প্রমাণ definitions

Bangla-Tangla Dictionary
প্রমাণ – evidence, proof (+ করা = to prove, to demonstrate)
Samsad Bengali-English Dictionary
প্রমাণ [ pramāṇa ] n proof; evidence; testimony; witness; a precedent; authority; conviction. ☐ a. of the standard size (প্রমাণ শার্ট); standard (প্রমাণ মাপ); (esp. in phys.) normal (প্রমাণ প্রেষ); equivalent to, resembling (পর্বতপ্রমাণ). প্রমাণ করা v. to prove; to demonstrate; to substantiate. প্রমাণ দেওয়া v. to give evidence or proof (of); to prove; to demonstrate; to testify. প্রমাণ হওয়া v. to be proved. ~ n. a voucher. ~গ্রন্থ n. an authoritative book. ~পঞ্জি n. a bibliography. ~পত্র n. a document; a written warrant or affidavit; a voucher; a receipt; a certificate; testimonial. ~বাক্য n. an authoritative saying; a citation of precedents. ~সই a. of full measure; up to the mark. ~সাপেক্ষ a. subject to proof. ~সিদ্ধ a. established by evidences, proved. প্রমাণাভাব n. want of evidence or proof. প্রমাণিত, প্রমাণীকৃত a. proved; demonstrated; substantiated.
Samsad Bangla Abhidhan
প্রমাণ [ pramāṇa ] বি. 1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়; 2 বিশ্বাসের হেতু; 3 সাক্ষ্য, নজির; 4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ। ☐ বিণ. (বাং.) 1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ); 2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)। [সং. প্র + √ মা + অন]। ~ (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে। ~পঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্থাদির তালিকা। ~পত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট। ~পুরুষ বি. মধ্যস্থ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। ~সই বিণ. পূর্ণ পরিমাণ। ~সাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে। ~সিদ্ধ বিণ. যথার্থ বলে প্রমাণিত। প্রমাণিত, প্রমাণী-কৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্থিরীকৃত, প্রমাণসিদ্ধ।

Processing time: 1.71 s