Off by 2 letters:
ফুস definitions

Samsad Bangla Abhidhan
ফুস [ phusa ] বিণ. (কথ্য) অদৃশ্য, অসার, কিছুই নেই এমন (এতগুলো টাকা এরই মধ্যে ফুস হয়ে গেল?)। [ধ্বন্যা.]।
সুর definitions

Bangla-Tangla Dictionary
সুর – tune (+ করা = to hum)
Samsad Bengali-English Dictionary
সুর1 [ sura1 ] n voice; (mus.) tone, note, pitch, a strain, key. সুর করা v. to tune (as a musical instrument); to tune up; to set to music (গানে সুর করা); (often dero.) to modulate voice as in singing (সুর করে পড়া). সুর দেওয়া v. to set to music. সুর বদলানো v. to change the tune of (a musical instrument); to pass to another tune or pitch in singing; (fig.) to change one's tune, to sing to another tune; (fig.) to retract one's word. সুর বাঁধা v. to tune up; to adjust the strings etc. (of a musical instrument) to the right pitch. সুর ভাঁজা v. to hum a note or strain or tune. ~জ্ঞান, ~বোধ n. ability to appreciate musical pitch. ~বোধহীন a. tonedeaf. ~বাহার n. a stringed musical instrument akin to the vina (বীণা). ~শিল্পী n. versed in the art of music; an artiste. ~স্রষ্টা n. a composer. সুর2 [ sura2 ] n a god, a deity; the sun. ~কন্যা n. a daughter of a god; a celestial female. ~গুরু n. Brihaspati (বৃহস্পতি) the preceptor of gods. ~ধুনি, ~নদী n. the Ganges as flowing in heaven under the name of মন্দাকিনী । ~পতি same as সুরেন্দ্র । ~পুর, ~পুরী, ~লোক n. the abode of gods. ~বালা same as সুরকন্যা । ~রিপু n. the enemy of gods; the demon. ~সুন্দরী same as সুরাঙ্গনা ।
Samsad Bangla Abhidhan
সুর1 [ sura1 ] বি. 1 স্বর (নাকি সুর); 2 সংগীতে নিয়ন্ত্রিত ধ্বনি (গানের বা বাঁশির সুর)। [সং. স্বর]। ~ফাঁক-তাল বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ। ~বাহার বি. বাদ্যযন্ত্রবিশেষ। [সং. সূর + ফা. বহার]। ~বোধ বি. সংগীতে সুরের বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞান। ~সপ্তক বি. সা রে গা মা পা ধা নি-স্বরগ্রামের এই সাতটি ধ্বনি। সুর2 [ sura2 ] বি. 1 দেবতা, অমর; 2 সূর্য। [সং. √ সু + র]। ~কন্যা বি. 1 দেববালা; 2 স্বর্গের কুমারী। ~গুরু বি. বৃহস্পতি। ~তরু বু. কল্পবৃক্ষ। ~ধুনী, ~নদী বি. দেবনদী, গঙ্গা। ~পতি বি. দেবরাজ ইন্দ্র। ~পুর, ~পুরী বি. স্বর্গ, অমরাবতী। ~বালা বি. সুরকন্যা -র অনুরূপ। ~লোক বি. স্বর্গ। ~সরিৎ, ~সিন্ধু বি. গঙ্গা নদী। সুরর্ষি বি. নারদ প্রভৃতি দেবর্ষি। [সং. সুর + ঋষি]। ~সুন্দরী, সুরাঙ্গনা বি. অপ্সরা। সুরাসুর বি. দেবতা ও দানব, দেবাসুর। সুরধুনী, সুরনদী, সুরপতি [ suradhunī, suranadī, surapati ] দ্র সুর2 সুরফাঁকতাল [ suraphān̐katāla ] দ্র সুর1 সুরবাহার [ surabāhāra ] দ্র সুর1 সুরবোধ [ surabōdha ] দ্র সুর1 সুরলোক [ suralōka ] দ্র সুর2 সুরসরিৎ, সুরসিন্ধু, সুরসুন্দরী [ surasarit, surasindhu, surasundarī ] দ্র সুর2 সুরাঙ্গনা, সুরাসুর [ surāṅganā, surāsura ] দ্র সুর2
Off by 3 letters:
অসুর definitions

Samsad Bengali-English Dictionary
অসুর [ asura ] n (myth.) one of a superhuman race hostile to gods, (cp.) a Titan; a demon; a giant; a monster; (fig.) a man of gigantic appearance or superhuman strength, a monster of a man. fem. অসুরী ।
Samsad Bangla Abhidhan
অসুর [ asura ] বি. হিন্দু পুরাণোক্ত দেবশত্রু মহাবল জাতিবিশেষ; দৈত্য, দানব (বেদের প্রাচীনতর অংশে এবং পারসিক আবেস্তায় অসুর > অহূর = দেবতা)। [সং. ন + সুর]। আসুর, আসুরিক বিণ. অসুরের তুল্য; অসুরসম্পর্কিত। স্ত্রী. অসুরী।
আসুর definitions

Samsad Bengali-English Dictionary
আসুর, আসুরিক [ āsura, āsurika ] a of or like the mythological demons, (cp.) Titanic; of or like a demon, demoniac; giant-like, gigantic, titanic; terrible; vile; unholy. fem. আসুরী, আসুরিকী । আসুর বিবাহ, আসুরিক বিবাহ a form of marriage in which the bridegroom purchases the bride from her parents in exchange of money.
Samsad Bangla Abhidhan
অসুর [ asura ] বি. হিন্দু পুরাণোক্ত দেবশত্রু মহাবল জাতিবিশেষ; দৈত্য, দানব (বেদের প্রাচীনতর অংশে এবং পারসিক আবেস্তায় অসুর > অহূর = দেবতা)। [সং. ন + সুর]। আসুর, আসুরিক বিণ. অসুরের তুল্য; অসুরসম্পর্কিত। স্ত্রী. অসুরী। আসুর, আসুরিক [ āsura, āsurika ] বিণ. 1 অসুরসম্বন্ধীয়; 2 অসুরতুল্য (আসুরিক শক্তি); 3 গর্থিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); 4 অপবিত্র; 5 ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে।
কসুর definitions

Samsad Bengali-English Dictionary
কসুর [ kasura ] n a fault, an offence; a defect, a shortcoming; want or lack; an omission; neglect; a failing. কসুর করা v. to commit an offence; to fail or neglect to do.
Samsad Bangla Abhidhan
কসুর [ kasura ] বি. 1 দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন); 2 ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই); 3 অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)। [আ. ক'সূর]।
টুসু definitions

Samsad Bengali-English Dictionary
টুসু [ ṭusu ] n a kind of folk song of Bengal.
Samsad Bangla Abhidhan
টুসু [ ṭusu ] বি. পল্লিবাংলার লৌকিক উৎসববিশেষ; পৌষ মাসের লৌকিক উৎসববিশেষ। [দেশি-তু. সং. তুষ]।
ফতুর definitions

Samsad Bengali-English Dictionary
ফতুর [ phatura ] a having all one's money exhausted; pauperized, penniless, (sl.,) broke. ফতুর হওয়া v. to have all one's money wasted; to be a broke; to be pauperized or penniless.
Samsad Bangla Abhidhan
ফতুর [ phatura ] বিণ. নিঃস্ব, সর্বস্বান্ত (বাবুগিরি করতে গিয়েই ফতুর হয়েছে)। [আ. ফুতুর]।
ফর definitions

Bangla-Tangla Dictionary
ফর [English] for
ফস definitions

Samsad Bengali-English Dictionary
ফস [ phasa ] int denoting: unguardedness, abruptness; swiftness etc.
Samsad Bangla Abhidhan
ফস [ phasa ] বি. 1 অসাবধানতা আকস্মিকতা বা অতিদ্রুততাসূচক ভাব (ফস করে কথাটা বলে ফেলল); 2 আওয়াজ বিশেষ (ফস করে দেশলাইকাঠি জ্বালা)। [ধ্বন্যা]।
ফুকর definitions

Samsad Bangla Abhidhan
ফুকর, (কথ্য) ফোকর [ phukara, (kathya) phōkara ] বি. ছিদ্র, গর্ত (ফাঁকফোকর, ইঁদুরটা ফোকরের মধ্যে ঢুকে গেল)। [সং. ভূক (ভূকর্) > ফুকর (?) তু. হি. ফোঁক (ছিদ্র)]। ফোকর [ phōkara ] বি. গাছ দেওয়াল প্রভৃতিতে ফাটল ফাঁক বা গর্ত। ('পাঁচিলের ফোকর গলে': নজরুল)। [ফুকর দ্র]।
ফুফু definitions

Samsad Bangla Abhidhan
ফুফা, কথ্য ফুপা [ phuphā, kathya phupā ] বি. (বাঙালি মুসলমানদের মধ্যে প্রচলিত) পিসে, পিসেমশায়। [হি. ফুফা]। ফুফু, (কথ্য) ফুপু বি. (স্ত্রী.) পিসি। ~তো বিণ. পিসতুতো।
ফুরন definitions

Samsad Bengali-English Dictionary
ফুরন [ phurana ] n piecework.
Samsad Bangla Abhidhan
ফুরন [ phurana ] বি. দৈনিক মজুরির পরিবর্তে পুরো কাজের মোট মজুরি হিসাবে চুক্তি, ঠিকা চুক্তি (ফুরনে কাজ করা)। [সং. পূরণ]।
ফুরফুর definitions

Samsad Bengali-English Dictionary
ফুরফুর [ phuraphura ] int denoting: gentle blowing of the wind: mild fluttering of light things (such as a flag, paper or hair) in the wind. ফুরফুরে a. gently blowing; fluttering.
Samsad Bangla Abhidhan
ফুর-ফুর [ phura-phura ] বি. 1 মৃদুমন্দ বায়ুপ্রবাহের ভাব; 2 বাতাসে চুল কাপড় প্রভৃতি পাতলা ও হালকা পদার্থের ওড়ার ভাব। [ধ্বন্যা.]। ফুর-ফুরে বিণ. 1 ফুরফুর করে এমন; 2 লঘু ও মনোরম (ফুরফুরে হাওয়া)।
ফুরা definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ফুরানো: ফুরানো [variant of ফুরোনো]; to run out of something
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of ফুরানো: ফুরানো [ phurānō ] v to terminate, to end (দিন ফুরানো, পথ ফুরানো) ; to conclude, to close (গল্প ফুরানো) ; to be spent or exhausted or consumed (টাকা বা শক্তি বা খাবার ফুরানো) ; to cease to exist, to be lost (আশা ফুরানো) .
Samsad Bangla Abhidhan
ফুরা [ phurā ] ক্রি. ফুরানো। [সং. পূরি]। ~নো ক্রি. বি. 1 শেষ বা অবসান হওয়া (দিন ফুরানো); 2 সমাপ্ত হওয়া (গল্প ফুরানো); 3 ব্যয়িত বা নিঃশেষ হওয়া (টাকা ফুরানো); 4 ফুরন করা, ঠিকে চুক্তি করা (মজুরি ফুরানো)। ফুরিয়ে যাওয়া ক্রি. বি. ফুরানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। 2nd person intimate present imperative tense of ফুরানো: ফুরা [ phurā ] ক্রি. ফুরানো। [সং. পূরি]। ~নো ক্রি. বি. 1 শেষ বা অবসান হওয়া (দিন ফুরানো); 2 সমাপ্ত হওয়া (গল্প ফুরানো); 3 ব্যয়িত বা নিঃশেষ হওয়া (টাকা ফুরানো); 4 ফুরন করা, ঠিকে চুক্তি করা (মজুরি ফুরানো)। ফুরিয়ে যাওয়া ক্রি. বি. ফুরানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
ফুরো definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ফুরোনো: ফুরোনো – to run out of something
ফুলুরি definitions

Samsad Bengali-English Dictionary
ফুলুরি [ phuluri ] n a kind of cake made of powdered pigeon-pea or gram.
Samsad Bangla Abhidhan
ফুলুরি [ phuluri ] বি. বেসনের বড়াভাজাবিশেষ। [হি. ফুলৌরি]।
ফুস-কুরি definitions

Samsad Bangla Abhidhan
ফুস-কুড়ি, ফুস-কুরি [ phusa-kuṛi, phusa-kuri ] বি. ছোটো ফোঁড়া, ফোসকা বা ব্রণ। [তু. সং. স্ফোটক]।
ফুসফুস definitions

Samsad Bengali-English Dictionary
ফুসফুস [ phusaphusa ] n the lung. ফুসফুস-ধমনী n. the pulmonary artery. ফুসফুস-প্রদাহ n. inflammation of the lungs; pneumonia. ফুসফুসীয় a. pulmonary. ফুসফুসীয় সংবহন pulmonary circulation.
Samsad Bangla Abhidhan
ফুস-ফুস1 [ phusa-phusa1 ] বি. জীবদেহের শ্বাসযন্ত্র, lung. [সং. ফুপ্ফুস]। ~প্রদাহ বি. 1 ফুসফুসের যন্ত্রণা; 2 নিউমোনিয়া রোগ। ফুস-ফুস2 [ phusa-phusa2 ] বি. ফিসফিস, ফিসফিস শব্দে কথা। [ধ্বন্যা.]।
মসুর definitions

Samsad Bangla Abhidhan
মসুর, মসুরি, মুসুরি [ masura, masuri, musuri ] বি. লাল রঙের ডালবিশেষ।[সং. √ মস্ + উর, বাং + ই]।
মুসুরি definitions

Samsad Bengali-English Dictionary
মুসুরি [ musuri ] n lentil.
Samsad Bangla Abhidhan
মসুর, মসুরি, মুসুরি [ masura, masuri, musuri ] বি. লাল রঙের ডালবিশেষ।[সং. √ মস্ + উর, বাং + ই]।

Processing time: 2.08 s