মন্দ definitions

Bangla-Tangla Dictionary
মন্দ – bad, harm (~ + বস্তি = red light slum)
Samsad Bengali-English Dictionary
মন্দ [ manda ] a slow; slow-moving, gentle; sluggish; slack; dim; bad, evil; wicked, vile; inferior; unfavourable, adverse; ill, impaired; indisposed (শরীরটা আজ মন্দ); indigent, poor (মন্দ অবস্থার লোক); impoverished; deteriorated (কারবার মন্দ); harsh, rude; scanty, small, poor (বেতন বড়ো মন্দ); small in number or quantity or degree (বয়স মন্দ নয়); ugly; dull, weak. ☐ n. harm, injury. মন্দ করা v. to do harm to, to cause injury to. মন্দ আচরণ misbehaviour, misconduct; ill treatment. মন্দ কথা reproachful words; harsh or rude words; abusive or filthy language; an obscene word; a calumny; bad report. মন্দ কাজ a wicked deed; a misdeed; a disgraceful act. ~গতি a. slow-moving; slow. ☐ n. slowness. ~গমন, ~গামী same as ~গতি । fem. ~গমনা, ~গামিনী । মন্দ চালচলন evil ways. ~তা, ~ত্ব n. slowness; slow motion; sluggishness; dimness; badness; wickedness, vileness; inferiority; unfavourableness, adverseness; illness, impaired state; indisposition; indigence, poverty; impoverishment; deterioration; harshness, rudeness; scantiness, smallness in number or quantity or degree; ugliness; dullness; weakness. ~ n. (mech.) retardation. মন্দ নয় not bad, moderate; (sarcas.) fine, nice. মন্দ ফল bad result; evil consequence. ~বায়ু same as মন্দানিল । ~বুদ্ধি a. having evil or foul design; wicked, vile, ill-na tured; dull-headed. মন্দ ব্যবহার same as মন্দ আচরণ । ~ভাগ, ~ভাগ্য a. ill-fated, unfortunate, unlucky. fem. ~ভাগা, ~ভাগ্যা , (loos.) ~ভাগিনী । ~মতি same as ~বুদ্ধি । মন্দ মন্দ adv. slowly, gently. মন্দ সময় bad times, hard times. ~সমীরণ same as মন্দানিল । ~স্রোত n. slow current. ~হাস্য n. a gentle laugh, a smile. ~হিল্লোল n. gentle waves. মন্দের ভালো rather tolerable in the midst of a world of evils; not bad.
Samsad Bangla Abhidhan
মন্দ [ manda ] বিণ. 1 মন্থর, মৃদু, তীব্র নয় এমন (মৃদুমন্দ হাসি); 2 ধীর (মন্দগতি); 3 ধীরগামী (মন্দানিল, মন্দবায়); 4 খারাপ, অপকৃষ্ট (মন্দ জিনিস); 5 কু, অসৎ, দুষ্ট (মন্দ লোক); 6 অশুভ, প্রতিকূল (মন্দ ভাগ্য); 7 কটু, কর্কশ (মন্দ বাক্য); 8 ক্ষীণ, দুর্বল; 9 অসুস্থ (শরীর মন্দ)। [সং. √ মন্দ + অ]। বি. ~তা, ~ত্ব, মান্দ্য (অগ্নিমান্দ্য)। ~গতি বি. ধীর গতি। ☐ বিণ. ধীরগতিসম্পন্ন। ~গামী (-মিন্) বিণ. ধীরগামী, ধীরে চলে এমন। স্ত্রী. ~গামিনী। ~বুদ্ধি বিণ. 1 কুবুদ্ধিযুক্ত, দুষ্ট, অসৎ; 2 ক্ষীণ বা অতীক্ষ্ম বোধসম্পন্ন। ~ভাগ, ~ভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা। ☐ বি. খারাপ অদৃষ্ট। স্ত্রী. (সং.) ~ভাগা, ~ভাগ্যা; (বাং.) ~ভাগিনি। ~মতি বিণ. দুর্মতি, দুষ্ট। মন্দ মন্দ ক্রি-বিণ. ধীরে ধীরে (মন্দ মন্দ বাতাস বইছে)।

Processing time: 0.43 s