ছড়াটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of ছড়া: ছড়া
1. bunch (eg, of bananas)
2. rhyme,
3. to be scraped
Samsad Bengali-English Dictionary
definitive of ছড়া: ছড়া1 [ chaṛā1 ] v to get scratched or grazed or bruised or flayed; to strip the skin or bark from. definitive of ছড়া: ছড়া2 [ chaṛā2 ] n a rhyme (ছেলে-ভোলানো ছড়া = a nursery rhyme; গ্রাম্য-ছড়া = a folk rhyme); a set of things threaded together or arranged as if threaded, a string (গোটছড়া); a bunch, a cluster (একছড়া কলা); a spell of sprinkling or a solution for sprinkling (গোবর ছড়া). ছড়া কাটা v. to cap verses, to quote apt verses.
Samsad Bangla Abhidhan
definitive of ছড়া: ছড়া1 [ chaṛā1 ] ক্রি. ছড়ানো। [সং. ছটা]। definitive of ছড়া: ছড়া2 [ chaṛā2 ] ক্রি. ছড়ে যাওয়া, আঁচড় লাগা; ছাল উঠে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [ছড়2 দ্র]। definitive of ছড়া: ছড়া3 [ chaṛā3 ] বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা। definitive of ছড়া: ছড়া-ছড়ি [ chaṛā-chaṛi ] বি. 1 অযত্নে ইতস্তত নিক্ষেপ; 2 ওইভাবে অপচয় (জিনিসপত্রের ছড়াছড়ি); 3 চার দিকে ছড়িয়ে আছে এমন প্রাচুর্য (এ বছর এখানে আমের ছড়াছড়ি)। [ছড়া1 দ্র]। definitive of ছড়া: ছড়ানো [ chaṛānō ] ক্রি. 1 ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); 2 বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); 3 ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া1 দ্র]।

Processing time: 1.33 s