দিক definitions

Bangla-Tangla Dictionary
দিক – direction, side, aspect

3rd person ordinary present imperative tense of দেওয়া:
দেওয়া – to give (INF + ~ = to let)

Samsad Bengali-English Dictionary
দশ [ daśa ] n ten; (fig.) the people, the public (দেশ ও দশ, দশের কাজ); (fig.) several persons united into a body (দশে মিলি করি কাজ). ☐ a. ten; many, several (দশ কথা শোনান, এক কথা দশবার শোনানো). দশই n. the tenth day of a month. ☐ a. (of the days of a month) tenth. দশক n. (arith.) the place of tens; a decade. ~কথা n. many words; much talking; many rude words, much scolding. ~কর্ম n. the ten Hindu sacraments. ~কর্মান্বিত a. one who takes or has taken the ten Hindu sacraments. ~কাহন n. ten kahans (কাহন); many words; much talking; exaggeration; many rude words, much scolding. ~কিয়া n. a table of numeration by multiple of ten. ~কোষী , (dial.) ~কুশি n. a measure of kirtan (কীর্তন) songs. ~গুন a. & adv. ten times. ~চক্র n. a plot or intrigue or bad counsel by ten or many persons. দশচক্রে ভগবান ভূত (fig.) even a very intelligent man may be discomfited or cornered or pushed to the wall or endangered by the intrigue or bad counsel of the many. ~তলক n. a decahedron. ~দশা see ~দশা । ~দিক see দিক । ~নামী n. ten religious communities obeying the doctrines of Shankaracharya. ~পঁচিশ n. an indoor game like dice played with cowries (কড়ি). ~প্রহরণধারিণী a. fem. (also used as n.) holding ten weapons esp. in ten hands (an epithet of Goddess Durga). ~বল see বল। ~বিধ a. of ten kinds or varieties. ~বিধ সংস্কার the ten Hindu sacraments. ~ভুজ (বা দশকোণী) ক্ষেত্র n. a decagon. ~ভুজা a. fem. (also used as n.) ten-handed (an epithet of Goddess Durga). দশম a. tenth. ~মহাবিদ্যা see মহাবিদ্যা । দশমাংশ, দশাংশ n. a tenth; the tenth part. ~মাবতার n. (kalki) (কল্কি) the tenth and last incarnation of Vishnu (বিষ্ণু). ~মিক a. (arith.) decimal (দশমিক ভগ্নাংশ). ☐ n. (arith.) decimal fraction. দশমিক পদ্ধতি decimal system. দশমিক-মুদ্রা প্রথা decimal system of coinage. দশমিক মুদ্রা প্রথা চালু করা বা হওয়া to go decimal. দশমী n. the tenth day of a lunar fort night. ~মূল see মূল । ~রথ n. one whose chariot can fly in all ten directions; Ramachandra's father (in the Ramayana). ~শত n. & a. thousand. ~সহস্র n. & a. ten thousand, myriad. ~সালা a. decennial. দশসালা বন্দোবস্ত (hist.) the decennial settlement (of land). ~স্কন্ধ a. ten-necked. ~হারা n. the tenth day of the lunar fortnight of the month of Jaistha (জ্যৈষ্ঠ); the date of the descent of the Ganges upon earth; on this date a bath in the Ganges relieves one of ten kinds of sin. ~হাত n. ten cubits. ☐ a. measuring ten cubits; (fig.) very much expanded or puffed up (বুক ফুলে দশ হাত). ~হাতি a. measuring ten cubits; (of cloth) having the standard length (=1 cubits). দিক1, দিকদারি [ dika1, dikadāri ] n vexation, annoyance, irritation. দিক করা, দিকদারি করা v. to vex, to annoy, to irritate; to pester. দিক2 [ dika2 ] n any one of the ten quarters of the globe; a point of the compass (উত্তর দিক); a direction (বাড়ির দিক); an end or side (চার দিক); a part or portion. (বাড়ির ভিতরের দিক); a region or quarters (এ দিকে কেউ আসেনি); an extremity or end or side (ভারতের তিন দিকে সমুদ্র); a party or side (তিনি আমার দিকে). দিকে দিকে in all directions; everywhere. দশ দিক n. north, north-east, east, south east, south, south-west, west, north west, above, under; these ten quarters of the globe collectively. ~চক্র, ~চক্রবাল n. the horizon. ~পতি, ~পাল n. any one of the deities presiding over the ten quarters of the globe; (fig.) a very powerful and prominent man. ~শূল n. (astrol.) a day extremely unfavourable to a journey in a particular direction. ~স্থিতি n. (bot.) orientation. 3rd person ordinary present imperative tense of দেওয়া: দে2 [ dē2 ] imperat form of দেওয়া (v.) used in familiarity or contempt. 3rd person ordinary present imperative tense of দেওয়া: দেওয়া [ dēōẏā ] v to give; to confer (on), to be stow (খেতাব দেওয়া); to award (পুরস্কার দেওয়া); to distribute (বেঁটে দেওয়া); to give out of charity (ভিক্ষা বা বর দেওয়া); to donate (চাঁদা দেওয়া); to provide (ভাতকাপড় দেওয়া); to give in marriage, to marry (to), to wed (বড় বংশে মেয়ে দেওয়া); to impart (উপদেশ দেওয়া); to sacrifice (পরার্থে জীবন দেওয়া); to sprinkle (গাছে জল দেওয়া); to spray (গায়ে রং দেওয়া); to add or mix (দুধে জল দেওয়া); to administer (রোগে ওষুধ দেওয়া); to sell (for) or give in ex change (দশ টাকায় একখানা কাপড় দেওয়া); to ascribe (নাম দেওয়া); to impute (দোষ দেওয়া); to render or extend (ধন্যবাদ দেওয়া); to pay (পরীক্ষার ফি দেওয়া); to repay (শোধ দেওয়া); to spare (সময় দেওয়া); to allow (ভাবতে সময় দাও); to furnish with (ঠেকনো দেওয়া); to lean (ভর বা ঠেস দেওয়া); to place (রোদে দেওয়া); to build or construct (বেড়া দেওয়া); to put on (গায়ে দেওয়া, পায়ে মোজা দেওয়া); to hold over (মাথায় ছাতা দেওয়া); to offer or dedicate (দেবতাকে নৈবেদ্য দেওয়া); to yield or produce (গোরু দুধ দেয়, গাছ ফল দেয়); to deal or inflict (ঘা দেওয়া, মার দেওয়া); to set (কাজে হাত দেওয়া, বলে পা দেওয়া); to shut or close or bolt (ঘরের দরজা দেওয়া); to fasten (খিল দেওয়া); to give in or arrange for (বিয়ে দেওয়া); to execute (ফাঁসি দেওয়া); to entrust (ভার দেওয়া), to employ in, to put to (চাকরি দেওয়া, লজ্জা দেওয়া); to write (চিঠিতে তারিখ দেওয়া); to paint (ফোঁটা দেওয়া); to sew or stitch (কাপড়ে তালি দেওয়া); to affix (চিঠিতে টিকিট দেওয়া) to post (ডাকে চিঠি দেওয়া); to cast (দৃষ্টি দেওয়া); to send (ছেলেকে স্কুলে দেওয়া); to intimate, to inform, to apprise (সংবাদ দেওয়া); to grant or sanction (ছুটি দেওয়া); to permit, to allow, to let (যেতে দেওয়া); to accord (অনুমোদন দেওয়া); to sow or scatter (জমিতে বীজ দেওয়া); to thrust into (গলায় আঙুল দেওয়া); to pierce with (বুকে ছুরি দেওয়া); to keep out (বাদ দেওয়া); to strike in unison, to keep time (তাল দেওয়া); to set (গানে সুর দেওয়া); to pronounce (রায় দেওয়া); to pass (মতামত দেওয়া); to impose or inflict (শাস্তি দেওয়া); to lend (ঋণ বা ধার দেওয়া); to sharpen, to whet (ধার দেওয়া); to serve (টেবিলে খাবার দেওয়া); to supply (হাসপাতালে খাবার দেওয়া); to complete as an action (ফেলে দেওয়া). ☐ a. given (দেওয়া জিনিস); conferred, bestowed; awarded; distributed; offered; dedicated.
Samsad Bangla Abhidhan
দিক1 [ dika1 ] বিণ. বিরক্ত, জ্বালাতন (দিক করা)। [আ. দিক্]। দিক2, (বর্জি.) দিক্ [ dika2, (barji.) dik ] বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2 অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। ~চক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। ~চক্র-বাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। ~দিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্থান ('সুখে দুখে ভরি দিক্-দিগন্ত': রবীন্দ্র)। ~পতি, ~পাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। ~শূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্থানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ। দিগ্দিগন্ত [ digdiganta ] দ্র দিক2 3rd person ordinary present imperative tense of দেওয়া: দেওয়া [ dēōẏā ] ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্থাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উৎসর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উৎপাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। ☐ বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ~নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 3rd person ordinary present imperative tense of দেওয়া: দেহ1, দেহো [ dēha1, dēhō ] অনু-ক্রি. (কাব্যে) দাও ('পরাইয়া দেহ ধড়া': বৈষ্ণব পদাবলি; 'দেহো, প্রভু, করুণা তোমার': রবীন্দ্র)। [দেওয়া দ্র]।

Processing time: 0.41 s