Bangla-Tangla Dictionary
locative of দেব:
দেব – Dev [surname] [http://en.wikipedia.org/wiki/Kapil_Dev]
2nd person ordinary future tense and future imperative of দেওয়া:
দেওয়া – to give (INF + ~ = to let)
3rd person ordinary future tense of দেওয়া:
দেওয়া
– to give (INF + ~ = to let)
Samsad Bengali-English Dictionary
locative of দেব:
দেব [ dēba ] n God; a male deity, a god; (in respectful address) a king, a master, an elder, a father, a husband, a preceptor, a guru, a teacher, a Brahman, any per son commanding respect; (as a sfx.) the chief or best man (ভূদেব, নরদেব). ~কণ্ঠ a. having a god-like voice. fem. ~কণ্ঠী । ~কন্যা n. fem. a celestial female, a daughter of heaven. ~কল্প a. godly, godlike; perfectly holy or beautiful. ~কার্য n. a divine mission; a task enjoined by God or a god, religious worship. ~কাষ্ঠ n. deodar. ~কুল n. a temple, a shrine; the race of gods. ~কৃপা n. divine grace. ~খাত n. a natural lake or lagoon. ~গুরু n. Brihaspati (বৃহস্পতি) the teacher of gods. ~গৃহ n. a house of worship, a temple, a shrine. ~চরিত্র a. & n. (having) a divinely pure or saintly character. ~চিকিৎসক n. the physician of the gods, the heavenly physician. ~তরু n. any of the five celestial trees; mandar (মন্দার), parijat (পারিজাত), santan (সন্তান); kalpabriksha (কল্পবৃক্ষ) and harichandan (হরিচন্দন). ~তা n. a goddess; a god; a deity; (fig.) an object of worship or deep reverence (স্বামীই স্ত্রীর দেবতা). ~তুল্য a. godly, godlike. ~ত্ব n. godhead, divinity; godliness. দেবত্বারোপ n. ascription of divinity, apotheosis. ~ত্র n. a property endowed for defraying the cost of worshipping a deity. ~দত্ত a. godgifted. ~দর্শন n. a visit to pay homage to an idol; a pilgrimage to the seat of a god. ~দারু n. deodar. ~দাসী n. a woman dedicated to the service of an idol of a particular temple. ~দুর্লভ a. even difficult for gods to obtain; rare even amongst gods (দেবদুর্লভ কান্তি). ~দূত n. a heavenly messenger, an angel. fem. ~দূতী । ~দেব n. a god of gods; an appellation of Brahma (ব্রহ্মা), Vishnu (বিষ্ণু) and Shiva (শিব). ~দ্বিজ n. pl. gods and Brahmans (দেবদ্বিজে ভক্তি). ~দ্বেষী a. hostile or inimical to gods; anti-God; godless, atheistic. ☐ n. any one of the mythological demons hos tile to gods. ~ধান্য n. millet, durra, jowar. ~ধূপ n. bdellium. ~নাগর, নাগরী n. a script in which Sanskrit is written. ~নিষ্ঠা n. devotion to gods. ~পতি same as দেবরাজ । ~পথ n. the celestial path, the sky, the firmament. ~পশু n. a creature earmarked to be immolated at a holy sacrifice. ~পুরী n. the city of gods, Paradise; (fig.) a very beautiful house or residence. ~পূজক n. a votary or worshipper of gods; a priest. ~পূজা n. worship of a deity; religious worship ~প্রতিম a. godlike; godly. ~প্রতিমা n. an idol; an image of a deity, a holy image. ~প্রতিষ্ঠা n. the ceremony of establishing an idol at a particular place. ~প্রসাদ n. grace or kindness of the gods. ~প্রিয় a. beloved of gods. ~বাক্য, ~বাণী n. the voice of God; a divine or heavenly voice; an oracle. ~বৈদ্য same as দেবচিকিৎসক । ~ভক্ত a. devoted to gods; pious. ~ভক্তি n. devotion to gods; godliness; piety. ~ভাষা n. the Sanskrit language. ~ভূমি n. heaven; paradise; the Himalayas; a place of pilgrimage, a holy place; (fig.) an extremely beautiful place. ~ভোগ্য a. fit to be enjoyed by gods, fit for divine consumption. ~মন্দির n. a temple, a shrine. ~মহিমা n. divine greatness or grandeur or glory or splendour. ~মাতা n. Aditi (অদিতি) the first mother of gods. ~মাতৃক a. (of a country) nursed by rain. ~যান n. ace lestial chariot or car; a path which leads the wise to heaven; an aeroplane. ~যোনি n. a ghost, a spirit; a demigod. ~রথ n. a celestial chariot or car; the chariot of the sun-god; a path leading the wise to heaven; an aeroplane. ~রাজ n. Indra (ইন্দ্র) the king of gods, (cp. Zeus, Jove, Jupiter). ~র্ষি n. one who is both a god and a saint, a celestial saint. ~ল n. a priestly Brahman. ☐ a. employed in priestly service (দেবল ব্রাহ্মণ). ~লোক n. the abode of gods, heaven. ~শর্মা n. a general surname used of Brahmans. ~শিল্পী n. Vishwakarma (বিশ্বকর্মা) the celestial artisan and designer, (cp.) Vulcan). ~সভা n. the assembly of gods; the court of Indra (ইন্দ্র) the king of gods. ~সেনা n. the army of gods; the wife of Kartikeya. (কার্তিকেয়) the commander of the army of gods. ~সেনাপতি n. Kartikeya (কার্তিকেয়) the commander of the army of gods. ~স্ব n. a property endowed for defraying the cost of worshipping a deity; a god's property; (loos.) a religious endowment.
2nd person ordinary future tense and future imperative of দেওয়া:
দে2 [ dē2 ] imperat form of দেওয়া (v.) used in familiarity or contempt.
2nd person ordinary future tense and future imperative of দেওয়া:
দেওয়া [ dēōẏā ] v to give; to confer (on), to be stow (খেতাব দেওয়া); to award (পুরস্কার দেওয়া); to distribute (বেঁটে দেওয়া); to give out of charity (ভিক্ষা বা বর দেওয়া); to donate (চাঁদা দেওয়া); to provide (ভাতকাপড় দেওয়া); to give in marriage, to marry (to), to wed (বড় বংশে মেয়ে দেওয়া); to impart (উপদেশ দেওয়া); to sacrifice (পরার্থে জীবন দেওয়া); to sprinkle (গাছে জল দেওয়া); to spray (গায়ে রং দেওয়া); to add or mix (দুধে জল দেওয়া); to administer (রোগে ওষুধ দেওয়া); to sell (for) or give in ex change (দশ টাকায় একখানা কাপড় দেওয়া); to ascribe (নাম দেওয়া); to impute (দোষ দেওয়া); to render or extend (ধন্যবাদ দেওয়া); to pay (পরীক্ষার ফি দেওয়া); to repay (শোধ দেওয়া); to spare (সময় দেওয়া); to allow (ভাবতে সময় দাও); to furnish with (ঠেকনো দেওয়া); to lean (ভর বা ঠেস দেওয়া); to place (রোদে দেওয়া); to build or construct (বেড়া দেওয়া); to put on (গায়ে দেওয়া, পায়ে মোজা দেওয়া); to hold over (মাথায় ছাতা দেওয়া); to offer or dedicate (দেবতাকে নৈবেদ্য দেওয়া); to yield or produce (গোরু দুধ দেয়, গাছ ফল দেয়); to deal or inflict (ঘা দেওয়া, মার দেওয়া); to set (কাজে হাত দেওয়া, বলে পা দেওয়া); to shut or close or bolt (ঘরের দরজা দেওয়া); to fasten (খিল দেওয়া); to give in or arrange for (বিয়ে দেওয়া); to execute (ফাঁসি দেওয়া); to entrust (ভার দেওয়া), to employ in, to put to (চাকরি দেওয়া, লজ্জা দেওয়া); to write (চিঠিতে তারিখ দেওয়া); to paint (ফোঁটা দেওয়া); to sew or stitch (কাপড়ে তালি দেওয়া); to affix (চিঠিতে টিকিট দেওয়া) to post (ডাকে চিঠি দেওয়া); to cast (দৃষ্টি দেওয়া); to send (ছেলেকে স্কুলে দেওয়া); to intimate, to inform, to apprise (সংবাদ দেওয়া); to grant or sanction (ছুটি দেওয়া); to permit, to allow, to let (যেতে দেওয়া); to accord (অনুমোদন দেওয়া); to sow or scatter (জমিতে বীজ দেওয়া); to thrust into (গলায় আঙুল দেওয়া); to pierce with (বুকে ছুরি দেওয়া); to keep out (বাদ দেওয়া); to strike in unison, to keep time (তাল দেওয়া); to set (গানে সুর দেওয়া); to pronounce (রায় দেওয়া); to pass (মতামত দেওয়া); to impose or inflict (শাস্তি দেওয়া); to lend (ঋণ বা ধার দেওয়া); to sharpen, to whet (ধার দেওয়া); to serve (টেবিলে খাবার দেওয়া); to supply (হাসপাতালে খাবার দেওয়া); to complete as an action (ফেলে দেওয়া). ☐ a. given (দেওয়া জিনিস); conferred, bestowed; awarded; distributed; offered; dedicated.
3rd person ordinary future tense of দেওয়া:
দে2 [ dē2 ] imperat form of দেওয়া (v.) used in familiarity or contempt.
3rd person ordinary future tense of দেওয়া:
দেওয়া [ dēōẏā ] v to give; to confer (on), to be stow (খেতাব দেওয়া); to award (পুরস্কার দেওয়া); to distribute (বেঁটে দেওয়া); to give out of charity (ভিক্ষা বা বর দেওয়া); to donate (চাঁদা দেওয়া); to provide (ভাতকাপড় দেওয়া); to give in marriage, to marry (to), to wed (বড় বংশে মেয়ে দেওয়া); to impart (উপদেশ দেওয়া); to sacrifice (পরার্থে জীবন দেওয়া); to sprinkle (গাছে জল দেওয়া); to spray (গায়ে রং দেওয়া); to add or mix (দুধে জল দেওয়া); to administer (রোগে ওষুধ দেওয়া); to sell (for) or give in ex change (দশ টাকায় একখানা কাপড় দেওয়া); to ascribe (নাম দেওয়া); to impute (দোষ দেওয়া); to render or extend (ধন্যবাদ দেওয়া); to pay (পরীক্ষার ফি দেওয়া); to repay (শোধ দেওয়া); to spare (সময় দেওয়া); to allow (ভাবতে সময় দাও); to furnish with (ঠেকনো দেওয়া); to lean (ভর বা ঠেস দেওয়া); to place (রোদে দেওয়া); to build or construct (বেড়া দেওয়া); to put on (গায়ে দেওয়া, পায়ে মোজা দেওয়া); to hold over (মাথায় ছাতা দেওয়া); to offer or dedicate (দেবতাকে নৈবেদ্য দেওয়া); to yield or produce (গোরু দুধ দেয়, গাছ ফল দেয়); to deal or inflict (ঘা দেওয়া, মার দেওয়া); to set (কাজে হাত দেওয়া, বলে পা দেওয়া); to shut or close or bolt (ঘরের দরজা দেওয়া); to fasten (খিল দেওয়া); to give in or arrange for (বিয়ে দেওয়া); to execute (ফাঁসি দেওয়া); to entrust (ভার দেওয়া), to employ in, to put to (চাকরি দেওয়া, লজ্জা দেওয়া); to write (চিঠিতে তারিখ দেওয়া); to paint (ফোঁটা দেওয়া); to sew or stitch (কাপড়ে তালি দেওয়া); to affix (চিঠিতে টিকিট দেওয়া) to post (ডাকে চিঠি দেওয়া); to cast (দৃষ্টি দেওয়া); to send (ছেলেকে স্কুলে দেওয়া); to intimate, to inform, to apprise (সংবাদ দেওয়া); to grant or sanction (ছুটি দেওয়া); to permit, to allow, to let (যেতে দেওয়া); to accord (অনুমোদন দেওয়া); to sow or scatter (জমিতে বীজ দেওয়া); to thrust into (গলায় আঙুল দেওয়া); to pierce with (বুকে ছুরি দেওয়া); to keep out (বাদ দেওয়া); to strike in unison, to keep time (তাল দেওয়া); to set (গানে সুর দেওয়া); to pronounce (রায় দেওয়া); to pass (মতামত দেওয়া); to impose or inflict (শাস্তি দেওয়া); to lend (ঋণ বা ধার দেওয়া); to sharpen, to whet (ধার দেওয়া); to serve (টেবিলে খাবার দেওয়া); to supply (হাসপাতালে খাবার দেওয়া); to complete as an action (ফেলে দেওয়া). ☐ a. given (দেওয়া জিনিস); conferred, bestowed; awarded; distributed; offered; dedicated.
Samsad Bangla Abhidhan
locative of দেব:
দেব [ dēba ] বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তৎস্থানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ~কাষ্ঠ বি. দেবদারু গাছ। ~কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ~খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ~গুরু বি. বৃহস্পতি। ~গৃহ বি. দেবালয়, মন্দির। ~চর্যা বি. দেবতার পূজা। ~চ্ছদ বি. শতনরি হার। ~তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। ~তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ~তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ~ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্থা ও ঐশ্বর্য। ~ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উৎসর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। ☐ বি. ওইরকম সম্পত্তি। ~দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ~দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্থানে দেবতার প্রতিমা দর্শন। ~দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ~দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ~দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ~দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ~দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ~দ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ~দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। ☐ বি. অসুর। ~ধান্য বি. দেধান, জোয়ার। ~ধূপ বি. গুগ্গুল। ~নাগর, ~নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ~পতি বি. ইন্দ্র। ~পশু বি. বলির পশু। ~পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ~প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ~প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। ☐ বি. ফুলবিশেষ, বকফুল। ~বাক্য, ~বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ~ব্রত বি. ভীষ্ম। ~ভাষা বি. সংস্কৃত ভাষা। ~ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্থান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্থান। ~মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ~মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উৎপন্ন হয় এমন। ~মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ~মূর্তি বি. দেবতার প্রতিমা। ~যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ~যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ~যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ~যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ~রথ বি. দেবযান; সূর্যরথ। ~রাজ বি. ইন্দ্র। ~র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ~ল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ~লোক বি. স্বর্গ। ~শত্রু বি. অসুর, দৈত্য। ~শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ~শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ~সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ~সেনা-পতি বি. কার্তিকেয়। ~স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
locative of দেব:
দেবত্র [ dēbatra ] দ্র দেব।
locative of দেব:
দেবী [ dēbī ] বি. 1 দেব -এর স্ত্রীলিঙ্গ; 2 দুর্গা, ভগবতী, পরমেশ্বরী, আদ্যাশক্তি; 3 মহিলাদের বিশেষত প্রণম্যাদের নাম বা সম্পর্ক উল্লেখের পরে প্রযোজ্য সম্মানসূচক শব্দ (মাতৃদেবী, বাসন্তীদেবী)। [স. দেব +ঈ]। ~পক্ষ বি. মহালয়ার পর প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত যে পক্ষকালে দেবী দুর্গার পূজা হয়। ~পুরাণ বি. চণ্ডীমাহাত্ম্য সম্বন্ধীয় উপপুরাণবিশেষ। ~মাহাত্ম্য বি. মার্কণ্ডের পুরাণের যে অংশে চণ্ডিকাদেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, চণ্ডী। ~সূক্ত বি. মহালক্ষ্মীদেবীর স্তুতিরূপ মন্ত্র।
2nd person ordinary future tense and future imperative of দেওয়া:
দেওয়া [ dēōẏā ] ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্থাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উৎসর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উৎপাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। ☐ বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ~নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)।
2nd person ordinary future tense and future imperative of দেওয়া:
দেহ1, দেহো [ dēha1, dēhō ] অনু-ক্রি. (কাব্যে) দাও ('পরাইয়া দেহ ধড়া': বৈষ্ণব পদাবলি; 'দেহো, প্রভু, করুণা তোমার': রবীন্দ্র)। [দেওয়া দ্র]।
3rd person ordinary future tense of দেওয়া:
দেওয়া [ dēōẏā ] ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্থাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উৎসর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উৎপাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। ☐ বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ~নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)।
3rd person ordinary future tense of দেওয়া:
দেহ1, দেহো [ dēha1, dēhō ] অনু-ক্রি. (কাব্যে) দাও ('পরাইয়া দেহ ধড়া': বৈষ্ণব পদাবলি; 'দেহো, প্রভু, করুণা তোমার': রবীন্দ্র)। [দেওয়া দ্র]।