আধটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of আধ: আধ – half
Samsad Bengali-English Dictionary
definitive of আধ: আধ, আধা [ ādha, ādhā ] n & a. half. আধকপালি, আধকপালে n. hemicrania, migraine, me grim. আধখেঁচড়া a. half-done; done perfunctorily; disordered; bungled. আধথালা a. half-plate. আধপাকা a. half ripe; partly ripe. আধপাগলা a. crack-brained, cranky, having a screw loose, mentally defective, crazy. ☐ n. one with a screw loose, a crack-brain, a crank. আধপেটা a. sufficient to satisfy only half the hunger; half-fed. ☐ adv. to the extent of being half-fed. আধপোড়া a. half-burned; half-roasted; half baked. আধবয়সী, আধবুড়ো a. middle aged. fem. আধবুড়ি । আধমনি a. containing half a maund (of things). আধমনি কৈলাস a gluttonous person, one who eats too much; one who is capable of eating too much. আধমরা a. half-dead; almost dead, more dead than alive. আধসিদ্ধ a. parboiled. আধসের n. (now obs.) half a seer. আধহাতি a. half a cubit long.
Samsad Bangla Abhidhan
definitive of আধ: আধ [ ādha ] বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ~কপালি, ~কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। ☐ বি. ওইরকম মাথাধরা রোগ। ~খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ~.পাকা বিণ. আংশিক পাকা। ~পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ~পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ☐ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ~বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ~বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ~বুড়ি। ~মনি, ~মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ~মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ~সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। definitive of আধ: আধো-আধো [ ādhō-ādhō ] দ্র আধ।

Processing time: 0.4 s