খুন definitions

Bangla-Tangla Dictionary
খুন – murder, murdered (+ করা = to murder)(+ হওয়া = to be murdered)
Samsad Bengali-English Dictionary
খুন [ khuna ] n blood; a murder, an act of homicide. ☐ a. exhausted (কেঁদে কেঁদে খুন); beside oneself (হেসে খুন). খুন করা v. to murder, to do (one) to death, to do (one) in. খুন চড়া, খুন চাপানো, খুন চাপা v. to become possessed with a murderous frenzy, to have murder in one's eyes; to grow furious, to fly into a towering rage, to see red. খুন হওয়া v. to be murdered; to be beside oneself; to become exhausted. খুন কখনো চাপা দেওয়া যায় না murder will out.
Samsad Bangla Abhidhan
খুন [ khuna ] বি. 1 হত্যা; 2 রক্ত ('জালিমের বুকে বেয়ে খুন ঝরে' নজরুল)। ☐ বিণ. আকুল ('শুনিয়া গবু ভাবিয়া হল খুন'): রবীন্দ্র)। [ফা. খুন]। মাথায় খুন চাপা (চড়া) ক্রি. বি. ক্রোধে রক্ত গরম হওয়া, প্রচণ্ড রেগে যাওয়া; অত্যন্ত উত্তেজিত হওয়া। খুন করা ক্রি. বি. হত্যা করা। খুন হওয়া ক্রি. বি. 1 নিহত হওয়া; 2 (আল.) আকুল হওয়া। খুনা.খুনি, খুনো.খুনি বি. পরস্পর হত্যা বা সাংঘাতিক মারামারি; রক্তারক্তি কাণ্ড; তুমুল ঝগড়া-বিবাদ। খুনি, খুনে বিণ. হত্যাকারী; হত্যা করতে সমর্থ বা অভ্যস্ত; (আল.) অত্যন্ত নিষ্ঠুর। ☐ বি. ওইরকম লোক।

Processing time: 0.36 s