Off by 1 letter:
ওটা definitions

Samsad Bengali-English Dictionary
ওটা [ ōṭā ] pro (coll. & dero.) that, it, he, she.
Samsad Bangla Abhidhan
ওটা [ ōṭā ] সর্ব. (অবজ্ঞাসূচক) ব্যক্তি বা বস্তুর নির্দেশক (ওটা আবার কী. ওটা ফেলে দাও)। [বাং. ও2 + টা]।
Off by 2 letters:
ওরাং definitions

Bangla-Tangla Dictionary
ওরাং – (+ ওটাং = orangutan)
ঘটাং definitions

Bangla-Tangla Dictionary
ঘটাং – clang
টং definitions

Samsad Bengali-English Dictionary
টং1 [ ṭa1 ] n a high platform for living or shooting from, a machan. টং2 [ ṭa2 ] a about to burst (রেগে টং); thoroughly besotted, dead drunk (ম়দে টং). টং3 [ ṭa3 ] int expressing: twang as of a bow string. টংটং int. expressing: repeated twangs. টংটং করে বেড়ানো to tramp idly; to while away time.
Samsad Bangla Abhidhan
টং1 [ ṭa1 ] বিণ. 1 অত্যন্ত ক্রুদ্ধ, অগ্নিমূর্তি, মেজাজ চড়ে আছে এমন (রেগে টং হয়ে আছে); 2 ভরপুর (মদে টং হওয়া)। [সং. টঙ্ক]। টং2 [ ṭa2 ] বি. উঁচু মাচা, মাচান, টোং ('টঙের ঘরে একা একা': প্রেমেন্দ্র)। [সং. তুঙ্গ]। টং3 [ ṭa3 ] বি. 1 ঘড়ি, কাঁসি প্রভৃতির শব্দবিশেষ; 2 ধনুকের জ্যা টেনে ছেড়ে দিলে যে শব্দ হয়। [ধ্বন্যা.]।
টা definitions

Bangla-Tangla Dictionary
টা – definite article [suffix]
Samsad Bengali-English Dictionary
-টা [ -ṭā ] sfx used in Bengali to serve the purpose of the definite article, the (ছেলেটা, দুধটা).
Samsad Bangla Abhidhan
টা [ ṭā ] নির্দেশক আশ্রিত পদ বা প্রত্যয়কল্প অব্যয়বিশেষ (একটা, খানিকটা); ব্যক্তি বিষয় বা বস্তু নির্দেশে (মেয়েটা, আমটা, কাজটা); অবজ্ঞা বা অনাদরে ('রাজাটা খেপেছে রে': রবীন্দ্র; হচ্ছেটা কী?)।
Off by 3 letters:
-টা definitions

Samsad Bengali-English Dictionary
-টা [ -ṭā ] sfx used in Bengali to serve the purpose of the definite article, the (ছেলেটা, দুধটা).
আটা definitions

Bangla-Tangla Dictionary
আটা – whole wheat flour
Samsad Bengali-English Dictionary
আটা2 [ āṭā2 ] n coarse flour, meal. আটা মাখা v. to knead flour.
Samsad Bangla Abhidhan
আটা2 [ āṭā2 ] বি. পেষাই-করা গম, গমের চূর্ণ। [দেশি]। আটা3 [ āṭā3 ] বি. আট ফোঁটার তাস। [বাং. আট + আ]।
ইটা definitions

Samsad Bengali-English Dictionary
ইটা [ iṭā ] n a small scaleless riverfish.
Samsad Bangla Abhidhan
ইটা [ iṭā ] বি. ট্যাংরাজাতীয় কিন্তু ট্যাংরার চাইতে বড় আঁশহীন মাছবিশেষ। [দেশি]।
এটা definitions

Samsad Bengali-English Dictionary
এটা [ ēṭā ] pro (dero.) this thing or creature or person, it, this.
Samsad Bangla Abhidhan
এটা [ ēṭā ] সর্ব. (তুচ্ছার্থে) এই বস্তু জন্তু বা ব্যক্তি। [বাং. এ + টা]।
ও definitions

Bangla-Tangla Dictionary

1. although done (when added as a suffix to a conditional verb, e.g., করলেও)
2. and
3. he, she, it, that (over there)
4. [interjection] oh
Samsad Bengali-English Dictionary
1 [ ō1 ] n the tenth vowel of the Bengali alphabet. 2 [ ō2 ] pro that or yonder person or creature or thing, a person or creature or thing in question, he, she, it. ☐ a. that immediately preceding, last (ও মাসে). ☐ adv. too, also, moreover (সে খাবেও); even (নামও শুনিনি). ☐ con. and. ☐ int. expressing; a call, recollection, amazement, pity etc.; holla, ho; ah, oh.
Samsad Bangla Abhidhan
1 [ ō1 ] বাংলা বর্ণমালার দ্বাদশ, এবং আধুনিকমতে দশম বর্ণ উচ্চমধ্য অর্ধসংবৃত 'ও' ধ্বনির দ্যোতক বর্ণ। 2 [ ō2 ] সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)। ☐ বিণ. 1 ওই (ওকথা, ওবিষয়); 2 গত (ওমাসে); 3 অপর, ওপার (ওপার বাংলা)। ☐ অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)। 3 [ ō3 ] অব্য. 1 আর, এবং (রাম ও শ্যাম, সুখ ও দুঃখ); 2 অধিকন্তু, আরও, আবার (সেও আসবে, এটিও ভালো ওটিও ভালো); 3 মাত্র, পর্যন্ত, এমনকী, মোটেও (তার নামও শুনিনি, আমি সেখানে যাইওনি)। [ফা. ঊঅ]।
ওজা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ওজানো: ওজানো – to move against the flow
ওঝা definitions

Bangla-Tangla Dictionary
ওঝা – exorcist
Samsad Bengali-English Dictionary
ওঝা [ ōjhā ] n a quack professing to have (supernatural) power of curing snakebites and other morbidities; an exorcist.
Samsad Bangla Abhidhan
ওঝা [ ōjhā ] বি. 1 মন্ত্রতন্ত্রের দ্বারা যে সাপের বিষের চিকিৎসা করে; 2 মন্ত্রতন্ত্রের সাহায্যে যে ভূত নামায়; রোজা; 3 ব্রাহ্মণদের উপাধিবিশেষ। [সং. উপাধ্যায় > প্রাকৃ. উঅজঝাঅ]।
ওঠা definitions

Bangla-Tangla Dictionary
ওঠা – to get up, to rise

2nd person intimate present imperative tense of ওঠানো:
ওঠানো – to cause to rise

Samsad Bengali-English Dictionary
ওঠা [ ōṭhā ] v to rise; to get up; to climb or ascend (গাছে ওঠা, পাহাড়ে ওঠা); to get in (গাড়িতে ওঠা). See also the older form উঠা ।
Samsad Bangla Abhidhan
উঠা, ওঠা [ uṭhā, ōṭhā ] ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ (< সং. উৎ + √ স্থা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্থানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 2nd person intimate present imperative tense of ওঠানো: উঠা, ওঠা [ uṭhā, ōṭhā ] ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ (< সং. উৎ + √ স্থা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্থানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)।
ওথা definitions

Samsad Bangla Abhidhan
ওথা [ ōthā ] ক্রি-বিণ. (প্রা. বাং/আঞ্চ.) ওখানে, কিছু দূরে। [বাং. ও2 + থা (সং. স্থান)]।
ওবা definitions

Bangla-Tangla Dictionary
ওবা – to vanish
ওমা definitions

Samsad Bengali-English Dictionary
ওমা [ ōmā ] int expressing: surprise; fear etc.
ওলা definitions

Samsad Bengali-English Dictionary
ওলা2, ওলানো1 [ ōlā2, ōlānō1 ] v (dial.) to take down, to bring down.
Samsad Bangla Abhidhan
উলা, ওলা [ ulā, ōlā ] ক্রি. নামানো; উনুন থেকে নামিয়ে রাখা ('বেহুলা উলাইল ভাত'); নেমে যাওয়া। [বাং. √ উল + আ]। ওলা2 [ ōlā2 ] বি. সাদা চিনির নাড়ু। [দেশি]। ওলা3 [ ōlā3 ] ক্রি. (আঞ্চ.) নামা বা নামানো (ওলা-ওঠা, গলা দিয়ে ভাত ওলে না)। [বাং. √ ওল্ + আ]। ~নো বিণ. বি. নামানো। ওলানো [ ōlānō ] দ্র ওলা3
ওসা definitions

Samsad Bangla Abhidhan
ওস, ওসা [ ōsa, ōsā ] বি. হিম, শিশির (এ বছর যেন একটু আগেই ওস পড়তে শুরু করেছে)। [প্রাকৃ. ওসাঅ]।
ওড়া definitions

Bangla-Tangla Dictionary
ওড়া – to fly

2nd person intimate present imperative tense of ওড়ানো:
ওড়ানো – to cause to fly

Samsad Bengali-English Dictionary
ওড়া [ ōṛā ] v to fly, to move through or in the air; to flutter; to go up in the air. For other uses see উড়া ।
Samsad Bangla Abhidhan
উড়া, ওড়া [ uṛā, ōṛā ] ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। ☐ বি. ওড়া, আকাশে বিচরণ। ☐ বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ (< সং. উৎ + √ ডী) + আ]। ~নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাৎ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা। 2nd person intimate present imperative tense of ওড়ানো: উড়া, ওড়া [ uṛā, ōṛā ] ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। ☐ বি. ওড়া, আকাশে বিচরণ। ☐ বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ (< সং. উৎ + √ ডী) + আ]। ~নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাৎ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা।
কটা definitions

Bangla-Tangla Dictionary
কটা – how many
Samsad Bengali-English Dictionary
কটা2 [ kaṭā2 ] a brownish; having a white complexion with a tinge of red; tawny; (usu. dero.) fair-complexioned.
Samsad Bangla Abhidhan
কটা2 [ kaṭā2 ] বিণ. পিঙ্গলবর্ণ, ফ্যাকাসে; রুক্ষ (কটা চুল)। [দেশি]। কটা চোখ বি. পিঙ্গলবর্ণ চোখ। ~চোখ বিণ. বিড়ালের মতো চোখযুক্ত। ~শে বিণ. পিঙ্গল আভাযুক্ত; ঈষৎ কটা। কটাশে [ kaṭāśē ] দ্র কটা2

Processing time: 1.99 s