কর্তব্য definitions

Bangla-Tangla Dictionary
কর্তব্য – duty
Samsad Bengali-English Dictionary
কর্তব্য [ kartabya ] a that which is proper or ought to be done; proper. ☐ n. duty. কর্তব্য করা v. to do one's duty. ~কর্ম n. duty; an obligation. ~চ্যুত a. failed in one's duty. ~চ্যুতি n. failure in one's duty, dereliction of duty. ~জ্ঞান n. sense of duty. ~তা n. propriety. ~নিষ্ঠ, ~পরায়ণ a. dutiful, duteous. ~নিষ্ঠা, ~পরায়ণতা n. duti fulness, duteousness, devotion to duty; (loos.) fidelity. ~পালন n. act of doing one's duty. কর্তব্যপালন করা v. to do one's duty. ~প্রিয় same as কর্তব্যপরায়ণ । ~বিমুখ a. undutiful. ~বিমুখতা n. undutifulness. ~বিমূঢ় a. at a loss to determine one's duty; bewildered. ~বিমূঢ়তা n. bewilderment, failure to discern what to do. ~বুদ্ধি n. sense of duty. ~ভ্রষ্ট same as কর্তব্যচ্যুত । ~ভ্রষ্টতা same as কর্তব্যচ্যুতি । কর্তব্যাকর্তব্য বোধ n. power of discriminating between what ought to be done and what ought not to be done. কর্তব্যানুরাগ same as কর্তব্যপরায়ণতা । কর্তব্যানুরাগী same as কর্তব্যপরায়ণ । কর্তব্যানুরোধে adv. for the sake of duty or obligation.
Samsad Bangla Abhidhan
কর্তব্য [ kartabya ] বিণ. 1 করণীয়; অনুষ্ঠেয়; 2 উচিত, বিধেয়। ☐ বি. করণীয় কর্ম ('একা আমি বসে আছি কর্তব্য সাধিতে': রবীন্দ্র)। [সং. √ কৃ + তব্য]। ~তা বি. ঔচিত্য (আমার কাজের কর্তব্যতা আমিই স্থির করব)।

Processing time: 0.39 s