কম definitions

Bangla-Tangla Dictionary
কম – a small amount, less

2nd person ordinary present simple tense of কমা:
কমা – to reduce

Samsad Bengali-English Dictionary
কম1 [ kama1 ] a lovely, graceful; pleasant; charming; desirable. কম2 [ kama2 ] a deficient, short; less; small (in amount or degree); a few, not many; a little, not much; inadequate; inefficient, inexpert, inferior (লাঠিবাজিতেও কম নয়). কম করা v. to lessen, to curtail, to reduce, to decrease, to abate. কম পড়া v. to fall short (of); to run short (of); to be inadequate; to decrease. ~জোর a. weak; weakened. ~জোরি a. weak. ☐ n. weakness. ~তি n. deficiency, shortage; smallness; fewness; inadequacy; inefficiency, inferiority. ☐ a. inefficient, in expert, inferior (সে কমতি কীসে ?). ~পোক্ত a. not very strong, somewhat frail or weak. ~বেশি a. & adv. more or less. ~সম a. not many or much; restrained; moderate. ~পক্ষে, কমসে কম adv. at least. 2nd person ordinary present simple tense of কমা: কমা2 [ kamā2 ] v to fall short; to decrease; to abate; to grow less; to diminish; to fall, to come down (দাম কমেছে).
Samsad Bangla Abhidhan
কম1 [ kama1 ] (উচ্চা. কমো) বিণ. মনোহর, কমনীয়; বাঞ্ছনীয় (কম কলেবর)। [সং. √ কম্ + অ]। কম2 [ kama2 ] (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাৎপদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে অব্য. অন্তত, কমপক্ষে। ~জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। ~জোরি বি. দুর্বলতা। ~তি বি. কমের বাব, কমের অবস্থা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। ~পোক্ত বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত। ~বেশি অব্য. অল্পাধিক। ☐ বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ~সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)। কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও। কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)। কমতি [ kamati ] দ্র কম2 2nd person ordinary present simple tense of কমা: কমা2 [ kamā2 ] ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ~নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। ☐ বিণ. হ্রস্বীকৃত। ☐ বি. হ্রস্বীকরণ।

Processing time: 1.26 s