রাত definitions

Bangla-Tangla Dictionary
রাত – night (+ করে = [adverb] late at night)
Samsad Bengali-English Dictionary
রাত [ rāta ] n (coll.) night. রাত কাটানো v. to spend or pass a night. রাত জাগা v. to stay up far into the night, to sit up late, to take late hours. রাত জেগে কাজ করা to sit up and work late at night, to burn the midnight oil. ~কানা same as রাত্র্যন্ধ । ~দিন adv. day and night; always; ceaselessly. ~ভর, ~ভোর adv. all night long, nightlong. রাতের অন্ধকারে adv. in the darkness of night, under cover of the dark night. রাতের বেলায় adv. at night.
Samsad Bangla Abhidhan
রাত [ rāta ] বি. রাত্রি ('রাতের বেলা গান এল মোর মনে': রবীন্দ্র)। [সং. রাত্রি]। রাত কাটানো ক্রি. বি. রাত্রি যাপন বা অতিবাহিত করা। ~কানা বিণ. দিনে দেখতে পেলেও রাত্রে ভালো দেখতে পায় না এমন। ~জাগা বিণ. রাত্রে ঘুমায় না এমন (রাতজাগা পাখি)। ~দিন ক্রি-বিণ. সর্বদা দিনরাত। ~দুপুর বি. গভীর বা নিশীথ রাত্রি। ~রাত পোহানো ক্রি. বি. রাত্রি শেষ হওয়া, রাত শেষ হয়ে ভোর হওয়া। ~বিরেত বি. রাত্রিকাল, রাতের সময় (রাতবিরেতে বাইরে যেয়ো না)। ~ভর, ~. ভোর ক্রি-বিণ. সারা রাত ধরে (রাতভর বৃষ্টি)। রাতা-রাতি ক্রি-বিণ. 1 রাত্রির মধ্যে, রাত থাকতে থাকতে; 2 (আল.) অতি অল্প সময়ের মধ্যে (রাতারাতি বড়োলোক হওয়া)।

Processing time: 0.62 s