এবং definitions

Bangla-Tangla Dictionary
এবং – and
Samsad Bengali-English Dictionary
এবং [ ēba ] in comp like this, suchlike, such (এবংবিধ). con. and.
Samsad Bangla Abhidhan
এবং [ ēba ] অব্য. (মূল সং. অর্থ) এই, এইপ্রকার, এমন (এবংবিধ, এবম্প্রকার); (বাং.) আর, অধিকন্তু (সচ. দুই বা ততোধিক শব্দ বাক্যাংশ ও বাক্যের মধ্যে সংযোজক অব্যয় হিসাবে ব্যবহৃত হয় (সে পরীক্ষায় পাশ করেছে এবং বৃত্তি পেয়েছে; রাম এবং শ্যাম; রামের ছেলে এবং শ্যামের ছেলে)। [সং. এবম্]। এবংবিধ, এবম্প্রকার বিণ. এইরকম (এবংবিধ ঘটনাবলি)।

Processing time: 0.38 s