Off by 2 letters:
অঙ্গ definitions

Bangla-Tangla Dictionary
অঙ্গ – part, limb, organ
Samsad Bengali-English Dictionary
অঙ্গ [ aṅga ] n a limb; the body; shape or form; a feature; a part; an essential part; an ingredient, a component, an element; an item (নৈবেদ্যের অঙ্গ); (esp. bot.) an organ; the ancient name of Bihar or of Bhagalpur and adjoining places. ~গ্রহ n. convulsion of or pain in the body or any part of it, spasm; tetanus. ~গ্লানি n. wearisome or painful physical exertion, tiredness; dirt or soil of the body. ~চালন n. the movement of the body or limbs; physical exercise. ~চ্ছেদ, ~চ্ছেদন n. amputation or cutting off of a limb; deduction of a part; mutilation. ~জ, ~জনু a. born of one's body. ☐ n. offspring; a son. ~জা a. daughter. ~ত্র, ~ত্রাণ n. armour, a coat of mail. ~ন্যাস n. touching different parts of the body as one recites (usu. mentally) different incantations. ~প্রত্যঙ্গ n. different limbs and appendages of the body. ~প্রায়শ্চিত্ত n. expiatory rite of removing the taint of the body. ~বিকৃতি n. deformity; apoplexy. ~বিক্ষেপ n. making gestures, posing; a gesture, a pose; convulsion of a limb or the body, spasm. ~বিন্যাস n. posing; posture. ~বিহীন a. wanting in one or more limbs, crippled; deformed; bodi less, formless, incorporeal. fem. ~বিহীনা । ~ভঙ্গ, ~ভঙ্গি n. a pose or posture; a gesture; secret communication of one's intention by means of a physical gesture. ~বৈকল্য n. same as ~বিকৃতি~মর্দক n. masseur. ~মর্দিকা n. fem. masseuse. ~মর্দন n. massage. ~মোটন n. stretching and straightening the body for removing lassitude and sloth. ~রাগ n. beautifying the body with cosmetics; any article of cosmetic or toilet. ~রাজ n. the king of Anga. ~রাজ্য n. a state of a federation. ~রুহ n. hair; wool; fur; feather, a gown. ~শুদ্ধি n. purification of the body (by ablution or by ceremonial washing). ~সংবাহন n. massage. ~শোভা n. beauty of the body. ~সংস্থান n. morphology. ~সজ্জা n. beautifying the body (with dress or cosmetics). ~সঞ্চালন same as ~চালন । ~সৌষ্ঠব n. physical grace or beauty or symmetry. ~হানি n. loss of a limb; partial omission or curtailment of anything; mutilation; a defect. ~হীন a. deformed; lacking one or more limbs; (of a work) lacking in perfection, defective; bodiless, formless, incorporeal.
Samsad Bangla Abhidhan
অঙ্গ [ aṅga ] বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তৎসন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ~গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ~চালন, ~সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ~চ্ছেদ, ~চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ~, .জনু বিণ. দেহ থেকে জাত বা উৎপন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। ☐ বি. সন্তান। ~জা বি. বিণ. কন্যা। ~ত্র, ~ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ~ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ~প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ~প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ~বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ~বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ~বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ~বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ~ঙঙ্গ, ~ভঙ্গি, ~ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ~মর্দন বি. গা টেপা, massage, ~মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ~রক্ষা, ~রাখা বি. আংরাখা; জামা। ~রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ~রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ~রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ~সংস্থান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ~সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ~হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ~হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ~হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী।
আঙ্গ definitions

Samsad Bangla Abhidhan
আঙ্গ [ āṅga ] বি. অঙ্গসম্বন্ধীয়; আঙ্গিক। [সং. অঙ্গ + অ]।
গঙ্গ definitions

Samsad Bangla Abhidhan
গঙ্গ [ gaṅga ] বি. (ব্রজ.) গঙ্গা। [গঙ্গা দ্র]।
চঙ্গ definitions

Samsad Bangla Abhidhan
চঙ্গ1 [ caṅga1 ] বিণ. 1 সুস্থ; 2 সবল, সতেজ। [সং. চঙ্ + √গম্ + অ]। তু. হি. চংগা > বাং. চাঙ্গা, চাঙা]। চঙ্গ2 [ caṅga2 ] বি. (আঞ্চ.) ঘড়াঞ্চি, মই। [দেশি]।
জঙ্গ definitions

Samsad Bengali-English Dictionary
জঙ্গ2 [ jaṅga2 ] n a war, a battle. ~ডিঙ্গা n. a battle ship, a man-of-war.
Samsad Bangla Abhidhan
জঙ্গি [ jaṅgi ] দ্র জঙ্গ2
টঙ্ক definitions

Samsad Bengali-English Dictionary
টঙ্ক1 [ ṭaṅka1 ] n any weapon for cutting or hewing such as an axe or a sword or a scimitar; any tool for digging such as a spud; anger or bragging or arrogance (রোগা লোকের মুখে টঙ্ক). টঙ্ক2 [ ṭaṅka2 ] n a coin; a rupee. ~পতি n. (obs.) the superintendent of a mint, a mint-master. ~বিজ্ঞান n. numismatics. ~শালা n. a mint. টঙ্ক3 [ ṭaṅka3 ] a (dial.) strong, firm.
Samsad Bangla Abhidhan
টঙ্ক1 [ ṭaṅka1 ] বি. 1 খড়্গ টাঙি প্রভৃতি অস্ত্র; 2 খননের অস্ত্র; 3 পাহাডের উঁচু স্থান; 4 ক্রোধ বা আস্ফালন (কেবল মুখেই যত টঙ্ক)। [সং. √ টঙ্ক্ + অ]। টঙ্ক2 [ ṭaṅka2 ] বিণ. (আঞ্চ.) মজবুত, দৃঢ় (বাঁধনটা বেশ টঙ্ক হয়েছে)। [দেশি]। টঙ্ক3 [ ṭaṅka3 ] বি. টাকা। [সং. টং (ধ্বন্যা.) + √ কৈ (শব্দ করা) + অ]। ~, ~পতি বি. টাঁকশালের অধ্যক্ষ। ~বিজ্ঞান বি. নানা দেশের ও নানা যুগের মুদ্রাবিষয়ক বিদ্যা, numismatics. ~শালা বি. টাঁকশাল। টঙ্কপতি, টঙ্কবিজ্ঞান, টঙ্কশালা [ ṭaṅkapati, ṭaṅkabijñāna, ṭaṅkaśālā ] দ্র টঙ্ক3
টাঙ্গা definitions

Samsad Bengali-English Dictionary
টাঙা, টাঙ্গা [ ṭāṅā, ṭāṅgā ] n a light two-wheeled carriage drawn by a pony, (cp.) a gig.
টাঙ্গি definitions

Bangla-Tangla Dictionary
টাঙ্গি – axe
Samsad Bengali-English Dictionary
টাঙি, টাঙ্গি [ ṭāṅi, ṭāṅgi ] n a battle-axe.
Samsad Bangla Abhidhan
টাঙি, টাঙ্গি [ ṭāṅi, ṭāṅgi ] বি. কুঠারজাতীয় যুদ্ধাস্ত্রবিশেষ। [সং. টঙ্গ]।
টুঙ্গি definitions

Samsad Bengali-English Dictionary
টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] n a high platform; a house or building on a high platform.
Samsad Bangla Abhidhan
টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] বি. 1 উঁচু মঞ্চ; 2 মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জল-টুঙ্গি দ্র জল
বঙ্গ definitions

Bangla-Tangla Dictionary
বঙ্গ – Bengal
Samsad Bengali-English Dictionary
বঙ্গ, বঙ্গদেশ [ baṅga, baṅgadēśa ] n Bengal; the ancient name of East Bengal. ~ a. born or produced in Bengal. ☐ n. a section of kayasthas (কায়স্থ) of Bengal (also বঙ্গজ কায়স্থ). ~দেশীয় same as বঙ্গীয় । ~ভাষা n. Bengali. ~বিভাগ, ~ভঙ্গ n. the partition of Bengal. বঙ্গাধিপ same as বঙ্গেশ্বর । বঙ্গানুবাদ n. translation or rendering into Bengali. বঙ্গাব্দ n. the Bengali era (counted from 693 A.D.). বঙ্গীয় a. of Bengal; born or produced in Bengal; Bengali. বঙ্গেশ্বর n. a king of Bengal.
Samsad Bangla Abhidhan
বঙ্গ1 [ baṅga1 ] বি. রাং, টিন। [সং. √ বঙ্গ্ + অ]। বঙ্গ2 [ baṅga2 ] বি. 1 বর্তমান বাংলা প্রদেশ বা রাজ্য (পশ্চিমবঙ্গ); 2 প্রাচীন পূর্ববঙ্গ। [সং. √ বঙ্গ্ + অ]। ~ বিণ. 1 বঙ্গ দেশে উৎপন্ন; 2 বঙ্গদেশীয় (বঙ্গজ কায়স্থ)। ☐ বি. বাঙালি কায়স্থদের শ্রেণিবিশেষ। ~দেশ বি. বাংলাদেশ। ~ভঙ্গ বি. 195 সালে বড়োলাট লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ। ~ভাষা বি. বাংলা ভাষা। ~সমাজ বি. বাঙালির সমাজ। বঙ্গাব্দ বি. 593 খ্রিস্টাব্দ থেকে গণিত বাংলা সাল। বঙ্গীয় বিণ. বঙ্গদেশসম্বন্ধীয়; বঙ্গদেশে জাত।
ভঙ্গ definitions

Samsad Bengali-English Dictionary
ভঙ্গ [ bhaṅga ] n breaking or splitting (ধনুর্ভঙ্গ); fracture, rupture (অস্থিভঙ্গ); breach (বিশ্বাসভঙ্গ); violation, infringement (আইনভঙ্গ); non-observance, non-compliance (প্রতিশ্রুতিভঙ্গ); discontinuance, break (অনশনভঙ্গ); severance (সম্পর্কভঙ্গ); estrangement (বন্ধুত্ব ভঙ্গ); impairment (স্বাস্থ্যভঙ্গ); loss (আশাভঙ্গ); disbandment (দলভঙ্গ); dispersal (ছত্রভঙ্গ); (esp. of pol. parties) disintegration; dissolution; termination, close (সভাভঙ্গ); a fold or contraction. (ত্রিভঙ্গ); crack (স্বরভঙ্গ); act or manner of rolling or dancing (তরঙ্গভঙ্গ); style or shape (ভ্রূভঙ্গ); suspension, break (যাত্রাভঙ্গ); act of fleeing away, flight, retreat (রণে ভঙ্গ); rout (শত্রুসৈন্য-ভঙ্গ); removal (সন্দেহভঙ্গ); interruption, break (তালভঙ্গ, নিদ্রাভঙ্গ); obstruction, an obstacle, a drawback ('এত ভঙ্গ বঙ্গদেশ'); discouragement (মনোভঙ্গ); composition (কবরীভঙ্গ); a wave. ভঙ্গ দেওয়া v. to take to flight, to beat a retreat, to flee or withdraw as defeated (রণে বা বিতর্কে ভঙ্গ দেওয়া). ~কুলীন n. a kulin (কুলীন) family or a member of it failing to observe the social (esp. matrimonial) restrictions enjoined on kulins. ~পয়ার n. (pros.) a variety of payar (পয়ার) in which the second line of each of the four-line stanzas is merely the repetition of the first. ~প্রবণ a. brittle, fragile; frail. ~প্রবণতা n. brittleness.
Samsad Bangla Abhidhan
ভঙ্গ [ bhaṅga ] বি. 1 ভেঙে যাওয়া (ঊরুভঙ্গ, ধনুর্ভঙ্গ); 2 রক্ষা বা পালন না করা (প্রতিশ্রুতিভঙ্গ); 3 লঙ্ঘন (চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ); 4 নষ্ট হওয়া (স্বাস্থ্যভঙ্গ); 5 সমাপ্তি (সভাভঙ্গ); 6 বক্রতা (ত্রিভঙ্গ); 7 ভঙ্গি (ভ্রুভঙ্গ, তরঙ্গভঙ্গ); 8 পরাজিত হয়ে পালানো (রণে ভঙ্গ দেওয়া); 9 বাধা বা ব্যাঘাত (ধ্যানভঙ্গ); 1 বিশৃঙ্খলা (ছত্রভঙ্গ)। [সং. √ ভন্জ্ + অ]। বিণ. ভগ্ন। ~কুলীন বি. কৌলিন্যের বিধি বা নিয়ম যে-কুলীন লঙ্ঘন করেছে। ~পয়ার বি. পয়ার ছন্দের রকমফেরবিশেষ। ~প্রবণ বিণ. সহজেই ভেঙে যায় এমন, ভঙ্গুর, পলকা, ঠুনকো।
রঙ্গ definitions

Samsad Bengali-English Dictionary
রঙ্গ [ raṅga ] n fun; drollery; a practical joke, jest, banter; frolic; an entertaining show. রঙ্গ করা v. to poke fun at; to make fun (of), to make a song (of); to stage a comic show; to droll. রঙ্গ দেখা v. to see or enjoy fun; (fig.) to take delight in another's trouble, misfortune etc. রঙ্গ দেখানো v. to give an entertaining show; (fig.) to make one suffer for, to make one pay for, to punish deservedly, to pay one off.
Samsad Bangla Abhidhan
রঙ, রঙকানা, রঙচঙ, রঙচঙে, রঙদার, রঙবেরঙ [ raṅa, raṅakānā, raṅacaṅa, raṅacaṅē, raṅadāra, raṅabēraṅa ] দ্র রংরঙঢঙ, রংঢং, রঙমহল দ্র রঙ্গ2 রঙ্গ1 [ raṅga1 ] বি. 1 রং-এর প্রাচীন রূপ; 2 রঞ্জকদ্রব্য; 3 নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); 4 ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; 6 ভঙ্গি, ধরন; 7 নাট্যশালা; 8 রণভূমি; 9 (বিরল) দস্তা; 1 রাং। [সং. √ রঞ্জ্ + অ]। ~ভূমি বি. 1 রণস্থল; 2 ক্রীড়াপ্রতিযোগিতার স্থান; 3 মল্লভূমি, কুস্তির আখড়া; 4 নাট্যশালা। ~মঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। ~শালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। ~স্থল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার। রঙ্গ2 [ raṅga2 ] বি. 1 কৌতুক ('যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী': রবীন্দ্র); 2 তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা); 3 রগড়, মজা (দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখা); 4 আমোদ, আনন্দ (রঙ্গে মাতা)। [ফা. রংগ]। ~চিঙ্গা বি. 1 যে-বালক রঙ্গ দেখতে ভালোবাসে; 2 চ্যাংড়া ছেলে। রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস। ~দার বিণ. মজাদার। ~প্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন। বি. ~প্রিয়তা। ~ভঙ্গ বি. কৌতুকজনক অঙ্গভঙ্গি। ~মহল, (চলিত) ~রং-মহল, রঙ-মহল বি. 1 নৃপতিদের বিলাসভবন; 2 আনন্দনিকেতন। ~রস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ। ~রঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)। ~রঙ্গী (-ঙ্গীন্) বিণ. ~রঙ্গিণী -র পুংলিঙ্গ। রঙ্গন [ raṅgana ] বি. 1 চিত্রিতকরণ 2 রক্তবর্ণ ফুলবিশেষ। [রঙ্গ1 দ্র]। রঙ্গিণী [ raṅgiṇī ] দ্র রঙ্গ2 রঙ্গী [ raṅgī ] দ্র রঙ্গ2
লঙ্গ definitions

Samsad Bengali-English Dictionary
লঙ্গ [ laṅga ] n (dial.) clove.
সঙ্গ definitions

Bangla-Tangla Dictionary
সঙ্গ – company (the people around you)
Samsad Bengali-English Dictionary
সঙ্গ [ saṅga ] n company, association. সঙ্গ করা v. to associate with. সঙ্গ দেওয়া v. to give one company. সঙ্গ পাওয়া v. to come in con tact of; to enjoy the company of.
Samsad Bangla Abhidhan
সঙ্গ [ saṅga ] বি. 1 মিলন, সংসর্গ ('অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ': রবীন্দ্র; সাধুসঙ্গ); 2 আসক্তি। [সং. √ সনজ্ + অ]। ~দোষ বি. কুসংসর্গজনিত চরিত্রদোষ। ~বিমুখ বিণ. একাকী থাকতে চায় এমন। ~হীন বিণ. নিঃসঙ্গ, একাকী। সঙ্গী (-ঙ্গিন্) বিণ. বি. সহচর, সঙ্গে সঙ্গে থাকে এমন, সাথি (জীবনসঙ্গী)। স্ত্রী. সঙ্গিনী সঙ্গিনী, সঙ্গী [ saṅginī, saṅgī ] দ্র সঙ্গ
Off by 3 letters:
-ভঙ্গ definitions

Bangla-Tangla Dictionary
-ভঙ্গ – breaking
অঙ্গজ definitions

Samsad Bengali-English Dictionary
অঙ্গ [ aṅga ] n a limb; the body; shape or form; a feature; a part; an essential part; an ingredient, a component, an element; an item (নৈবেদ্যের অঙ্গ); (esp. bot.) an organ; the ancient name of Bihar or of Bhagalpur and adjoining places. ~গ্রহ n. convulsion of or pain in the body or any part of it, spasm; tetanus. ~গ্লানি n. wearisome or painful physical exertion, tiredness; dirt or soil of the body. ~চালন n. the movement of the body or limbs; physical exercise. ~চ্ছেদ, ~চ্ছেদন n. amputation or cutting off of a limb; deduction of a part; mutilation. ~জ, ~জনু a. born of one's body. ☐ n. offspring; a son. ~জা a. daughter. ~ত্র, ~ত্রাণ n. armour, a coat of mail. ~ন্যাস n. touching different parts of the body as one recites (usu. mentally) different incantations. ~প্রত্যঙ্গ n. different limbs and appendages of the body. ~প্রায়শ্চিত্ত n. expiatory rite of removing the taint of the body. ~বিকৃতি n. deformity; apoplexy. ~বিক্ষেপ n. making gestures, posing; a gesture, a pose; convulsion of a limb or the body, spasm. ~বিন্যাস n. posing; posture. ~বিহীন a. wanting in one or more limbs, crippled; deformed; bodi less, formless, incorporeal. fem. ~বিহীনা । ~ভঙ্গ, ~ভঙ্গি n. a pose or posture; a gesture; secret communication of one's intention by means of a physical gesture. ~বৈকল্য n. same as ~বিকৃতি~মর্দক n. masseur. ~মর্দিকা n. fem. masseuse. ~মর্দন n. massage. ~মোটন n. stretching and straightening the body for removing lassitude and sloth. ~রাগ n. beautifying the body with cosmetics; any article of cosmetic or toilet. ~রাজ n. the king of Anga. ~রাজ্য n. a state of a federation. ~রুহ n. hair; wool; fur; feather, a gown. ~শুদ্ধি n. purification of the body (by ablution or by ceremonial washing). ~সংবাহন n. massage. ~শোভা n. beauty of the body. ~সংস্থান n. morphology. ~সজ্জা n. beautifying the body (with dress or cosmetics). ~সঞ্চালন same as ~চালন । ~সৌষ্ঠব n. physical grace or beauty or symmetry. ~হানি n. loss of a limb; partial omission or curtailment of anything; mutilation; a defect. ~হীন a. deformed; lacking one or more limbs; (of a work) lacking in perfection, defective; bodiless, formless, incorporeal.
Samsad Bangla Abhidhan
অঙ্গ [ aṅga ] বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তৎসন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ~গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ~চালন, ~সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ~চ্ছেদ, ~চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ~, .জনু বিণ. দেহ থেকে জাত বা উৎপন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। ☐ বি. সন্তান। ~জা বি. বিণ. কন্যা। ~ত্র, ~ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ~ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ~প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ~প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ~বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ~বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ~বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ~বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ~ঙঙ্গ, ~ভঙ্গি, ~ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ~মর্দন বি. গা টেপা, massage, ~মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ~রক্ষা, ~রাখা বি. আংরাখা; জামা। ~রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ~রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ~রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ~সংস্থান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ~সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ~হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ~হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ~হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী।
অঙ্গণ definitions

Samsad Bangla Abhidhan
অঙ্গন, অঙ্গণ [ aṅgana, aṅgaṇa ] বি. 1 আঙিনা, উঠান, প্রাঙ্গণ; 2 যে অপরিবাহী মাধ্যম বিদ্যুৎপ্রবাহকে পৃথক করে, dielectric. [সং. অঙ্গ+ন]।
অঙ্গদ definitions

Samsad Bengali-English Dictionary
অঙ্গদ [ aṅgada ] n an ornamental armlet, bracelet, etc.; son of Bali, the monkey-king of Kishkindhya (Ramayana).
Samsad Bangla Abhidhan
অঙ্গদ [ aṅgada ] বি. 1 কেয়ূর বাজু প্রভৃতি অলংকার; 2 কিস্কিন্ধ্যাধিপতি বালির পুত্র। [সং. অঙ্গ+√দৈ+অ]।
অঙ্গন definitions

Samsad Bengali-English Dictionary
অঙ্গন [ aṅgana ] n a courtyard, the compound of a house.
Samsad Bangla Abhidhan
অঙ্গন, অঙ্গণ [ aṅgana, aṅgaṇa ] বি. 1 আঙিনা, উঠান, প্রাঙ্গণ; 2 যে অপরিবাহী মাধ্যম বিদ্যুৎপ্রবাহকে পৃথক করে, dielectric. [সং. অঙ্গ+ন]।
অঙ্গী definitions

Samsad Bengali-English Dictionary
অঙ্গী [ aṅgī ] a having a body or form, corporeal; whole; fitted with limbs.
Samsad Bangla Abhidhan
অঙ্গী [ aṅgī ] (-ঙ্গিন্) বিণ. দেহবিশিষ্ট, শরীরী। [সং. অঙ্গ+ইন্]।

Processing time: 1.74 s