আটকে definitions

Bangla-Tangla Dictionary
locative of আটক: আটক – detention (+ করা = to detain)

objective of আট:
আট – 8, eight

perfective participle of আটকানো:
আটকানো – to stop from moving, to prevent, stuck

Samsad Bengali-English Dictionary
আটকে, আটকিয়া [ āṭakē, āṭakiẏā ] n a fixed quantity of food offered daily to Lord Jagannath at Puri and then distributed amongst his votaries. আটকে বাঁধা v. to contribute such an amount of money to the temple of Jagannath at Puri as will be sufficient to provide food for one votary. locative of আটক: আটক [ āṭaka ] n a bar, obstruction, hindrance; detention, confinement; restraint. ☐ a. confined, detained; imprisoned; enclosed. আটক করা v. to obstruct or con fine or detain. আটক পড়া, আটক হওয়া v. to become obstructed or confined or detained. আটকবন্দি n. a detenu. objective of আট: আট [ āṭa ] a. & n eight. আটই, আটুই n. the eighth day of a month. ☐ a. (of the days of a month) eighth. ~কড়াই, ~কৌড়ে n. the Hindu ceremony of distributing eight kinds of fried snacks on the eighth day of a child's birth. ~খানা করা v. to break or tear into pieces. ~খানা হওয়া v. to be beside oneself (with joy). ~চল্লিশ a. & n. forty-eight. ~চালা n. a thatched room with eight roofs and no wall. ~ত্রিশ a. & n. thirty-eight. ~পহর, (dial.) ~পর n. & adv. whole day and night. ~পৌরে a. worn or used all day round or ordinarily; (fig.) common place, hackneyed. ~ষট্টি a. & n. sixty-eight. perfective participle of আটকানো: আটকানো [ āṭakānō ] v to confine; to obstruct, to impede; to restrain, to check; to prevent; to detain; to imprison; to fix (দেওয়ালে পেরেক আটকানো). ☐ a. confined; obstructed; impeded; restrained, checked; prevented; detained; affixed. perfective participle of আটকানো: রাখা [ rākhā ] v to place, to lay, to keep; to shelter; to protect, to guard; to preserve; to save; to rescue; to put into; to deposit; to keep for sale (এ দোকানে খারাপ মাল রাখে না); to maintain or grow on one's person (টিকি রাখা); to keep up, to maintain (ঠাট রাখা); to pawn or receive as a pawn (গয়না রেখে টাকা নেওয়া বা দেওয়া); to engage, to employ (চাকর রাখা); to rear or tame (গরু রাখা, কুকুর রাখা); to look after, to tend, to herd (দুজন রাখাল ঘোষেদের গোরু রাখে); to adopt (বন্ধ্যা নারীটি একটি ছেলে রেখেছে); to maintain for one's enjoyment, to keep (বেশ্যা রাখা); to set apart (অতিথির জন্য খাবার রাখা); to store (বছরের খোরাক রাখা); to put by, to set by, to lay by (টাকা রাখা); to refrain from mentioning or uttering (তার কথা রাখো-ঢের শুনেছি); to heed, to pay heed to, to obey, to comply with (অনুরোধ রাখা); to fulfil, to observe (প্রতিশ্রুতি রাখা); to leave (বউ রেখে কোথায় যাবে); to leave behind (কলমটা ঘরে রেখে এসেছি); to stop, to pull up, to park (গাড়ি এখানে রাখো); to cherish (মনে আশা রাখা); to bear (মনে রাখা); to buy (বাটিটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); to take settlement of (জমি রাখা); to give (নাম রাখা); to gratify, to please (মন রাখা). আটকে রাখা same as আটকানো (v.). কথা রাখা v. to comply with or obey or accede to another's re quest; to keep one's promise or word. করে রাখা v. to have done or completed something beforehand. চোখ রাখা v. to keep an eye over, to watch. জমিয়ে রাখা v. to lay by, to save up; to store up; to accumulate, to pile up. ধরে রাখা v. to shut up; to detain; to hold back; to store up. ফেলে রাখা v. to put off. মান রাখা v. to show due respect to. সাজিয়ে রাখা v. to keep in order; to arrange in order; to display in order. রেখে যাওয়া n. to leave behind.
Samsad Bangla Abhidhan
আটকে, আটকিয়া [ āṭakē, āṭakiẏā ] বি. পুরীর জগন্নাথের প্রসাদবিশেষ। [ও. একাটিয়া]। আটকে বাঁধা জগন্নাথমন্দিরে পুণ্য অর্জনের জন্য অর্থদান যাতে একজনের উপযোগী প্রসাদের ব্যবস্থা হয়। locative of আটক: আটক [ āṭaka ] বি. বাঁধা, প্রতিবন্ধক (এতে কোনো আটক নেই)। ☐ বিণ. বন্দি; অবরুদ্ধ, কয়েদ (আটক ব্যক্তিদের ছাড়া হবে না)। [দেশি]। আটক পড়া ক্রি. বি. বন্দি হওয়া, অবরুদ্ধ হয়ে পড়া। objective of আট: আট [ āṭa ] বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ~ বি. মাসের 8 তারিখ। ☐ বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ~কড়াইয়া, ~কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ~কপালিয়া, ~কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ~কপালিআট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ~ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ~চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ~চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ~ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ~পহর, ~পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ~পিঠা, ~পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ~পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাৎ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ~প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ~ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। objective of আট: আটই [ āṭi ] দ্র আট objective of আট: আটকড়াইয়া, আটকপালিয়া, আটকপালে [ āṭakaṛāiẏā, āṭakapāliẏā, āṭakapālē ] দ্র আট objective of আট: আটকৌড়ে, আটখানা, আটঘাট, আটচল্লিশ, আটচালা, আটত্রিশ, আটপ্রহর, আটপিঠে, আটপৌরে [ āṭakauṛē, āṭakhānā, āṭaghāṭa, āṭacalliśa, āṭacālā, āṭatriśa, āṭaprahara, āṭapiṭhē, āṭapaurē ] দ্র আট perfective participle of আটকানো: আটকানো [ āṭakānō ] ক্রি. 1 আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো); 2 বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না); 3 লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো); 4 বাধা দেওয়া (বন্যা আটকানো); 5 বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আটক নামধাতু √ আটকা + আনো]।

Processing time: 0.44 s