সম্ভবত definitions

Bangla-Tangla Dictionary
সম্ভবত – probably
Samsad Bengali-English Dictionary
সম্ভব [ sambhaba ] n birth or origin (কুমারসম্ভব); (obs.) probability. ☐ a. born or originated (অযোনিসম্ভব); probable, likely (ঘটা সম্ভব); possible. ~ adv. probably, likely. ~পর a. probable, likely; possible. সম্ভাবাতীত a. beyond all probabilities; improbable, unlikely.
Samsad Bangla Abhidhan
সম্ভব [ sambhaba ] বি. (সং.) 1 জন্ম, উৎপত্তি (কুমারসম্ভব); 2 সম্ভাবনা। ☐ বিণ. 1 জাত, উৎপন্ন; 2 (বাং.) যা হতে পারে, সম্ভাবনাযুক্ত (ঘটা সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়)। [সং. সম্ + √ ভূ + অ]। সম্ভবে ক্রি. (কাব্যে) সম্ভবপর হয় (একত্র থাকা সম্ভবে না)। ~ (-তস্) অব্য. হয়তো। ~পর বিণ. যা ঘটতে বা করা যেতে পারে (কোনো মতেই সম্ভবপর নয়)। সম্ভবাতীত বিণ. অসম্ভব, সম্ভাবনাহীন।

Processing time: 0.45 s