Bangla-Tangla Dictionary
বার –
1. out, outside (+ করা = to take out, to bring out)
2. a time (as in "this time")
3. [variant of বারো]; 12, twelve
genitive of বা:
বা –
1. variant of বাঃ
2. or, maybe
genitive of 2nd person intimate present imperative tense of বাওয়া:
বাওয়া
– to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)
Samsad Bengali-English Dictionary
বার2 [ bāra2 ] n a royal court, a durbar; (of princes etc.) a sitting or presence in a court ('বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়'); an appearance before applicants or visitors or in public esp. in state (জমিদার বা গুরু আজ বার দেবেন).
বার3 [ bāra3 ] n a day (রবিবার); a fixed or allotted day (হাটবার); a day of the week (আজ কী বার); an occasion, a time (দুবার); a turn (দেখি তোমার বারে কেমন খেলো).
genitive of বা:
বা2 [ bā2 ] con or ☐ adv. possibly, perhaps (হবেও বা); alternatively (তুমিই বা গেলে); used to emphasize a question (হবেই বা না কেন ?).
genitive of 2nd person intimate present imperative tense of বাওয়া:
বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা).
genitive of 2nd person intimate present imperative tense of বাওয়া:
বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2 ।
Samsad Bangla Abhidhan
বার1 [ bāra1 ] বি. বাহির এর চলিত রূপ (দুনিয়ার বার, ঘরবার করা, বার হয়ে যাওয়া)। [বাং. বাহির]।
বার2 [ bāra2 ] বি. 1 রাজসভা, দরবার ('বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়': ভা.চ.); 2 দরবারে দর্শনদান ('বার দিয়া বাঙ্গালার শেষ রাজা বসিয়াছিলেন': ব. চ.)। [ফা. দরবার]।
বার3 [ bāra3 ] বি. ভার, বোঝা। [ফা. বার]। ~বর-দার বি. 1 মুটে, কুলি; 2 তল্পিবাহক। ~বর-দারি বি. 1 বারবরদারের কাজ বা বৃত্তি; 2 মোট বা তল্পি বহনের মজুরি বা খরচ। ☐ বিণ. মোটবহন বা তল্পিবহন সংক্রান্ত।
বার4 [ bāra4 ] বি. 1 উকিলসমাজ; 2 কোনো আদালতের উকিলসমূহ (বার সমিতি)। [ইং. bar]। বার লাইব্রেরি বি. আইনজীবীদের ব্যবহার্য প্রধানত আইনবিষয়ক গ্রন্থের সংগ্রহ। ~সমিতি বি. উকিলদের সংস্থা।
বার5 [ bāra5 ] বি. 1 দিন (হাটবার); 2 সপ্তাহের বিভিন্ন দিন (আজ সোমবার); 3 পুণ্যতিথি (বারব্রত); 4 দফা, খেপ (গতবার, এবার, প্রতিবার); 5 পালা, পর্যায় (একদিন সবারই বার আসবে); 6 সাধারণ (বারাঙ্গনা, বারনারী); 7 বাধাদান, নিবারণ। [সং. √ বৃ + অ]। ~ংবার, ~বার ক্রি-বিণ. পুনঃপুন ('অলি বারবার ফিরে আসে': রবীন্দ্র; বারংবার প্রশ্ন করা)। ~দিগর বি. (আদালতের ভাষায়) অন্যবার, দ্বিতীয়বার, পুনর্বার। ~ব্রত বি. পুণ্যতিথিতে নানান ব্রতানুষ্ঠান।
বার7 [ bāra7 ] বি. নিবারণ, বারণ, নিষেধ। [সং. √ বৃ + ণিচ্ + ক্বিপ্]।
বারংবার [ bārambāra ] দ্র বার5।
বারবরদার, বারবরদারি [ bārabaradāra, bārabaradāri ] দ্র বার3।
বারবার [ bārabāra ] দ্র বার5।
বারব্রত [ bārabrata ] দ্র বার5।
বারসমিতি [ bārasamiti ] দ্র বার4।
genitive of বা:
বা2 [ bā2 ] বি. (ব্রজ ও প্রা. কা.) বাতাস ('গিরীষির বা': বিদ্যা.)। [সং. বাত]।
genitive of বা:
বা3 [ bā3 ] অব্য. 1 বিকল্প (যাই বা না যাই); 2 কিংবা, অথবা (সে বা তুমি); 3 সম্ভাবনাসূচক বা সন্দেহসূচক (হবেও বা); 4 প্রশ্নাত্মক (তুমিই বা গেলে না কেন?); 5 বিতর্কে নিশ্চয়াত্মক (কেনই বা হবে না?); 6 বিকল্পবাচক ('কোথাও বা ধানখেত জলে আধো ডোবা': রবীন্দ্র)। [সং. √ বা + ক্বিপ্]।
genitive of 2nd person intimate present imperative tense of বাওয়া:
বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)।
genitive of 2nd person intimate present imperative tense of বাওয়া:
বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।