গণ্ডার definitions

Bangla-Tangla Dictionary
গণ্ডার – rhinoceros
Samsad Bangla Abhidhan
গণ্ডার [ gaṇḍāra ] বি. নাকের উপর খড়্গযুক্ত অত্যন্ত স্থূলচর্ম জন্তুবিশেষ; খড়্গী। [সং. গণ্ডক]। গণ্ডারের চামড়া (গণ্ডারের চামড়া যেমন সহজে অস্ত্রাদিতে বিদ্ধ হয় না, তেমনি) কিছুতেই অপমান বোধ করে না এমন মনোবৃত্তি। genitive of গণ্ডা: গণ্ডা [ gaṇḍā ] বি. 1 চারটি (এক গণ্ডা আম); 2 পাওনা (আপন গণ্ডা বুঝে নাও)।] < সং. গণ্ডক]। ~কিয়া বি. গণ্ডা হিসাব করার প্রণালী। গণ্ডা গণ্ডা বিণ. বহুসংখ্যক; বহুপরিমাণ; অনেক (গণ্ডা গণ্ডা লুচি)। গণ্ডায় এণ্ডা দেওয়া ক্রি. বি. গোলমালের সুযোগে নিজের কাজে ফাঁকি দেওয়া।

Processing time: 0.41 s