Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful past perfect tense of ঘুমানো:
ঘুমানো – to sleep
2nd/3rd person respectful past perfect tense of ঘুমোনো:
ঘুমোনো
– [variant of ঘুমানো]; to sleep
Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful past perfect tense of ঘুমানো:
ঘুম [ ghuma ] n sleep, slumber. ঘুম চটে যাওয়া v. to have one's sleep spoiled. ঘুম দেওয়া, ঘুম লাগানো v. to go to sleep, to sleep. ঘুম পাড়ানো v. to lull to sleep. ঘুম ভাঙা v. to wake up, to awake. ঘুম ভাঙানো v. to rouse from sleep. কাঁচা ঘুম incomplete sleep. ~কাতুরে a. prone to sleeping overmuch; sleepy; drowsy. ~ঘোর n. sound sleep; drowsiness. ঘুমানো v. to sleep. ☐ a. sleeping. ঘুমন্ত a. sleeping, asleep. ~পাড়ানি a. soporific; lulling. ~পাড়ানি গান a lullaby.
Samsad Bangla Abhidhan
2nd/3rd person respectful past perfect tense of ঘুমানো:
ঘুম [ ghuma ] বি. নিদ্রা, শরীর ও মনের যে (রাত্রীকালীন) অবস্থায় চোখ বন্ধ থাকে, নার্ভতন্ত্র নিষ্ক্রিয় থাকে এবং পেশি থাকে শিথিল। [দেশি]। ঘুম চটে যাওয়া ক্রি. বি. ঘুমের আবেশ কেটে যাওয়া। ঘুম দেওয়া, ঘুম যাওয়া, ঘুম লাগানো ক্রি. বি. ঘুমানো। ঘুম পাড়ানো ক্রি. বি. (কাউকে) নিদ্রিত করা। ~কাতুরে বিণ. নিদ্রালস; সর্বদাই ঘুমাতে চায় এমন; অনেকক্ষণ ঘুমাতে না পারলে কাতর হয় এমন। ~ঘোর বি. 1 গভীর ঘুম; 2 ঘুমের আবেশ (তখনও তার ঘুমঘোর কাটেনি)। ~ন্ত বিণ. নিদ্রিত (ঘুমন্ত শিশু, ঘুমন্ত বাঘ)। ~পাড়ানি বিণ. নিদ্রিত করায় এমন, ঘুমিয়ে পড়তে সাহায্য করে এমন (ঘুমপাড়ানি গান)। ঘুমা ক্রি. ঘুমানো। ঘুমিয়ে থাকা ক্রি. বি. (আল.) অলস বা অসতর্ক হয়ে থাকা (সামনে বিপদ। এখনও ঘুমিয়ে থাকবে?)। ঘুমানো ক্রি. নিদ্রিত হওয়া; নিদ্রিত থাকা। ☐ বি. উক্ত অর্থে। কাঁচা ঘুম বি. অপূর্ণ ঘুম।