আস্তে definitions

Bangla-Tangla Dictionary
আস্তে – slowly (usually repeated twice)

locative of আস্ত:
আস্ত
1. intact, complete, entire
2. real

Samsad Bengali-English Dictionary
আস্তে [ āstē ] adv slowly; carefully; lightly, mildly, gently (আস্তে মারা); stepping lightly or noiselessly (আস্তে আসা); in an undertone (আস্তে কথা বলো); noiselessly. locative of আস্ত: আস্ত [ āsta ] a whole; entire; unbroken, uncut; downright (আস্ত চোর); thorough; stark (আস্ত পাগল); real (আস্ত কেউটে) . আস্ত না রাখা (fig.) to beat severely, to beat up.
Samsad Bangla Abhidhan
আস্তে [ āstē ] ক্রি-বিণ. 1 ধীরে (আস্তে হাঁটো); 2 সন্তপর্ণে, লঘু পায়ে (আস্তে এগিয়ে চলো); 3 মৃদু স্বরে (আস্তে কথা বলো); 4 নিঃশব্দ। [ফা. আহিস্তা]। ~ব্যস্তে ক্রি-বিণ. ব্যস্তসমস্ত হয়ে ও তাড়াহুড়ো করে। locative of আস্ত: আস্ত [ āsta ] বিণ. 1 গোটা (আস্ত ডিম্, আস্ত কাঁঠাল); 2 অভগ্ন, সমুদয়, সমগ্র (আস্ত জেলাটা, আস্ত দেশ); 3 পাকা, প্রকৃত (আস্ত চোর); 4 বিলক্ষণ, ভীষণ, মারাত্মক (আস্ত বদমাশ, আস্ত কেউটে); 5 পুরোপুরি (আস্ত পাগল)। [দেশি]।

Processing time: 0.4 s