পরে definitions

Bangla-Tangla Dictionary
পরে – after

locative of পর:
পর – after, other

3rd person ordinary present simple tense of পরা:
পরা – to wear

perfective participle of পরা:
পরা – to wear

Samsad Bengali-English Dictionary
পরে [ parē ] adv. & prep after, afterwards (সে পরে আসছে); thereafter, then (পরে যেখানে গেলাম); in future (পরে কী হয় বলা যায় না); after the occurrence of, after that (ট্রেন ছারার পরে স্টেশনে পৌঁছলাম); at the back of (রামের পরে শ্যাম যাচ্ছে); below (আমার নামের পরেই তার নাম); born later (এই ভাইটি আমার পরে). পরের দিন n. the day after. ☐ adv. on the following day. locative of পর: -পর3 [ -para3 ] a used as a sfx. denoting: devoted to, observant of, -ish, -ous, -ly (স্বার্থপর, ন্যায়পর). locative of পর: পর4 [ para4 ] a another, other, different; unrelated, not one's relation or kindred (সে আমার পর নয়); supreme, chief, best, absolute (পরব্রক্ষ্ম). ☐ n. an enemy, a foe (পরন্তপ); a person who is not present on the spot, a third person (পরচর্চা); one who is not a kindred, a stranger পরভৃৎ ; God. ☐ adv. then, after (অতঃপর, পরবর্তী). পরের ধনে পোদ্দারি করা (fig.) to spend another's money as one's own; (fig.) a steward brags of the property he looks after as if it were his own. locative of পর: পরা2 [ parā2 ] fem of -পর3 and পর4 3rd person ordinary present simple tense of পরা: পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to). perfective participle of পরা: পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to).
Samsad Bangla Abhidhan
পরে1 [ parē1 ] ক্রি-বিণ. 1 পিছনে, পশ্চাতে (সে পরে আসছে); 2 অনন্তর, অতঃপর (পরে সেখানে গেলাম); 3 ভবিষ্যতে (পরে মজা টের পাবে); 4 কোনো ঘটনা সম্পন্ন বা শেষ হয়ে গেলে (ট্রেন ছাড়ার পরে সে স্টেশনে গেছে)। [সং. পর3 + বাং. এ]। পরে-পরে ক্রি-বিণ. একটির পর একটি করে (পরে-পরে সাজানো)। locative of পর: পর3 [ para3 ] বিণ. 1 অন্য, ভিন্ন (পরনারী, পরপুরুষ); 2 অনাত্মীয় (পরগৃহে বাস, সে আমার পর নয়); 3 শ্রেষ্ঠ; প্রধান, পরম (পরব্রহ্ম, পরাকাষ্ঠা); 4 পরবর্তী (পরলোক)। ☐ বি. 1 শত্রু (পরন্তপ); 2 অন্য ব্যক্তি (পরচর্চা); 3 পরমাত্মা; 4 মুক্তি। ☐ ক্রি-বিণ. পরে অনন্তর (অতঃপর, তারপর কোথায় গেল?)। [পৃৃ + অ]। স্ত্রী. পরা (পরা1 দ্র)। পরের ঘর মেয়েদের শ্বশুরবাড়ি (সব মেয়েরই পরের ঘর করতে হয়)। পরের ধনে পোদ্দারি অন্য লোকের টাকাপয়সা রক্ষা করার দায়িত্ব নিয়ে নিজেই তার মালিকের মতো আচরণ করা। পরের মাথায় কাঁঠাল ভাঙা, পরের মাথায় হাত বুলানো ফাঁকি দিয়ে পরের টাকা বা জিনিসপত্র আত্মসাৎ করা। locative of পর: -পর4 [ -para4 ] বিণ. নিষ্ঠ, নিরত, আসক্ত (স্বার্থপর, নৃত্যপর)। [সং. √পৃৃ + অ]। স্ত্রী. -পরা (নৃত্যপরা, ধ্যানপরা)। locative of পর: পর-পর [ para-para ] ক্রি-বিণ. 1 উপর্যুপরি, উত্তোরোত্তর; 2 একটির পর একটি করে 3 ক্রমান্বয়ে 4 পাশাপাশি। [পর3 দ্র]। locative of পর: পরা1 [ parā1 ] দ্র পর4 3rd person ordinary present simple tense of পরা: পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে। perfective participle of পরা: পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 1.3 s