আপাতত definitions

Bangla-Tangla Dictionary
আপাতত – for now
Samsad Bengali-English Dictionary
আপাত [ āpāta ] n the present or the actual time in question, the time being; incidence; occurrence. ~কঠিন a. appearing as hard or difficult at first or for the time being (but not actually so); apparently or seemingly hard or difficult. ~গতি n. apparent motion. ~ adv. at the present time or actual time in question, for the time being, for the nonce. ~দৃষ্টিতে adv. at the first sight; to the cursory view or consideration; seemingly. ~প্রসারণ n. apparent expansion. ~মধুর a. seemingly sweet or sweet for the time being only. ~রমণীয় a. agreeable or pleasant for the time being; seemingly alluring or fascinating.
Samsad Bangla Abhidhan
আপাত [ āpāta ] বি. 1 (সাধারণত সমাসের পূর্বপদে) উপস্থিত সময়, তৎকাল, ঘটনাকাল (আপাতকঠিন, আপাতদর্শন); 2 (পরপদে) পতন, সংঘটন (অনিষ্টাপাত)। [সং. আ + √ পত + অ]। ~কঠিন বিণ. আপাতত কঠিন বলে মনে হয় (কিন্তু আসলে কঠিন নয়) এমন। ~কঠোর বিণ. এখন কঠোর মনে হচ্ছে তবে আসলে কঠোর নয় এমন। ~, ~তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. (সং. অর্থ) প্রথম দর্শনে; (বাং. অর্থ) এখন, এই মুহুর্তে সম্প্রতি (আপাতত কোনো আশা দেখছি না)। ~দৃষ্টিতে ক্রি-বিণ. সাধারণভাবে দেখলে, অর্থাৎ খুঁটিয়ে না দেখলে; মোটামুটি বিচারে (আপাতদৃষ্টিতে তাকে সুশ্রী বলে মনে হয় বটে)। ~মধুর বিণ. আপাতত মধুর বলে মনে হয়, কিন্তু আসলে তা নয় এমন। ~রমণীয় বিণ. আপাতত সুন্দর বা প্রীতিকর বলে মনে হয় কিন্তু আসলে তা নয় এমন।

Processing time: 0.4 s