ভাঙা definitions

Bangla-Tangla Dictionary
ভাঙা – to break

2nd person intimate present imperative tense of ভাঙানো:
ভাঙানো – to break something

Samsad Bengali-English Dictionary
ভাঙা [ bhāṅā ] v to break or be broken, to split or be split; to fracture or be fractured; to grind (পাথর ভাঙা, গম ভাঙা); to pull down or come off, to demolish or to crumble down, to erode (বাড়ি ভাঙা, কুল ভাঙা); to open (প্যাকেট ভাঙা); to impair, to deteriorate (স্বাস্থ্য ভাঙা); to debase or be debased (কুল ভাঙা); to spoil or be spoiled; to weaken or be weakened, to discourage or be discouraged (মন ভাঙা); to remove or be removed, to dispel or be dispelled (মান ভাঙা, ভয় ভাঙা); to dissolve or be dissolved, to disband (সৈন্যবাহিনী ভাঙা); to disintegrate or be disintegrated (দল ভাঙা); to break off negotiations etc. (সম্বন্ধ ভাঙা); to sever or be severed; to estrange or be estranged (বন্ধুত্ব ভাঙা); to sow dissension or disunion (ঘর ভাঙা); to disclose or divulge (সে কথাটা ভাঙেনি); to elaborate (ভেঙে বলা); to make or become hoarse (গলা ভাঙা); to walk, to traverse (পথ ভাঙা); to wade through (জল ভাঙা, জলা ভাঙা). ☐ a. broken, split; (fractured; ground; pulled down, demolished or impaired; deteriorated; debased; weakened, discouraged; dissolved; disintegrated; broken up; severed, estranged; rent with disunion; breached, hoarsened. ভাঙা কপাল ill fate, bad luck. ভাঙা কপাল জোড়া লাগা (fig.) to thrive again after a downfall; to retrieve one's fortunes. ভেঙে বলা v. to say in detail. ~চোরা a. broken and unserviceable (ভাঙাচোরা বাসন); dilapidated (ভাঙাচোরা বাড়ি). ~নি n. small coins, change; act of prejudicing (one) secretly against (কানভাঙানি). ☐ a. fem. given to intrigues, sowing dissension (ঘরভাঙানি বউ); prejudicing (one) secretly against (মনভাঙানি কথা). a. masc. ভাঙানে । ~নো v. to cause to break or split or grind or pull down or open or debase or spoil or weaken or discourage or remove or dispel or disintegrate or break up or sever or estrange or produce breach, dissension etc. or walk or traverse or wade through; to change (as a coin or currency note); to cash (as a cheque). ভাঙা-ভাঙা a. almost broken; scattered or rent here and there (ভাঙা ভাঙা মেঘ); broken (ভাঙা-ভাঙা হিন্দি); half-articulate, babbling (ভাঙা-ভাঙা বোল). ভাঙাভাঙি n. disruption, dissension; disintegration; prejudicing against; discouragement; repeated breaking or split. 2nd person intimate present imperative tense of ভাঙানো: ভাঙা [ bhāṅā ] v to break or be broken, to split or be split; to fracture or be fractured; to grind (পাথর ভাঙা, গম ভাঙা); to pull down or come off, to demolish or to crumble down, to erode (বাড়ি ভাঙা, কুল ভাঙা); to open (প্যাকেট ভাঙা); to impair, to deteriorate (স্বাস্থ্য ভাঙা); to debase or be debased (কুল ভাঙা); to spoil or be spoiled; to weaken or be weakened, to discourage or be discouraged (মন ভাঙা); to remove or be removed, to dispel or be dispelled (মান ভাঙা, ভয় ভাঙা); to dissolve or be dissolved, to disband (সৈন্যবাহিনী ভাঙা); to disintegrate or be disintegrated (দল ভাঙা); to break off negotiations etc. (সম্বন্ধ ভাঙা); to sever or be severed; to estrange or be estranged (বন্ধুত্ব ভাঙা); to sow dissension or disunion (ঘর ভাঙা); to disclose or divulge (সে কথাটা ভাঙেনি); to elaborate (ভেঙে বলা); to make or become hoarse (গলা ভাঙা); to walk, to traverse (পথ ভাঙা); to wade through (জল ভাঙা, জলা ভাঙা). ☐ a. broken, split; (fractured; ground; pulled down, demolished or impaired; deteriorated; debased; weakened, discouraged; dissolved; disintegrated; broken up; severed, estranged; rent with disunion; breached, hoarsened. ভাঙা কপাল ill fate, bad luck. ভাঙা কপাল জোড়া লাগা (fig.) to thrive again after a downfall; to retrieve one's fortunes. ভেঙে বলা v. to say in detail. ~চোরা a. broken and unserviceable (ভাঙাচোরা বাসন); dilapidated (ভাঙাচোরা বাড়ি). ~নি n. small coins, change; act of prejudicing (one) secretly against (কানভাঙানি). ☐ a. fem. given to intrigues, sowing dissension (ঘরভাঙানি বউ); prejudicing (one) secretly against (মনভাঙানি কথা). a. masc. ভাঙানে । ~নো v. to cause to break or split or grind or pull down or open or debase or spoil or weaken or discourage or remove or dispel or disintegrate or break up or sever or estrange or produce breach, dissension etc. or walk or traverse or wade through; to change (as a coin or currency note); to cash (as a cheque). ভাঙা-ভাঙা a. almost broken; scattered or rent here and there (ভাঙা ভাঙা মেঘ); broken (ভাঙা-ভাঙা হিন্দি); half-articulate, babbling (ভাঙা-ভাঙা বোল). ভাঙাভাঙি n. disruption, dissension; disintegration; prejudicing against; discouragement; repeated breaking or split.
Samsad Bangla Abhidhan
ভাংটা [ bhāṇṭā ] বি. (আঞ্চ.) খুচরো পয়সা, ভাঙানি। [ভাঙা]। ভাঙন1 [ bhāṅana1 ] বি. 1 ভেঙে পড়া, ভাঙা; 2 নদীর পাড় ধসা (ভাঙন-ধরা নদী); 3 (আল.) অবনতি, ক্ষয় বা পতনের সূত্রপাত (সংসারে ভাঙন ধরা)। [ভাঙা দ্র]। ভাঙা [ bhāṅā ] ক্রি. 1 টুকরো বা চূর্ণ করা (কাচ ভাঙা, পাথর ভাঙা); 2 দুর্বল বা হতাশ করা বা হওয়া (খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ল); 3 দূর করা বা দূর হওয়া, ঘোচা বা ঘুচানো (ঘুম ভাঙা, মান ভাঙা); 4 বাতিল বা ছিন্ন হওয়া (সম্বন্ধ ভেঙে গেছে); 5 প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া (কথাটা ভাঙল না, ভেঙে বলো); 6 এলোমেলো হওয়া, আয়ত্তে না থাকা (আইনশৃঙ্খলা ভেঙে পড়া, রেশনব্যবস্থা ভেঙে পড়েছে); 7 ধসে পড়া (দেওয়ালটা ভেঙে পড়েছে); 8 অতিক্রম করা, টপকানো (সিঁড়ি ভাঙা, জলকাদা ভেঙে এগোল); 9 প্রচণ্ড ভিড় জমিয়ে সমবেত হওয়া (বক্তৃতা শুনতে গোটা শহর ভেঙে পড়েছে); 1 তছরূপ করা, চুরি করা (তহবিল ভাঙা)। ☐ বি. উক্ত সব অর্থে (পাথর ভাঙা সহজ নয়; দুঃখে ভেঙে পড়া খুব স্বাভাবিক, আমার পক্ষে সিঁড়ি ভাঙা সম্ভব নয়)। ☐ বিণ. 1 ভেঙেছে এমন (ভাঙাগাছ, ভাঙা দেওয়াল, ভাঙা পা); 2 নষ্ট হয়েছে এমন (ভাঙা সম্বন্ধ, ভাঙা শরীর); 3 ভাঙে এমন (হাড়ভাঙা খাটুনি); 4 হতাশ (ভাঙা মন); 5 মন্দ (ভাঙা কপাল)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। ভাঙা কপাল জোড়া লাগা ক্রি. বি. দুঃসময় শেষ হয়ে সুসময় আসা। ~গড়া বি. কেনোকিছু ভেঙে ফেলে বা নষ্ট করে আবার নতুন করে তৈরী করা। ~চোরা বিণ. ভেঙে টুকরো হয়ে গেছে এমন; বিনষ্ট (ভাঙা-চোরা টেবিল)। ভাঙা-ভাঙা বিণ. 1 প্রায় ভেঙেছে এমন, ভগ্নপ্রায়; 2 বিকৃত ও অস্পষ্ট (ভাঙা-ভাঙা বাংলায় যা বলল তার মানে এই)। আকাশ ভাঙা ক্রি. বি. প্রবল বৃষ্টি হওয়া (আকাশ ভেঙে বৃষ্টি নামল)। ঘাড় ভাঙা ক্রি. বি. কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা। ভাঙাগড়া, ভাঙাচোরা [ bhāṅāgaṛā, bhāṅācōrā ] দ্র ভাঙা ভাঙা-ভাঙা [ bhāṅā-bhāṅā ] দ্র ভাঙা মাথা [ māthā ] বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্থল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 1 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ < সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা। ~ওয়ালা বিণ. বুদ্ধিমান। মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা। মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া। মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)। মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্থায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা। মাথা খাও মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ। মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উৎসন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)। মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা। ~খারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্থ। মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্থির বা বিভ্রান্ত হওয়া। মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা ~গরম বি. রাগ, ক্রোধ। ☐ বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)। মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া। মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা। মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা। মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা। ☐ বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ। মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা ঘোরা ক্রি. বি. 1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া; 2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা -র অনুরূপ। মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্থির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো। মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্থ হওয়া, উত্তেজনা দূর করা। মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্থিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া। মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা -র অনুরূপ। মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উৎসর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া। মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া। মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা মাথা নেই তার মাথা ব্যথা উক্তি অকারণ দুশ্চিন্তা। মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা। ~পাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে ~পিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে। মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা। মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা। ~ব্যথা বি 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ। ~মুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। মোটা বিণ. স্থূলবুদ্ধি বোকা মাথামোটা লোক মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া -র অনুরূপ। মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল মাথায় কাঠাল ভাঙা কি. বি ভাঙা দ্রব্য। মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া। মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি। মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া। মাথায় ঘোলা ঢালা দ্র ঘোলা। মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া। মাথায় ঢোকা ক্রি বোধগম্য হওয়া। মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া। মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল মাথায় রাখা ক্রি. বি. 1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা; 2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু। মাথায় হাত বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা দাম শুনে তাঁর তো মাথায় হাত। মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা। মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া। মাথার খুলি করোটি। মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা। মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি। মাথার ঠাকুর বি অতি শ্রদ্ধেয় ব্যক্তি মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া। মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাৎ আমার মৃত্যুর কারণ হও এই শপথ। ~লো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া। 2nd person intimate present imperative tense of ভাঙানো: ভাঙানো [ bhāṅānō ] ক্রি. বি. 1 দূর করা, ঘুচানো (ভয় ভাঙানো, ঘুম ভাঙানো); 2 খুচরো করা (টাকা ভাঙানো); 3 ভাংচি দেওয়া (মন ভাঙানো); 4 কাজে লাগিয়ে বা ব্যবহার করে সুবিধা পাওয়া (বাপের নাম ভাঙিয়ে সুবিধে আদায় করেছে)। [বাং. ভাঙা + আনো]।

Processing time: 0.43 s