে দেওয়ার চেষ্টাটা? মানে আপনার ছোট ভাই যা করছেনসেটাও কি গপ্প?
421 ৪২:০৯ রণজিৎ আপনার কি মনে হয়, দলিলটা আমি চুরি করেছি? আরে, বসুন, বসুনরাম খানকি মনে হয়?
422 ৪২:২২ সেন করাটা কি অসম্ভব?
423 ৪২:২৪ রণজিৎ মোটেই অসম্ভব নয়আরে বাবা রাত্তিরে ঘুমের ওষুধ খেয়ে মশারি টানিয়ে ঘুমোয়। Anybody can just walk in. কিন্তু একদম অবাস্তব
424 ৪২:৩৪ সেন Why?
425 ৪২:৩৭ রণজিৎ আচ্ছা দলিলটা চুরি করে আমার কি লাভ বলুন তো?
426 ৪২:৪০ সেন এখন ওটা যদি গায়েব হয়ে যায় তাহলে সদলবলে আপনাদের পক্ষে বাড়িটা বেচা সম্ভব, আর তাহলে আপনার পকেটেও কিছু আসে
427 ৪২:৫০ রণজিৎ দেখুন আমার একটা এজেন্সি আছে, নিজেরগল্ফ গ্রিনে1 এসে একবার আমার apartment-টা দেখে যানএকটা বাড়ির পেছনে হাত ধুয়ে পড়ে থাকা ছাড়া আমার অন্য অনেক interest আছে দাদা
1Golf Green is a suburb of Kolkata.
428 ৪৩:০৩ সেন আমি আপনার এজেন্সিতে খোঁজ নিয়ে দেখেছি যে এই কফির campaign-টা আপনার হড়কে গেলে আপনার এজেন্সিকে হাত তুলে দিতে হবেসুতরাং...
429 ৪৩:১১ রণজিৎ সুতরাং দলিলটা এখন আমার কাছে
430 ৪৩:১৪ সেন আপাতত অনুমান করা ছাড়া আমার তো আর কোনও গতি নেই
431 ৪৩:১৮ রণজিৎ তাহলে আর কি? অনুমান নিয়ে ধরে বসে থাকুনরামটা খানকে? কে ওখানে? ওঃ শালাওখানে ওইভাবে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে, অ্যাঁ? যা যাযা এখান থেকেউফ, শালা বাড়িটাও এরকম হয়েছেভূতুড়েপিলে চমকে দিয়েছিল মাইরি। Cheers.
432
433 ৪৩:৪৮ [গান] ...এক নিমেষেই ফিরে পায়ে যৌবন, হাজার ঝঞ্ঝাটের ফাঁকে...
434 ৪৩:৫৭ সেন কি ব্যাপার? খাবার ঘরে কেন? কি শম্ভু তুমি কিছু বলতে চাও? শম্ভু তুমি লিখতে পারো?
435 ৪৪:১৮ সঞ্জয় যাওআপনার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল
436 ৪৪:৪১ সেন প্রথমটা?
437 ৪৪:৫২ সঞ্জয় আপনার খাবারটা আমিই ঘরে দিতে বলেছি
438 ৪৪:৫৭ সেন যদি বাড়ির আর পাঁচ জনের মত আপনার কথাবার্তা আমি না শুনি। Right?
439 ৪৫:০২ সঞ্জয় Right. আপনি বাইরের লোকসমস্ত বাড়িতে ভেতর বাইরে একটা ব্যাপার আছেএটা স্বাভাবিক নয় কি ?
440 ৪৫:০৯ সেন সব বাড়িতেই সম্পত্তি চুরি করার জন্যে বাবার ঘর থেকে ছেলে বউরা দলিল চুরি করে কি?
441 ৪৫:১৫ সঞ্জয় কথা ঘোরাবেন নাঠিক আছে? আপনি আজ সকালে বিকাশের সঙ্গে যেটা করেছেন সেটা বিচ্ছিরি, অমার্জনীয়ক্ষমার অযোগ্য
442 ৪৫:২৫ সেন বিকাশ-বাবু বুঝি আপনার কাছে গিয়ে কাঁদুনি গেয়েছেনতবে এটা কি উনি বলেছেন যে গালিগালাজ বা গায়ে হাত তোলা সবটাই ওনার দিক থেকে, একতরফাশুধু লাথিটা মারতে বাকি রেখেছিলেন
443 ৪৫:৩৫ সঞ্জয় বিকাশ এখন এখানে নেইসুতরাং মুখের সামনে বসে তো আমি clear up করতে পারছি না ব্যাপারটাতার প্রয়োজনও নেই
444 ৪৫:৪৩ সেন বিকাশ-বাবু কোথায়?
445 ৪৫:৪৪ সঞ্জয় ফেরার টিকিটের বন্দোবস্ত করতে গেছেযা ঘটে গেলো এরপর এখানে থাকতে চাইছে না
446 ৪৫:৪৯ সেন তাই?
447 ৪৫:৫১ সঞ্জয় পুজোর ছুটি, বাড়ির পরিবেশ, সমস্ত কেমন পুরোটা ঘেঁটে গেল
448 ৪৫:৫৯ সেন সবটাই আমার জন্য?
449 ৪৬:০২ সঞ্জয় দুবছরে একবার করে আমরা সবাই এখানে একজায়গায় হইএকটু আনন্দ করব বলেবাবার খামখেয়ালিপনার জন্য আর আপনার হুজ্জুতির জন্য সেটা আমি নষ্ট হতে দেব না
450 ৪৬:১৫ সেন অর্থাৎ?
451 ৪৬:১৭ সঞ্জয় আপনি কাল সকালে এখান থেকে চলে যাচ্ছেন ব্যাস
452 ৪৬:২০ সেন এই কথা তো আপনি আগেও বলেছেন
453 ৪৬:২৯ সঞ্জয় এই একদম last warning দিচ্ছিপ্রচুর দেখেছিএরকম ফালতু টিকটিকি না প্রচুর দেখেছি
454 ৪৬:৩৬ সেন আপনি কটা গোয়েন্দা দেখেছেন আমার জানা নেইকিন্তু আজ পর্যন্ত আমি আমার মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে তার কোনও কেস অসমাপ্ত রেখে কেটে পড়িনিহঠাৎ আজ আপনার এই কাঁচা হুমকিগুলো শুনে সেটা কেন করব আপনি বলতে পারেন
455 ৪৬:৫৫ সঞ্জয় হুমকিটা কাঁচা শোনাল না? কতটা কাঁচা হতে পারে দেখিয়ে দেবআমি সব খবর নিয়েছিছেঁদো security agency. আপনাদের main রোজগার হচ্ছে ওই factory- গেটে গেটে ওই দালাল supply করা। Gun লাইসেন্স আছে না? আছে তো? আর কয়েকটা মার্ডার কেসে আপনার নাম ওই কাগজে বেরিয়েছিলকি রজনীশ লাল মার্ডার কেস আর রামোজি ফিল্ম সিটিতে একটা কি একটামোদ্দা কথা হচ্ছে কিছু মাঝারি মাপের পুলিশ অফিসার আপনার নাম শুনলেও শুনতে পারেএই, যদি Writers1 থেকে একটা ফোন আসে না? কিম্বা হোম ministry থেকে... আপনার career-টা পুরো... Get it?
1the seat of government in West Bengal
456 ৪৭:৪৭ সেন আর আমিও গত দুদিন ধরে আপনার ভগ্নীপতি বিকাশ-বাবুর সঙ্গে ডাংগুলী খেলছিলাম না সঞ্জয়-বাবুআমিও দিল্লিতে আমার কয়েকজন অখ্যাত পুলিশ অফিসার বন্ধুর কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আপনার গুরগাঁও-এর SMCC call centre চলছে নাদেনার দায় উঠে যেতে বসেছেআপনার মোহন কিশোর মেঘরাজের সঙ্গে দিল্লিতে একটা বেআইনি chit ফান্ড স্কিমে জড়িয়ে পড়ে আপনার প্রায় হাজতবাস হতে চলেছিলসুতরাং আপনার ফোন পেয়ে হঠাৎ হোম ministry বা Writers থেকে কেউ ঝাঁপিয়ে পড়ে ছুটে এসে সেলাম ঠুকে আমাকে arrest করবে, এরকম মনে করার কোনও কারণ নেই
457 ৪৮:১৯ সঞ্জয় এই...
458 ৪৮:২০ সেন I haven't finished yet, Mr. সঞ্জয় মিত্রআমি এটাও জানতে পেরেছি যে আপনার এই মোহন কিশোর মেঘরাজের হাতে আপনার বাড়ির নতুন দলিলটা তুলে দিতে পারলে আপনার ওই ফুটো পকেটে এখন কিছু আমদানি হয়
459 ৪৮:৩৩ সঞ্জয় ভাল করলেন না, হ্যাঁ? খুব খারাপ করলেন কিন্তু আপনি
460
461 ৪৯:২৭ সেন গতকাল রাতে শম্ভুকে পেছন থেকে মাথায় বাড়ি মেরে খুন করা হয়পুলিশ enquiry-তে জানা যায় খুনের সময়অর্থাৎ গতকাল রাতে বিকাশ সাহেব বাড়ি ফেরেননিপৃথ্বীশ-বাবু তাঁর ঘরে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেনবড়ছেলে রণজিৎ-বাবু নিজের ঘরে তাঁর বিজ্ঞাপনের jingle নিয়ে ব্যস্ত ছিলেনছোট ছেলে সঞ্জয়-বাবু আমার ঘরে আমার সঙ্গে তর্ক করতে ব্যস্ত ছিলেনবাড়ির বউ মেয়ে তারা যে যার নিজেদের ঘরে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন
462
463 ৫০:০৮ ? কী বলছিলেন?
464 ৫০:০৯ সেন Most probably একটা কোনও heavy instrument দিয়ে মাথার পেছনে মারা হয়েছে
465 ৫০:১৩ ? আচ্ছা আপনি তো এতদিন এখানে ছিলেনমানে আপনার কি সত্যিই মনে হয়েছে শম্ভু বোবা কালা না কি?
466 ৫০:২০ সেন আমার মনে হয় যে হ্যাঁ, বোধহয় সত্যিএটা অভিনয় করা সম্ভব নয় আর করার কোনও কারণও নেই
467 ৫০:২৫ ? শম্ভুর কোনও বদ সঙ্গ-টঙ্গ বা নেশা-টেসা কিছু চোখে পড়েনি আপনার
468 ৫০:২৮ সেন No, nothing of that sort.
469 ৫০:৩০ ? I see.
470
471 ৫০:৩৩ মিত্র বারো বচ্ছর আমার সঙ্গে ছিলএকা হাতে সব কিছু করেছে, আমার দেখাশুনোসব ওই তো করেছেপরশু সন্ধেবেলায় অকারণে মশারি টানাবার অজুহাতে আমাকে বোধহয় কিছু বলার চেষ্টা করেছিল
472 ৫১:০০ সেন অকারণ কেন? আপনি মশারি টানান না?
473 ৫১:০৪ মিত্র নাআমার দমবন্ধ লাগেপরশু টানিয়ে দিয়ে গিয়েছিল, তাই আর খুলিনি আমার বাড়ির প্রায় ছেলের মতোই হয়ে গিয়েছিল
474 ৫১:২০ সেন আচ্ছা বাড়ির কেউ খুনটা করেছে বলে কি আপনার ধারণা?
475 ৫১:২৫ মিত্র আপনার কোনও ধারণা তৈরি হচ্ছে না কেন বলুন তো? আপনাকে নিয়োগ করে তো কোনও লাভ হচ্ছে না
476 ৫১:৩২ সেন না, দেখুন আমার... আপনার ধারণাটা আমার পক্ষে জানাটা খুব জরুরী এবং সত্যি কথাটা
477 ৫১:৩৭ মিত্র গোয়েন্দাগিরিটা কার করার কথা?
478 ৫১:৪০ সেন আপনি করলেই তো পারতেন
479 ৫১:৪২ মিত্র শুনুন, আমার যদি আপনার মতো বয়েস হত তাহলে আপনাকে ভাড়া করার কোনও প্রশ্ন উঠত না
480 ৫১:৪৯ সেন আমার একটা পদ্ধতি আছেসেটা আপনার ফেলুদার মতো মাপা আর কেতাবি না হলেও মাঝে মধ্যে ভালই কাজ দেয়
481 ৫১:৫৬ মিত্র কিসসুই তো করছেন বলে মনে হচ্ছে নাকিসের ভিত্তিতে বিশ্বাস করব? দলিলটা চুরি হয়ে গেলএকটা লোক বেমালুম খুন হয়ে গেলঅথচ আপনার দিক থেকে কোনও রকম প্রচেষ্টাই দেখতে পারছি না যা দেখে মনে হবে আপনি কেসটা সল্ভ করার দিকে এগোচ্ছেনওই যে বললেন কোনও রকম পদ্ধতিকোনও পদ্ধতি তার কোনও রকম লক্ষণই তো দেখতে পারছি না
482 ৫২:২০ সেন কি দেখলে আপনি খুশি হতেন?
483 ৫২:২২ মিত্র একটা ছকএকটা method. একটা কিছু অন্ততদুদিন ধরে একটা কালো চশমা পরে বাড়িসুদ্ধ লোককে জানিয়ে বেড়াচ্ছেন আপনি গোয়েন্দা ছাড়া আর কিছু হতে পারেন না
484 ৫২:৩৫ সেন আমি ফেলুদার মতন খাতা রাখলে আপনি স্বস্তি পেতেন?
485 ৫২:৩৮ মিত্র অন্তত জানতাম আপনি একটা কিছু করছেন
486 ৫২:৪২ সেন আমার খাতা রাখার প্রয়োজন হয় না
487 ৫২:৪৫ মিত্র খাতা না রাখার বাহাদুরিটা কেন?
488 ৫২:৪৮ সেন মাথা আছে বলে
489 ৫২:৫২ মিত্র মাথা যদি থাকেই তাহলে সেই মাথায় কি কি notes আছে এটা জানতে পারি কি?
490 ৫৩:০২ সেন বিকাশ-বাবুর cell phone- মেঘরাজের number, মশারি, কফির jingle, আফ্রিকার রাজা আর শম্ভুর ভাঙা কলম
491 ৫৩:১২ মিত্র প্রথম চারটে একেবারেই এক্তিয়ারের বাইরে, তবে শম্ভুর ভাঙা কলমের ব্যাপারটা আন্দাজ করতে পারি
492 ৫৩:২১ সেন যথা?
493 ৫৩:২২ মিত্র শম্ভু একটা কিছু দেখেছিলমুখে বলতে পারেনি বলেই চিঠি লিখে সেটা জানাবার চেষ্টা করেছিল, এবং সেই কারণেই তাকে খুন করা হয়কলমটা ভেঙে যায়
494 ৫৩:৪৪ সেন ফেলুদা হলে কি বলত? Full marks.
495 ৫৩:৪৭ মিত্র আমি বলছি চালিয়ে যানআমার টাকাগুলো মনে হয় জলে যাচ্ছে না। Next step?
496 ৫৩:৫৯ সেন জয় বাবা ফেলুনাথ
497
498 ৫৪:১৩ অপর্ণা আচ্ছা রুদ্র-বাবু, আপনার কি মনে হয়? খুনটা আমি করেছি?
499 ৫৪:২৩ সেন হ্যাঁ করাটা অসম্ভব নয়দেখুন একজন লোকের মাথার পেছনে লোহার রডের বাড়ি মেরে তাকে খুন করা হয়েছেএবং লোকটি বোবা কালাসে চেষ্টা করলে রাহুলও এটা করতে পারত
500 ৫৪:৩৯ অপর্ণা আমি খুনটা করব কেন?
501 ৫৪:৪২ সেন হয়ত সে আপনার কথা শুনতে পায়নি বলে রাগ করে অথবা...
502 ৫৪:৫৫ অপর্ণা অথবা?
503 ৫৪:৫৮ সেন আমার ধারণাগুলো কি সেটা কি আপনি জানতে এসেছেন?
504 ৫৫:০৬ অপর্ণা রুদ্র-বাবু আমি যদি বলি যে আপনার ধারণাগুলো আমি কিনতে এসেছি
505 ৫৫:১৭ সেন কত দেবেন?
506 ৫৫:২০ অপর্ণা আমার শ্বশুরমশাই আপনাকে কত দিচ্ছে?
507 ৫৫:২২ সেন ওফ! আপনারা কি সবাই মিলে এই এক dialog rehearse করেছেন?
508 ৫৫:২৭ অপর্ণা জানেন রুদ্র-বাবু, আমাদের এই সিনেমা লাইনে না, আমি বহু মানুষকে অনেক কাছ থেকে দেখেছিকোনও জেদি গাধাকে race-এর খোঁয়াড়ে পাঠিয়ে দিতে, আমায় কিন্তু খুব বেশি খাটতে হয় না
509 ৫৫:৪৯ সেন তাই বুঝি?
510 ৫৫:৫৪ অপর্ণা রুদ্র-বাবু, আপনাকে কিন্তু দেখলে মনে হয় না যে আপনার কোনও বান্ধবী-টান্ধবী জুটেছে বলে
511 ৫৬:০৮ সেন আসলে আমাদের কাজের দৌলতে ওই এক আধটা টান্ধবী জুটেও যায়, কিন্তু আসলে আমাদের লাইনে তো ঠিক ওই বান্ধবী খুব একটা নেইতবে আপনি কিন্তু এই দ্বিতীয় category-
512 ৫৬:২০ অপর্ণা মানে?
513 ৫৬:২২ সেন টান্ধবী
514 ৫৬:৩৪ অপর্ণা আপনি এক কাজ করুনআজ রাত এগারোটার সময় আপনার ঘরের দরজাটা খোলা রাখবেনতাহলেই বোঝা যাবে আমি বান্ধবী না টান্ধবী? হাসছেন?
515 ৫৬:৫৫ সেন আপনার, আপনার সংলাপগুলো আপনার অ্যাক্টিং-এর মতই বাজেসরিসরিযা তো উল্টো হয়ে গেলআমাকে গাধা থেকে ঘোড়া বানাতে গিয়ে আপনি তো নিজেই গুবরে পোকা থেকে গণ্ডার হয়ে গেলেন
516 ৫৭:২৭ অপর্ণা রুদ্র-বাবু, সোনালি ভাগাতকে আপনি চিনলেন নাআপনি কিচ্ছু জানেন না বুঝেছেনআমি ভেবেছিলাম আপনি একজন সৎ লোকতাই আপনাকে কতকগুলো সত্যি কথা জানাব
517 ৫৭:৪০ সেন হ্যাঁ, তাই তাল ঠুকে সোনালি-দেবীর নামে নিন্দে করে গেলেন
518 ৫৭:৪২ অপর্ণা আপনি জানেন ওর যে এই সব আমেরিকাতে পড়ানো-টড়ানো সব ভাঁওতা ওর বরের হাসপাতালে একটা নার্সের চাকরি করে নার্সআর কিচ্ছু নাসব স্রেফ মিথ্যে কথা
519 ৫৭:৫২ সেন এই আপনি বললেনআমি জানলাম
520 ৫৭:৫৪ অপর্ণা আপনি কিচ্ছু জানেন না রুদ্র-বাবু। You know nothing.
521 ৫৭:৫৯ সেন আমি এইটুকু জানি যে আপনার স্বামীর এজেন্সি খুব একটা ভাল চলছে না, এবং আপনারা দুজনে মিলে...
522 ৫৮:০৪ অপর্ণা হ্যাঁ আমরা দুজনে মিলে একটা টিভি সিরিয়ালে invest করছিআমি জানি আড়ি পেতে দরজার বাইরে থেকে আপনি সমস্ত কথাগুলো শুনেছিলেনকিন্তু রুদ্র-বাবু সেটা এটা প্রমাণ করে না যে আমি শম্ভুকে খুন করেছি
523 ৫৮:২৪ সেন হ্যালোহাঁ মেঘরাজ-জিহ্যাঁ, বলুন বলুন। Yes. Oh yes, sure. হ্যাঁ বলুন কোথায়?
524
525 ৫৮:৩৬ মেঘরাজ রুদ্র-বাবু, seems like we had to meet. আপনার নাম আমি শুনেছি। DCDD লালবাজার, close friend of mine, আপনার কথা বলছিলেন। Admire করছিলেনরুদ্র, বাঙালী তো?
526 ৫৮:৫৪ সেন আজ্ঞেআপনি?
527 ৫৮:৫৮ মেঘরাজ Plain মেড়ো। That's what you Bongs would prefer to call us. Am I right? আপনাকে একটা কথা বলি রুদ্র-বাবুআপনারা বাঙালীরা যাই বলুন আর যাই করুন আপনাদের future কিন্তু আমাদের হাতে। Absolutely, in our hands. যে সব business sector আপনাদের বাঁচিয়ে রেখেছে, be it real estate, entertainment, steel, coal, whatever, সব আমাদের হাতে। Means মালিক coming all the way from Rajasthan. Not পয়সা generated here. বাঙালী। For more than hundred years আপনারা ব্রিটিশদের দাসত্ব করেছেন। For the next hundred years আপনারা আমাদের, মানে এই মেড়োদের দাসত্ব করবেন। Am I wrong?
528 ১:০০:০০ সেন আপনি কি এই গপ্পটা করার জন্যে আমাকে ডেকে পাঠালেন?
529 ১:০০:০৩ মেঘরাজ গল্প তো আপনি শুরু করলেন রুদ্র-বাবুঝুটমুট ওই বুড়োর বাড়িতে ঢুকে time waste করছেন
530 ১:০০:০৮ সেন বেশ আপনি যখন time waste করতে চাইছেন তখন আর একটু জমিয়েই হোক
531 ১:০০:১২ মেঘরাজ মানে?
532 ১:০০:১৩ সেন না, মানে আপনি যে গল্পটা শুরু করলেন সেটা আমি আর একটু এগিয়ে নিয়ে যেতে চাই। Socially, politically and historically এই গল্পটাকে দেখা যাক। For your information 19th century বাঙালীদের, মানে starting from রাজা নবকৃষ্ণ দেব up to Prince দ্বারকানাথ ঠাকুর, তাদের এত পুঁজি ছিল that could have put many of your forefathers to shame. কিন্তু সেটা নিয়ে তারা কোনদিন গলাবাজি করেনি because পুঁজি was not the most important thing in their life. And they had much more important things to do at that point of time. এই দেশটাকে স্বাধীন করার পেছনে some of the biggest guys were unfortunately again বাঙালী। People who not only fought power but knew how to handle it. শুধুমাত্র কাঁধে ঝোলা নিয়ে টেবিল চাপড়ে রাজনৈতিক বুলি আওড়ানো নয়। Europe থেকে একটা গোটা army তৈরি করে ব্রিটিশদের attack করার হিম্মত রেখেছিল একটা লোক, again a বাঙালী। 19th century-তে whole generation of young boys, তারা এই গোটা সমাজের ভোলটা পাল্টে দিয়েছিল। And some of them, if I name them, are like, people like সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রাধানাথ শিকদার, কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত। For your information, Mr. মেঘরাজ, they were all very very rich, stinking rich. কয়েকটা বাঙালী-বাবুর ধুতির চুনট নাড়িয়ে পায়রা উড়িয়ে বাইজির গান শুনে সাহেবদের তেল মেরেছিল বলে the history does not change মেঘরাজ-বাবুআপনি এবং আপনার দাদা ভায়েরা সুদূর রাজস্থান থেকে পয়সা নিয়ে এসে এখানে invest করে industry করে তারপর সেই মুনাফাটা আবার back to রাজস্থান চালান করে দিচ্ছেন এবং ইন্ডাস্ট্রিগুলোকে bankrupt sick declare করে দিচ্ছেন বলে আপনারা আমাদের ওপর রাজত্ব করছেন এই গল্পটা বাজারে আর ঠিক খাটছে না। There is a huge IT sector যেটা রাজারহাট এবং সল্টলেক জুড়ে তৈরি হয়েছে এবং হয়ে যাচ্ছে which is generating a fantastically huge amount of revenue primarily again by the বাঙালীহ্যাঁ funding-টা হয়ত আসছে লন্ডন বা আমেরিকা থেকে কিন্তু basically from the NRIs and NRIs are again বাঙালীএই বাড়িগুলো হয়ত আপনারা তৈরি করেছেন ...
533 ১:০১:৫৮ মেঘরাজ থামুন, থামুনএসব হিস্ট্রি কপচানোর জন্যে আপনাকে আমি ডাকিনি
534 ১:০২:০৩ সেন আমি তো বলতে চাইনি মেঘরাজ-বাবু, কিন্তু হঠাৎ রাজস্থানের গল্পটা তো আপনিই তুললেন
535 ১:০২:০৭ মেঘরাজ Come on let's come to the point. ওই বুড়োর দলিলটা আমার চাই
536 ১:০২:১২ সেন কোন বুড়ো? বাঙালী না রাজস্থানী?
537 ১:০২:১৪ মেঘরাজ Don't try to act smart. আপনি বুঝছেন না আমি কার কথা বলছি?
538
539 ১:০২:১৮ মেঘরাজ আপনি কত বড় Sherlock Holmes আমি জানি না রুদ্র-বাবুজানতে চাইও নাবাট ওই দলিল আমি নেব, অ্যান্ড নেবইআপনি যদি মনে করেন আপনি বাধা দেবেন then I am sorry, you are mistaken.
540 ১:০২:৩৪ সেন আমি তো জানতাম যে দলিল আপনার হাতে পৌঁছে গেছে
541 ১:০২:৩৭ মেঘরাজ আরে that বিকাশ is basically an idiot. যেটা এনে দিয়েছে একটা bogus কবিতার কাগজ। Hardly a দলিল
542 ১:০২:৫৪ সেন হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিৎপটাং
543 ১:০২:৫৯ মেঘরাজ চিৎপটাং যখন হবে তখন বুঝবে সকলে
544 ১:০৩:০২ সেন এটা কি?
545 ১:০৩:০৩ মেঘরাজ আরে এটাই তো এনে দিয়েছে শালা, that বিকাশ
546 ১:০৩:০৭ সেন আর এটার জন্যে আপনি ওকে টাকা দিলেন?
547 ১:০৩:১০ মেঘরাজ কত বড় গান্ডু ভাবেন আপনি আমাকে?
548 ১:০৩:১২ সেন না, আমি মনে করি you are a very intelligent man.
549 ১:০৩:১৬ মেঘরাজ Exactly. আমিও আপনার সম্পর্কে সেরকমই ভাবি
550 ১:০৩:২১ সেন সুতরাং আমাদের তো একটা বন্ধুত্ব পাতানো দরকার
551 ১:০৩:২৫ মেঘরাজ There you are. আমার একটাই প্রশ্ন আছে রুদ্র-বাবু
552 ১:০৩:৩০ সেন জানিমিস্টার পৃথ্বীশ মিত্র আমাকে কত দিচ্ছেন? এবং প্রয়োজন পড়লে আপনি তার ডবল বা ট্রিপল করে দেবেনরাইট?
553 ১:০৩:৩৮ মেঘরাজ কেয়া বাত!1 আমরা এত তাড়াতাড়ি পরস্পরকে বুঝে যাব ভাবতে পারিনি
1Hindi: expression of admiration.
554 ১:০৩:৪৩ সেন তো?
555 ১:০৩:৪৬ মেঘরাজ কত বাড়াতে হবে?
556 ১:০৩:৪৮ সেন কি এই ওরাং ওটাঙের বদলে আসল দলিলটা বুড়োর কাছ থেকে হাতাতে?
557 ১:০৩:৫২ মেঘরাজ Exactly. By the way, what would you like to drink?
558 ১:০৩:৫৭ সেন Rum, neat.
559 ১:০৩:৫৯ মেঘরাজ আচ্ছাজাফর। One rum, one scotch on the rocks for me. হ্যাঁ বলুন
560 ১:০৪:১৪ সেন তা ধরুন, um 35 million.
561 ১:০৪:২০ মেঘরাজ 35 million rupees?
562 ১:০৪:২২ সেন No, dollars.
563 ১:০৪:২৫ মেঘরাজ ঠাট্টা করছেন
564 ১:০৪:২৭ সেন না, একদম নাআমি আমার মক্কেলের পয়সা নিয়ে কখনও ফাজলামি করি না
565 ১:০৪:৩১ মেঘরাজ তাই তো করছেন
566 ১:০৪:৩৪ সেন আপনি তো আমার মক্কেল ননমিস্টার মিত্র আমাকে একটা advance দিয়েছেনসেটা আপনার বা আপনার রাজস্থানের গুষ্টির কাছে হয়ত খুবই একটা ছোট অঙ্কের। But he will remain my client till I solve this stupid case.
567 ১:০৪:৫৮ মেঘরাজ আমার ল্যাজে পা দিলে আমি ছেড়ে দেব না মিস্টার টিকটিকি
568 ১:০৫:০২ সেন ওঃ, তাহলে আপনি admit করছেন যে আপনার একটা ল্যাজ আছে
569 ১:০৫:০৫ মেঘরাজ You bastard! Swine! This is just a warning. পরের ব্যাপারে নাক যখন গলিয়েছেন...
570
571 ১:০৬:০৬ মিত্র আপনাকে নিয়ে তো ভাবতে হচ্ছেচুরি হয়ে গেল, খুন হয়ে গেলআপনি কিসসু না করে নাকটা কেটে ফিরে এলেন?
572 ১:০৬:২১ সেন আপনার ফেলুদা হলে কি করত?
573 ১:০৬:২৫ মিত্র হয় এর বদলা নিতনা হলে গোয়েন্দাগিরি ছেড়ে দিত
574 ১:০৬:৩২ সেন জয় বাবা ফেলুনাথপড়েছিওই কাশীর ঘাটের chapter-টা তো
575 ১:০৬:৪০ মিত্র হুঁফেলুদাটা শুধু পড়েই গেলেনকাজে আর লাগল কই?
576 ১:০৬:৫১ সেন এই কেসটা সল্ভ করতে ফেলুদা কত মাস নিত?
577 ১:০৬:৫৪ মিত্র মাস?
578 ১:০৬:৫৬ সেন না, I mean...
579 ১:০৬:৫৮ মিত্র বড়জোর আর একটি দিন
580 ১:০৭:০১ সেন ওকে ডাকুন
581 ১:০৭:০৪ মিত্র কাকে?
582 ১:০৭:০৬ সেন সবাইকেআপনাদের বড়ো বসার ঘরটায়ওইখানেই last chapter-টা হয়ে যাকসবাইকেই থাকতে হবে। Except, of course, ক্যাপ্টেন স্পার্ককারণ যা ঘটতে চলেছে সেটা ওর না দেখাই ভালোকিন্তু বাকি সকলকে চাইআপনি থানায় ফোন করে inspector সরকারকেও আসতে বলে দিতে পারেন। Say, দু-তিন ঘণ্টার মধ্যে
583 ১:০৭:২৮ মিত্র আপনি রহস্য উদ্ঘাটন করে ফেলেছেন?
584 ১:০৭:৩২ সেন দেখা যাককিছু উদ্ঘাটন হবেএবং মনে হয় আপনার পয়সাটা বোধহয় জলে যাবে নাততক্ষণ আমি এই জয় বাবা ফেলুনাথের last chapter-টা পড়ে ফেলিআঃ, বিজয়া দশমীরাত পৌনে দশটা
585
586 ১:০৭:৫৮ রণজিৎ এই কোলাকুলিটা করে ফেলবি? মিষ্টিগুলো নিয়ে আয় না
587 ১:০৮:০১ সঞ্জয় চুপ করো তো! বোকাবোকা কথাএকঘণ্টা ধরে বসে আছি
588 ১:০৮:০৫ সেন Sorry. আমার একটু দেরি হয়ে গেল
589 ১:০৮:০৭ সঞ্জয় একটু মানে?
590 ১:০৮:০৯ সেন না আসলে আমি একটু রাহুলের ঘরে ওই চিলেকোঠায় রাহুলের ঘরে গিয়েছিলামওর সঙ্গে আমার একটু দরকার ছিলআসলে আমি একজনের খোঁজে গিয়েছিলাম আর কি
591 ১:০৮:১৯ সঞ্জয় না আমি ঠিক বুঝতে পারছি নাকেন গিয়েছিলেন? না আমাকে তো জানতে হবেকার খোঁজে গিয়েছিলেন?
592 ১:০৮:২২ সেন আফ্রিকার রাজা
593 ১:০৮:২৪ সঞ্জয় Impossible হয়ে যাচ্ছে কিন্তুআচ্ছা আপনি যদি ভাবেন যে এই বোকাবোকা খেলাটা আমি বরদাস্ত করব আপনি কিন্তু খুব ভুল করছেন
594 ১:০৮:২৯ বিকাশ আমাদের আজকেই চলে যাবার কথা ছিল। Since we are supposed to catch a return flight. খালি বাবা বললেন তাই we stayed back.
595 ১:০৮:৩৫ সেন আপনার flight-এর টিকিটটা বোধহয় cancel করতে হবে, বিকাশ-বাবুকারণ after this meeting you might be required to stay back. এবং সোনালি-দেবী তো বটেই
596 ১:০৮:৪২ সোনালি আপনার কি ধারণা আমি...
597 ১:০৮:৪৩ সেন আমার কি ধারণা সেটা না হয় আমাকেই বলতে দিন না সোনালি-দেবী সেইজন্যেই তো আমরা একত্রিত হয়েছি
598 ১:০৮:৪৭ মিত্র আমার মনে হয় বাজে তর্ক না করে শুরু করা উচিত
599 ১:০৮:৫২ সেন Okay. মিস্টার সরকার এসে পড়লে হয়ত ভালই হতকিন্তু যাই হোকতবে কথাটা শুরু করার আগে আমি একটা ব্যাপার একদম clean করে নিতে চাই আর সেটা হচ্ছে যে এই মামলার গোড়াপত্তনের দিকটা নিয়ে আমি আর কোনও কথা বাড়াব না
600 ১:০৯:০৯ অপর্ণা গোড়াপত্তন মানে?
601 ১:০৯:১০ সেন মানে আমি বলতে চাইছি আমি কেন এখানে এসে পড়লামআপনারা সকলেই জানেন যে পৃথ্বীশ-বাবুর এই গল্প লেখার ব্যাপারটা পুরোপুরি বানানোওনার ওই অজুহাতে আমাকে এখানে ডেকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, উনি সন্দেহ করেছিলেন যে ওনার বাড়ির এই will-টা চুরি হয়ে যেতে পারে
602 ১:০৯:২৬ রণজিৎ বাবা, আমি একটা নিচ্ছি
603 ১:০৯:২৮ মিত্র Go ahead.
604 ১:০৯:৩২ সেন উনি অনুমান করেছিলেন যে আপনারা হয় সম্মিলিতভাবে বা আলাদা আলাদা ভাবে ওনার ওই দলিলটা সরিয়ে ফেলতে চানযাতে ওনার যদি পরে যদি আকস্মিক মৃত্যু ঘটে বা উনি যদি মারা যান অর্থাৎ খুন হন তাহলে আপনারা পুরনো দলিল অনুযায়ী আইনত এই বাড়িটা বেচে দিতে পারেন
605 ১:০৯:৫৪ রণজিৎ আরে দূর দাদা, আমি আমার বাবাকে খুন করব? এটা তুমি ভাবলে কি করে বলত বাবা?
606 ১:০৯:৫৯ মিত্র যারা বাবার ঘর থেকে দলিল চুরি করতে পারে তারা যে খুনও করতে পারে এটা ভাবা কি খুব অযৌক্তিক?
607 ১:১০:১০ সঞ্জয় যুক্তির কথা হচ্ছে না বাবাএটা... চুরি আর মার্ডার দুটো এক জিনিস নয়
608 ১:১০:১৬ সেন বেশ, আমি ধরে নিলাম এক নয়কিন্তু চুরি আর খুন দুটোই ঘটেছে
609 ১:১০:২০ নির্মলা সে লোকটা চাকরবাবার সঙ্গে তার কি করে তুলনা হচ্ছে বুঝতে পারছি না
610 ১:১০:২৪ মিত্র সেও একটা মানুষ, এবং বাড়ির বহুদিনেরএবং তোমাদের বাবার একজন অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষতোমাদের অবর্তমানে এতদিন সেই আমার সমস্ত দেখাশোনা করে এসেছেতাকে খুন করা আর আমাকে খুন করা এর মধ্যে তফাৎ কতটুকু?
611 ১:১০:৫৩ বিকাশ কিন্তু খুনটা আমরা, মানে আমরা করেছি তার কি প্রমাণ? মেঘরাজ is a dangerous man.
612 ১:১০:৫৯ সেন প্রথমে এই আমরা শব্দটা বাদ দেওয়া যাককারণ আপনার শ্বশুরমশাইয়ের কাছে বা আপনাদের বাবার কাছে আপনারা সকলে এক হলেও এই মামলার ক্ষেত্রে আপনারা কিন্তু এক ননআপনারা প্রত্যেকেই আলাদাআপনাদের আলাদা উদ্দেশ্য, আলাদা হিসেব, আলাদা লাভএকত্র হয়ে আপনারা যদি সকলে কাজ করতেন তাহলে এতগুলো বোকামি কিন্তু করতেন না। Anyway let's get back a little. রণজিৎ-বাবু, আমি খোঁজ নিয়ে দেখেছি যে আপনার ওই কফির jingle-টার কোনও প্রয়োজন নেইকারণ ক্লায়েন্ট presentation হচ্ছে নাআপনার এজেন্সির অবস্থা খুবই খারাপ, ঢনঢনে, একেবারেই bankrupt. In fact, no client, no billing for the last one year. এবং মেঘরাজের কাছে যদি আপনি বাড়ির দলিলটা তুলে দিতে পারেন then you would have got enough money to make your T.V. serial, যে ব্যবসাটা আপনি করতে পারছেন না because of টাকা
613 ১:১১:৫০ রণজিৎ আমি চুরি করেছি?
614 ১:১১:৫১ সেন আপনি চেয়েছিলেন, এবং চেষ্টাও করেছিলেন, কিন্তু তার আগেই আপনার ভগ্নীপতি সেটা হাপিশ করে দেয়। Am I right, Mr. বিকাশ ভাগাত?
615 ১:১২:০২ বিকাশ আমি দলিল চুরি করিনি
616 ১:১২:০৩ সেন হ্যাঁ বিকাশ-বাবু, আপনি যখন সেটা চুরি করেছিলেন তখন আপনি জানতেন ওটা হচ্ছে দলিলকিন্তু পরে ওটা বেরোয় আপনার শ্বশুরমশাইয়ের কবিতার বান্ডিল, অর্থাৎ ওরাং ওটাং
617 ১:১২:১১ সঞ্জয় কি? এর মানেটা কি? হচ্ছেটা1 কি? What the hell? Is this a joke or what?
618 ১:১২:১৬ সেন Yes, সঞ্জয়-বাবুআপনার বাবার ঘর থেকে যে দলিলটা সেদিন চুরি হয়েছিল সেটা আসল দলিল নয়। At least বিকাশ-বাবু যেটা চুরি করেন এবং আমি খুব ভালো করেই জানি যে আপনার যোগাড় করা খদ্দেরকে ডিঙিয়ে আপনারই বাড়ি বেচার চেষ্টা চলছে বলে আপনি ভীষণই ক্ষিপ্তএবং সেদিন রাত্তির থেকে আজ পর্যন্ত যে রাগটা আপনি দেখিয়ে আসছেন সেটা আসলে আমার ওপর রাগ করে নয় আপনার ভগ্নীপতির ওপরে রাগ করে
619 ১:১২:৪০ বিকাশ Let me tell you, মেঘরাজ didn't pay me a single pai1.
620 ১:১২:৪৩ সঞ্জয় বিকাশ, just shut up. You tried to cheat us all. তুমি, তুমি ওই লোকটার সঙ্গে আলাদা করে কথা বলেছ কেন? তোমার কোনও রাইট ছিল না
621 ১:১২:৫০ বিকাশ Oh, really? তুমি deal করলে আমরা সকলে টাকা পেতাম বুঝি? মেঘরাজ himself has told me you wanted to take it all for yourself. Who is the bloody cheat here?
622 ১:১২:৫৯ নির্মলা You, You, তুমিতুমি ধরা পড়ে গেছ। You are the one.
623 ১:১৩:০১ বিকাশ নির্মলা, you don't know what you are talking about. আমি আসল দলিল চুরি করিনিআমি একটা পয়সা পাইনিইয়েস আমার টাকার দরকার আছেখুব দরকার। But সেটা আমি আগে আমার ফ্যামিলির কাছে চেয়েছিলাম। You people never answered any of my calls. অনেক -মেল করেছি। Nobody bothered to reply. I was alone. I was alone in New York trying to make both ends meet. I even tried to commit suicide damn it.
624 ১:১৩:৩৪ সোনালি No you didn't. You ruined me. আজ যখন openly সব কথা খোলাখুলি হচ্ছে হোকবাবা তুমি জানো না আমি... আমার চাকরিটা নেইআমার ইউনিভার্সিটির চাকরিটা চলে গেছেআমি পড়াই না। I don't teach any more. আর তার জন্য তোমার এই সাধের জামাই যার সঙ্গে তুমি ঘটা করে বিয়ে দিয়েছিলে, he is responsible. হ্যাঁ
625 ১:১৩:৫৪ বিকাশ সোনালি, you are crossing your limits.
626 ১:১৩:৫৫ সোনালি Back off you quack. You have ruined my life, my career, everything, entire life of mine. Why? Why did you do that? Why? Bloody murderer. হ্যাঁ বাবা, বাবা তুমি, তুমি জানো না তোমার ওই জামাই নিউ ইয়র্কে ডাক্তারির ফাঁকে ফাঁকে বেআইনি abortion করতআজ খোলাখুলি কথা হচ্ছেআমি, আমি বলবই, openly সবসেরম একটা কেসে একটা মেয়ে মারা যায়পুলিশ আসে, arrest করে ওকেতখন আমাকে জড়ায়, আমাকেআমাকে নিজেকে নিজেকে বাঁচানোর জন্যআমি কিন্তু তোমাদের কোনও কথা বলিনিএকটাও কথা বলিনিতোমাদের আদরের জামাই কাউকে disturb করিনি আমিকরিনি তো? কিন্তু কেউ জানিস না, কেউ জানিস না তোরা কোনও খবর রাখিস নিশেষ করে দিয়েছে আমার জীবনটা
627 ১:১৪:৪৫ বিকাশ Didn't Juliet come to me? Wasn't she your bloody student?
628 ১:১৪:৪৯ সোনালি Juliet, Juliet স্বেচ্ছায় তোমার কাছে গেছিল। And you, you killed her, you.
629 ১:১৪:৫৫ বিকাশ আমি খুন করিনিআপনারা বিশ্বাস করুন। She just couldn't take the bloody anesthesia. The machine failed. Everything went wrong. And she just, god she just...
630 ১:১৫:০৯ মিত্র তুমি চালিয়ে যাও
631 ১:১৫:১১ সেন যেটা ঘটে গেছে সেটার তদন্ত করবে হয়ত N.Y.P.D. বা New York Police Department, সেটা আমার এক্তিয়ারে নয়আমি ফিরে আসি আমাদের কেসটায়সেদিন রাতে যেদিন পৃথ্বীশ-বাবুর ঘর থেকে দলিলটা চুরি যায়, সেদিন রাতে আর একজন ওনার ঘরে ঢুকেছিলকিন্তু সে কিছু না পেয়ে তাকে খালি হাতে বেরিয়ে আসতে হয়
632 ১:১৫:৩৩ রণজিৎ কে সে?
633 ১:১৫:৩৪ সেন আপনি, আপনি রণজিৎ-বাবুসেদিন আপনার মনে আছে আপনার ঘরে যখন আমি এসেছিলাম আপনি আমাকে গায়ে পড়ে, হঠাৎ জানতে চেয়েছিলেন যে আমার তদন্তটা কতদূর এগুচ্ছে সেইজন্যে আমাকে বলে ফেলেছিলেন
634 ১:১৫:৪৭ রণজিৎ [flashback] আরে বাবা রাত্তিরে ঘুমের ওষুধ খেয়ে মশারি টানিয়ে ঘুমোয়। Anybody can just walk in.
635 ১:১৫:৫২ সেন কি দরকার ছিল অকারণে এই কথাগুলো বলার? এইসব বলে তো আপনি নিজেই নিজেকে ডোবালেনআপনার বাবা মশারির তলায় শুধু সেই রাত্রে ঘুমিয়েছিলেন কারণ গায়ে পড়ে শম্ভু মশারিটা টানিয়ে দিয়েছিল বলেসাধারণত আপনার বাবা মশারির তলায় ঘুমোন নাসেটা পৃথ্বীশ-বাবু আমায় নিজেই বলেছেন
636 ১:১৬:০৮ মিত্র [flashback] পরশু সন্ধ্যাবেলায় অকারণে মশারি টানাবার অজুহাতে আমাকে বোধহয় কিছু বলার চেষ্টা করেছিল
637 ১:১৬:২০ সেন [flashback] অকারণ কেন? আপনি মশারি টানান না?
638 ১:১৬:২৩ মিত্র [flashback] নাআমার দমবন্ধ লাগেপরশু টানিয়ে দিয়ে গিয়েছিল তাই আর খুলিনি
639 ১:১৬:৩১ সেন শুধু সেই রাত্রের জন্যই উনি মশারিটা ব্যবহার করেন, আর সেটা তো আপনার জানার কথা নয় যদি না সেই রাত্রেই আপনি তাঁর ঘরে ঢুকে থাকেনরাইট?
640 ১:১৬:৪০ রণজিৎ বাবাতাতে, তাতে কি প্রমাণিত হয়?
641 ১:১৬:৪৫ সঞ্জয় Exactly. কি ফালতু কথা হচ্ছে মশারি-ফসারি নিয়ে? Get to the point. তাহলে আমার পক্ষে বেশিক্ষণ মিটিঙে থাকা সম্ভব নয়
642 ১:১৬:৫১ মিত্র সহ্য করতে হবে। This house still happens to be mine.
643 ১:১৬:৫৯ সেন সেদিন রাতে শম্ভু বিভিন্ন ভাবে নানান ভাবে আমাকে কিছু জানাতে চেয়েছিল
644 ১:১৭:১৫ সেন [flashback] কি ব্যাপার, খাবার ঘরে কেন? কি শম্ভু তুমি কিছু বলতে চাও? শম্ভু তুমি লিখতে পারো?
645 ১:১৭:৩২ সেন আমি শম্ভুকে বলেছিলাম সেটা লিখে জানাতেসেই রাতে শম্ভু আমার নামে একটা চিঠি লিখছিলএবং খুব সম্ভবত সেই কারণেই সে খুন হয়
646 ১:১৭:৪২ রণজিৎ এই, just a minute, just a minute. Are you implying that...
647 ১:১৭:৪৬ সেন I have not accused you of anything yet.
648 ১:১৭:৪৮ সঞ্জয় না শুনুন, শম্ভু যখন খুন হয় তখন কিন্তু আমি আপনার সঙ্গে ছিলাম এটা মনে আছে তো আপনার?
649 ১:১৭:৫৩ সেন জানিসেদিন রাত্রে আপনি আমার ঘরে ছিলেনআর রণজিৎ-বাবু সেদিন রাত্রে তাঁর কফির গান শুনছিলেনসে গান আমরা সবাই শুনতে পেয়েছিআর বিকাশ-বাবু ওই দিন রাত্রে মিস্টার মেঘরাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বললেনমিস্টার মেঘরাজও সেটা পুলিসকে জানিয়েছেনঅতএব এখন বাকি রয়ে যাচ্ছে শুধু মেয়েরা
650 ১:১৮:১৬ অপর্ণা রুদ্র-বাবু, আপনি যদি মনে করেন যে আমিই খুন করেছি তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে...
651 ১:১৮:২১ সেন আপনি বড় বাজে অ্যাক্টিং করেন অপর্ণা-দেবী, ছাড়া আপনার বিরুদ্ধে আমার আর কোনও অভিযোগ নেই। Satisfied?
652 ১:১৮:২৬ অপর্ণা আপনি কিছু জানেন না রুদ্র-বাবু
653 ১:১৮:২৮ সেন আমি জানিআপনি আপনার স্বামী রণজিৎ-বাবু আর সোনালি-দেবীর সম্পর্কের কথা বলছেন তো? যেদিন রাতে চুরি হয় সেদিন ওই ছাদের সিঁড়ির তলায় দুজনে দাঁড়িয়ে কথা বলছিলেন সেটা আমি লক্ষ্য করেছিআমার ধারণা আপনি বোধহয় সেটার ভুল মানে করে সোনালি-দেবীর ওপর হিংসেয় জ্বলেপুড়ে আপনি সেদিন রাত্রে আমার ঘরে এসে ওনার নামে নিন্দে করে অযথা সময় নষ্ট করলেনআমার বিশ্বাস যে আপনার বরের সঙ্গে সোনালি-দেবীর কোনও গোপন সম্পর্ক নেই
654 ১:১৯:০২ অপর্ণা দিনের পর দিন নিউ ইয়র্ক থেকে গুজুর গুজুর ফুসুর ফুসুর1 আমি যখনই কিছু জিজ্ঞাসা করতে যাই আমাকে মিথ্যে কথা, রুদ্র-বাবু আমার সব ভুল সব ভুল?
1talking in secret
655 ১:১৯:১২ সেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস সোনালি-দেবী তাঁর দাদার সাহায্য চাইতেনআর দাদার সাহায্যে যদি তাঁর স্বামীকে তিনি শায়েস্তা করতে পারেন? এখানে এসে বহুদিনকার সেই চাপা ইচ্ছে এবং প্রতিহিংসাটার সুযোগ করে দেন বিকাশ-বাবু নিজেই, ভুল দলিল চুরি করেসোনালি-দেবী প্রমাণ করতে চান যে তাঁর স্বামী চুরি এবং খুন দুটোই করেছেতাহলেই তাঁর শান্তিএবং এই সুযোগের সৎ ব্যবহার করেন রণজিৎ-বাবুসরি সোনালি-দেবীএকটু আগে আপনাদের এখানে বসিয়ে রেখে আপনাদের ঘরটা search করে আপনারই ব্যাগ থেকে আমি একটা ন্যাকড়ায় মোড়া লোহার রড এবং শম্ভুর লেখা রক্তাত চিঠিটা পেয়েছিআমার ধারণা ওই রডটা দিয়েই শম্ভুকে খুন করা হয়যে রডটা নিয়ে আপনি বাকিটা জীবন বিকাশ-বাবুকে blackmail করে শায়েস্তা করতে চেয়েছিলেনরাইট?
656 ১:২০:০৩ সোনালি সেটা কোথায়?
657 ১:২০:০৫ সেন ওটা আপাতত বারুইপুর থানায় সি মিস্টার সরকারের জিম্মায় রয়েছেআমি ওনাকে দিয়ে এসেছি
658 ১:২০:১৬ সোনালি আপনি কি মনে করেন আমি...
659 ১:২০:১৭ সেন আমি জানি আপনি খুন করেননি সোনালি-দেবীওই রডটা আপনার দাদা আপনাকে দিয়েছেন
660 ১:২০:২৪ রণজিৎ আরে দুর, খুনের সময় ঘরের ভিতর বসে Rich ক্যাফের jingle করছিলাম না ?
661 ১:২০:২৮ সেন হ্যাঁ, আপনার ঘরে সি ডি চলছিল রণজিৎ-বাবুকিন্তু আপনার ঘরে সি ডি চলছিল তার মানে এই নয় যে আপনিও ঘরে ছিলেনআমার বিশ্বাস আপনি সি ডি-টা চালিয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এসে শম্ভুকে খুন করেনসেই রক্ত মাখা চিঠিটা এখন সি মিস্টার সরকারের কাছে আছেএবং আমার ধারণা যে ওই রডে আপনার আঙুলের ছাপও পাওয়া যাবেআসুন সরকার-বাবুসরি এতক্ষণ আমি আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলামআসলে বাড়ির personal কেচ্ছাগুলো না শুনলে হয়ত আমার কিছু প্রশ্ন ধোঁয়াটে থেকে যেততো আপনি থাকলে হয়ত সেই আলোচনাগুলো খোলাখুলিভাবে হত নাশম্ভু সেদিন রাত্রে আপনাকে দেখে ফেলেছিল, রণজিৎ-বাবুআপনাকে দেখে ফেলেছিল আপনার বাবার ঘর থেকে বেরোতেআর বোধহয় সেটাই সেদিন সে আমাকে বলতে চেয়েছিলএকটা বোকা বোকা চুরি ঢাকতে খুন করার কোনও দরকার ছিল কি?
662
663 ১:২১:৩৮ মিত্র আপনার এজেন্সির নামে একটা আলাদা চেক লিখে দিলাম
664 ১:২১:৪১ সেন আমার কেস কিন্তু এখনো সল্ভ হয় নিগতকাল তো শুধু খুনের ব্যাপারটা চুকলদলিলটা কিন্তু এখনো উদ্ধার হয় নি
665 ১:২১:৫০ মিত্র মানে?
666 ১:২১:৫১ সেন আসল দলিলনট ওরাং ওটাং
667 ১:২১:৫৫ মিত্র যা সব কিছু ঘটে গেল, তারপর আর সে দলিলের দরকার আছে কি?
668 ১:২২:০৭ সেন ওইটার জন্যেই তো সব কিছু ঘটল
669 ১:২২:১১ মিত্র যা কিছু ঘটল তা তো এই বাড়ি আর সম্পত্তি নিয়ে
670 ১:২২:২২ সেন আপনি কি বাড়িটা বেচে দেবেন তাহলে?
671 ১:২২:২৬ মিত্র আমাকে কি এতই মেরুদণ্ডহীন মনে হয়?
672 ১:২২:৩০ সেন আমাকে কি আপনার অতই কাঁচা মনে হয়?
673 ১:২২:৩৪ মিত্র মানে?
674 ১:২২:৩৬ সেন কোনও কেস সম্পূর্ণ না করে আমি fees নিই না পৃথ্বীশ-বাবুআর এই মামলাটা এখনো শেষ হয়নি
675 ১:২২:৪৩ মিত্র তার মানে আবার সকলকে একত্র করা
676 ১:২২:৪৬ সেন না শুধু দলিল চোর থাকলেই হবে
677 ১:২২:৪৯ মিত্র সে কে?
678 ১:২২:৫১ সেন আপনি
679 ১:২২:৫২ মিত্র What?
680 ১:২২:৫৩ সেন আপনি যদি ভেবে থাকেন যে আপনার নিজের দলিলটা নিজে চুরি করে যেখানে রেখেছিলেন সেটা এখনো যথাস্থানেই আছে তাহলে কিন্তু আপনি ভুল করবেনকারণ সেটি এখন আমার কাছেআপনি ভেবেছিলেন যে দলিলটা না পেয়ে হয়ত আপনার দুই ছেলে তাদের বউরা বা আপনার মেয়ে জামাই আপনার হয়ত কোনও ক্ষতি করতে পারেতাই আমাকে আমদানি করারাইট? জয় বাবা ফেলুনাথ গল্পটা পড়েই আপনার এই দলিলটা লুকিয়ে রাখার idea-টা মাথায় আসেগল্পে যেমন ওই গণেশের মূর্তিটা মা দুর্গার সিংহের মুখের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল এবং লুকিয়ে রেখেছিলেন বাড়ির কর্তা স্বয়ং তাঁর নাতির সাহায্য নিয়ে অর্থাৎ ক্যাপ্টেন স্পার্কএই ক্ষেত্রে আপনি আপনার ক্যাপ্টেন স্পার্ক অর্থাৎ রাহুলের সাহায্যে এই বাড়ির দলিলটা লুকিয়ে রেখেছিলেন সিংহের ছবির পেছনেএবং রাহুলকে বলে দিয়েছিলেন যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দেবে দলিলটা আছে আফ্রিকার রাজার কাছেওই জয় বাবা ফেলুনাথ গল্পে ফেলুদা এই আফ্রিকার রাজার রহস্যটা ধরে ফেলেআর এই গল্পে রাহুলের কাছে ছিল এটা একটা মজার খেলাকারণ সেই ছিল আপনার এই দলিলের পাহারাদারতাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করতেনকিন্তু মুশকিলটা কোথায় বাধালেন জানেন? আমার ফেলুদার প্রতি উৎসাহটা বাড়িয়েআমার এই গল্পটা পড়া ছিল নাকিন্তু আপনার উৎসাহে আমি ওই গল্পটা পড়ে ফেলি
681 ১:২৪:২৬ মিত্র তুমি একা সত্যি সত্যি মাথা খাটিয়ে এসব বার করেছ? নাকি রাহুল হেল্প করেছে?
682 ১:২৪:৩৭ সেন না, আমি একা নইআমি এবং ফেলুদাএখন আপনিই বুঝে নিন কার বুদ্ধি বেশি
683 ১:২৪:৪৬ মিত্র ফেলুদা কিন্তু শুধু মাথার ওপর নির্ভর করে নাপ্রয়োজন হলে গায়ের জোরের ব্যাপারটাও আছেতুমি যদি পুরো গোয়েন্দা হয়ে থাকো তাহলে তো গায়ের জোরটা পরখ করে নেবার দরকার আছেকি, লড়বে নাকি পাঞ্জা1? আমি কিন্তু এখনো নিয়মিত যোগ ব্যায়াম করে থাকি
684 ১:২৫:২০ সেন ফেলুদা হলে নাকটা কাটা যেত না বলছেন?
685 ১:২৫:৩৮ মিত্র Jite raho bachchi.1
1Hindi: May you live long, child.
686
687 শেষ
688