Off by 2 letters:
গুজরত definitions

Samsad Bengali-English Dictionary
গুজরত [ gujarata ] prep through, by. গুজরত খোদ through one's own self, personally.
Samsad Bangla Abhidhan
গুজ-রত [ guja-rata ] অব্য. ক্রি-বিণ. মারফত, হাতে, মাধ্যমে, হাত দিয়ে। [ফা. গুজার্দা]।
গুজরা definitions

Samsad Bangla Abhidhan
গুজরা, গুজরানো [ gujarā, gujarānō ] ক্রি. বি. যাপন করা, অতিবাহিত করা (দিন গুজরানো)। [হি. √গুজর্না < ফা. গুজ্রান]। গুজরান (উচ্চা. গুজ্রান্) বি. যাপন, অতিবাহন; জীবিকানির্বাহ; কাটানো (এই টাকায় কোনোক্রমে আমার দিন গুজরান হয়)।
গুজরি definitions

Samsad Bangla Abhidhan
গুজরি, গুজরি-পঞ্চম [ gujari, gujari-pañcama ] বি. 1 গাছের পোকাবিশেষ; 2 প্রাচীন ভারতে ব্যবহৃত পায়ের অলংকারবিশেষ। [ধ্বন্যা. গুঞ্জরন > গুজরি + পঞ্চম]।
হুজুর definitions

Bangla-Tangla Dictionary
হুজুর – an honorary form of address
Samsad Bengali-English Dictionary
হুজুর [ hujura ] n a term for addressing a prince, a judge, a master etc.; Your Majesty, Your Highness, Your honour, My Lord, Your Excellency, Your Reverence, Sir etc.; a master, an honoured person; the presence of a prince, judge, master etc. (হুজুরে হাজির).
Samsad Bangla Abhidhan
হুজুর [ hujura ] বি. নৃপতি বিচারপতি মনিব প্রভৃতিকে সম্মানসূচক সম্বোধন; প্রভু, প্রভুর নিকট (হুজুরে হাজির)। [আ. হুজুর]। যো হুজুর হুজুর যা বলেন তাই ঠিক বা তাই হবে; মোসাহেবি বি গোলামি; মোসাহেব বা গোলাম।
Off by 3 letters:
গজ definitions

Samsad Bengali-English Dictionary
গজ1 [ gaja1 ] n gauze (ঘায়ের মধ্যে গজ ঢোকানো) গজ ঢোকানো v. to put a piece of gauze into. গজ2 [ gaja2 ] n a protuberance, a swelling (মাথায় গজ বেরিয়েছে); a sprout (ঝুনো নারকেলটার গজ বেরিয়েছে). গজ বার হওয়া v. to protu berate, to have a swelling; to sprout. গজ3 [ gaja3 ] n a measure of length equal to 3 feet. a yard. 91.5 cm or .9144 m. ☐ a. measuring a yard (একগজ কাপড়, পাঁচগজ লম্বা). ~কাঠি n. a yardstick. গজি same as গজ3 (a). গজ4 [ gaja4 ] n the elephant; (in chess) the bishop; a very small variety of worm (গজভুক্ত কপিত্থ). ~কচ্ছপ n. (myth.) two brothers, who contended with each other for the possession of their paternal wealth, were turned into a huge elephant and a huge tortoise, in their new shapes too they went on fighting frightfully and relentlessly; (fig.) two terrible contestants; (hum.) a man of elephantine build. গজকচ্ছপের যুদ্ধ (fig.) a relentless encounter between equals; Greek meeting Greek. ~কুম্ভ n. a globular appendage on the forehead of the elephant ~গতি, ~গমন n. slow and majestic or stately gait (of a well-built person) resembling that of an elephant. ☐ a. moving majestically like an elephant. ~গামিনী a. fem. mounted on an elephant; moving majestically like an elephant. ☐ n. such a woman or girl. masc. (a. & n.). ~গামী । ~ঘন্টা n. a bell tied round an elephant's neck to warn the passers-by from a distance. ~চক্ষু n. a very small and squint eye. ☐ a. one with such an eye. ~দন্ত1 n. ivory. ~দন্ত2 n. an extra tooth (of a man) growing in front of another. ~ন্দর a. very big; fat; pot-bellied. ~পতি n. a leader amongst the wild elephants. ~বীথি n. an orderly line of elephants. ~ভুক্ত a. eaten by an elephant; eaten by a small worm called গজ (see above). ~ভুক্তকপিত্থবৎ a. & adv. like a sour wood-apple eaten up by worms (a গজ worm enters unnoticeably into a sour wood-apple and eats up the whole of its kernel); (fig.) utterly hollow though looking full. ~মোতি , (inc.) ~মতি, ~মুক্তা n. any of the costly pearls which, according to fables, are shed from an elephant's head. ~যূথ n. a herd of elephants. ~রাজ same as গজপতি ।
Samsad Bangla Abhidhan
গজ1 [ gaja1 ] বি. দুই হাত বা 36 ইঞ্চি পরিমাণ মাপবিশেষ। ☐ বিণ. ওই মাপের (দুই গজ কাপড়)। [তু. সং. 'সাধারণ নরাঙ্গুল্যা ত্রিংশদঙ্গুলকো গজঃ']। ~কাঠি বি. এক গজ মাপের কাঠি। গজি বিণ. এক গজ পরিমাণবিশিষ্ট (পাঁচগজি কাপড়)। গজ2 [ gaja2 ] বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ~কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্থূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্থায়ী যুদ্ধ। ~কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ~গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। ☐ বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ~গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ~গামিনী। ~ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ~চক্ষু বি. ঈষৎ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ~দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ~পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ~বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ~ভুক্ত-কপিত্থ-বৎ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ~মোতি, ~মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)।
গজরা definitions

Samsad Bangla Abhidhan
গজরা [ gajarā ] ক্রি. চাপা গর্জন করা; বৃথা আক্রোশে গজগজ করা (খাঁচায় বাঘটা গজরাচ্ছে). [< সং. √গর্জ্ (বাং. গজ্র ধ্বনিবিপর্যয়ে) + আ]। ~নো ক্রি. গজরা। ☐ বি. গর্জন। গজরানি বি. চাপা গর্জন।
গর definitions

Samsad Bengali-English Dictionary
গর [ gara ] pfx denoting: negation (গরহাজির); disparity, want (গরমিল); non-, disetc.
Samsad Bangla Abhidhan
গর [ gara ] অব্য. (পূর্বপদে) অভাব, বৈপরীত্য, নঞ্ (-ন) ইত্যাদি সূচক (গররাজি, গরহাজির)। [আ. গয়র্]।
গাজর definitions

Samsad Bengali-English Dictionary
গাজর [ gājara ] n carrot.
Samsad Bangla Abhidhan
গাজর [ gājara ] বি. মুলোর মতো ধন্যাকগোত্রীয় গাছের ভক্ষ্য মূলবিশেষ, carrot. [সং. গর্জর]।
গু definitions

Samsad Bengali-English Dictionary
গু [ gu ] n faeces, ordure, stool; dung, drop pings. ~খোরি, ~খুরি n. an abominable deed; an inexcusable folly; a glaring or gross mistake, a blunder.
Samsad Bangla Abhidhan
গু [ gu ] বি. বিষ্ঠা, মল। [সং. গু]। ~খোর বি. (গালিবিশেষ) যে গু খায়। ~খুরি, ~খোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. 1 গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); 2 গু থেকে উৎপন্ন (গুয়ে পোকা)।
গুঁজ definitions

Bangla-Tangla Dictionary
shadhu 2nd person ordinary present simple tense of গোঁজা: গোঁজা – to thrust into, to stuff into

shadhu 2nd person ordinary present imperative tense of গোঁজা:
গোঁজা – to thrust into, to stuff into

Samsad Bengali-English Dictionary
shadhu 2nd person ordinary present simple tense of গোঁজা: গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] v to drive into, to plant into, to thrust into, to insert; to bend down wards or hide (মুখ গোঁজা). ☐ n. act of driving or planting or thrusting into, insertion; act of bending downwards or hiding; a thing inserted into, an insertion; a wisp of straw inserted into an old thatch for repairing it; an undue insertion to balance up an account. (হিসেবে গোঁজা দেওয়া). ☐ a. inserted into; bent downwards or concealed. shadhu 2nd person ordinary present imperative tense of গোঁজা: গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] v to drive into, to plant into, to thrust into, to insert; to bend down wards or hide (মুখ গোঁজা). ☐ n. act of driving or planting or thrusting into, insertion; act of bending downwards or hiding; a thing inserted into, an insertion; a wisp of straw inserted into an old thatch for repairing it; an undue insertion to balance up an account. (হিসেবে গোঁজা দেওয়া). ☐ a. inserted into; bent downwards or concealed.
Samsad Bangla Abhidhan
shadhu 2nd person ordinary present simple tense of গোঁজা: গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] ক্রি. 1 ঢোকানো (মাথা গুঁজবার জায়গা); 2 পোঁতা (পেরেক গোঁজা); 3 এঁটে রাখা, স্থাপন করা (কানে কলম গোঁজা) ; 4 লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা); 5 নিচু করা (মুখ গোঁজা)। ☐ বি. 1 অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়। ☐ বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন। [বাং. √গুঁজ্ + আ]। ~মিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া। shadhu 2nd person ordinary present imperative tense of গোঁজা: গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] ক্রি. 1 ঢোকানো (মাথা গুঁজবার জায়গা); 2 পোঁতা (পেরেক গোঁজা); 3 এঁটে রাখা, স্থাপন করা (কানে কলম গোঁজা) ; 4 লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা); 5 নিচু করা (মুখ গোঁজা)। ☐ বি. 1 অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়। ☐ বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন। [বাং. √গুঁজ্ + আ]। ~মিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া।
গুঁজুক definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present imperative tense of গোঁজা: গোঁজা – to thrust into, to stuff into
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present imperative tense of গোঁজা: গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] v to drive into, to plant into, to thrust into, to insert; to bend down wards or hide (মুখ গোঁজা). ☐ n. act of driving or planting or thrusting into, insertion; act of bending downwards or hiding; a thing inserted into, an insertion; a wisp of straw inserted into an old thatch for repairing it; an undue insertion to balance up an account. (হিসেবে গোঁজা দেওয়া). ☐ a. inserted into; bent downwards or concealed.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present imperative tense of গোঁজা: গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] ক্রি. 1 ঢোকানো (মাথা গুঁজবার জায়গা); 2 পোঁতা (পেরেক গোঁজা); 3 এঁটে রাখা, স্থাপন করা (কানে কলম গোঁজা) ; 4 লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা); 5 নিচু করা (মুখ গোঁজা)। ☐ বি. 1 অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়। ☐ বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন। [বাং. √গুঁজ্ + আ]। ~মিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া।
গুঁজুন definitions

Bangla-Tangla Dictionary
2nd person respectful present imperative tense of গোঁজা: গোঁজা – to thrust into, to stuff into
Samsad Bengali-English Dictionary
2nd person respectful present imperative tense of গোঁজা: গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] v to drive into, to plant into, to thrust into, to insert; to bend down wards or hide (মুখ গোঁজা). ☐ n. act of driving or planting or thrusting into, insertion; act of bending downwards or hiding; a thing inserted into, an insertion; a wisp of straw inserted into an old thatch for repairing it; an undue insertion to balance up an account. (হিসেবে গোঁজা দেওয়া). ☐ a. inserted into; bent downwards or concealed.
Samsad Bangla Abhidhan
2nd person respectful present imperative tense of গোঁজা: গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] ক্রি. 1 ঢোকানো (মাথা গুঁজবার জায়গা); 2 পোঁতা (পেরেক গোঁজা); 3 এঁটে রাখা, স্থাপন করা (কানে কলম গোঁজা) ; 4 লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা); 5 নিচু করা (মুখ গোঁজা)। ☐ বি. 1 অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়। ☐ বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন। [বাং. √গুঁজ্ + আ]। ~মিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া।
গুখুরি definitions

Samsad Bengali-English Dictionary
গু [ gu ] n faeces, ordure, stool; dung, drop pings. ~খোরি, ~খুরি n. an abominable deed; an inexcusable folly; a glaring or gross mistake, a blunder.
Samsad Bangla Abhidhan
গু [ gu ] বি. বিষ্ঠা, মল। [সং. গু]। ~খোর বি. (গালিবিশেষ) যে গু খায়। ~খুরি, ~খোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. 1 গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); 2 গু থেকে উৎপন্ন (গুয়ে পোকা)।
গুজ-রত definitions

Samsad Bangla Abhidhan
গুজ-রত [ guja-rata ] অব্য. ক্রি-বিণ. মারফত, হাতে, মাধ্যমে, হাত দিয়ে। [ফা. গুজার্দা]।
গুজগুজ definitions

Samsad Bengali-English Dictionary
গুজগুজ [ gujaguja ] int expressing muttering or whispering. গুজগুজ করা v. to whisper; to confer secretly. গুজগুজানি n. whispering, talking in whispers; act of conferring secretly. গুজগুজে a. one who does not speak out one's mind frankly; whispering.
Samsad Bangla Abhidhan
গুজ-গুজ [ guja-guja ] অব্য. 1 নিচু কণ্ঠে পরস্পর আলাপ; 2 গোপন পরামর্শ (তখন থেকে দুজনে কী এত গুজগুজ করছ?)। [দেশি.-তু. সং. √গুজ্ (শব্দ করা)]। গুজ-গুজে বিণ. মনের কথা স্পষ্ট করে প্রকাশ করে না এমন (গুজগুজে স্বভাব)। গুজ-গুজানি বি. গোপন পরামর্শ; নিচু স্বরে কথাবার্তা।
গুজব definitions

Bangla-Tangla Dictionary
গুজব – gossip
Samsad Bengali-English Dictionary
গুজব [ gujaba ] n a rumour; hearsay. গুজব ছড়ানো, গুজব রটানো v. to spread rumour. গুজব আছে (যে) there is a rumour (that), a rumour goes. গুজব রটনাকারী n. a rumour-monger.
Samsad Bangla Abhidhan
গুজব [ gujaba ] বি. 1 জনরব, মুখে মুখে রটে-যাওয়া কথা; 2 ভিত্তিহীন প্রচার, মিথ্যা রটনা (ওসব গুজবে কান দিয়ো না)। [আ. গওয, হি. গুজফ্]। গুজব ওঠা ক্রি. বি. গুজবের সৃষ্টি হওয়া। গুজব ছড়ানো, গুজব রটা ক্রি. বি. 1 গুজব প্রচারিত হওয়া ; 2 গুজব প্রচার করা।
গুজরতি definitions

Samsad Bengali-English Dictionary
গুজরতি [ gujarati ] n a smaller variety of cardamom.
গুজরাট definitions

Bangla-Tangla Dictionary
গুজরাট [variant of গুজরাত]; Gujarat
Samsad Bangla Abhidhan
গুজরাট, গুজরাত [ gujarāṭa, gujarāta ] বি. প্রাচীন গুর্জর রাষ্ট্র; ভারতরাষ্ট্রের পশ্চিমদিকস্থ অঙ্গরাজ্যবিশেষ। গুজরাটি, গুজরাতি বি. গুজরাতের ভাষা বা অধিবাসী। ☐ বিণ. গুজরাতসম্বন্ধীয়; গুজরাতের; গুজরাতে উৎপন্ন।
গুজরাত definitions

Bangla-Tangla Dictionary
গুজরাত – Gujarat
Samsad Bangla Abhidhan
গুজরাট, গুজরাত [ gujarāṭa, gujarāta ] বি. প্রাচীন গুর্জর রাষ্ট্র; ভারতরাষ্ট্রের পশ্চিমদিকস্থ অঙ্গরাজ্যবিশেষ। গুজরাটি, গুজরাতি বি. গুজরাতের ভাষা বা অধিবাসী। ☐ বিণ. গুজরাতসম্বন্ধীয়; গুজরাতের; গুজরাতে উৎপন্ন।
গুজরান definitions

Samsad Bangla Abhidhan
গুজরা, গুজরানো [ gujarā, gujarānō ] ক্রি. বি. যাপন করা, অতিবাহিত করা (দিন গুজরানো)। [হি. √গুজর্না < ফা. গুজ্রান]। গুজরান (উচ্চা. গুজ্রান্) বি. যাপন, অতিবাহন; জীবিকানির্বাহ; কাটানো (এই টাকায় কোনোক্রমে আমার দিন গুজরান হয়)।

Processing time: 0.67 s