পড়েনি definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary negative present perfect tense of পড়া: পড়া – to read, to fall (পড়ে শোনানো = to read aloud)
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary negative present perfect tense of পড়া: পড়া1 [ paṛā1 ] v to fall, to drop (বৃষ্টি পড়া); to fall down, to drop down (পড়ে যাওয়া, তাল পড়া); to lean to (গায়েপড়া); (as an aux.) to perform an action (ঘুমিয়ে পড়া); to come to, to fall into (দুঃখে পড়া); to be uncultivated (জমি পড়ে থাকা); to be vacant or unoccupied (বাড়ি পড়ে থাকা); to stay or remain (পিছনে পড়া); to be unpaid or unrealized, to get into arrears (অনেক টাকা পড়ে আছে); to be outstanding (কাজ পড়ে থাকা); to set in, to begin, to ensue (আকাল পড়া); to attack, to raid (ডাকাত পড়া); to infest (পোকা পড়া); to be at tacked (রোগে পড়া); to be caught (in) (জালে পড়া, দায়ে পড়া); to be affected with, to contact, to incur (মরচে পড়া, টাক পড়া, দায়ে পড়া); to arrive or appear (গিয়ে পড়া); to come across or fall upon (পথে পড়া); to set in for a spell (ঠান্ডা পড়া); to come upon, to strike, to occur (মনে পড়া = to call to mind); to require or involve or to involve an expenditure (অনেক টাকা পড়বে); to exude, to ooze, to flow out (রক্ত পড়া, রস পড়া, লাল পড়া); to fall off, to shed or to be shed, to fall (দাঁত পড়া, পাতা পড়া); to be placed (পাত পড়া); to be served (পাতে খাবার পড়া); to be paralyzed (অঙ্গ পড়ে যাওয়া); to come to a close, to decline (বেলা পড়া); to terminate; to be applied or set (হাত পড়া); to be allayed (রাগ পড়া); to be abated, to decrease (তেজ পড়া); to be directed or cast or set (চোখ পড়া); to be attracted (মন পড়া); to go into, to take in (পেটে পড়া); to be born (পেট থেকে পড়া); to be married (মেয়েটি বড় ঘরে পড়েছে). ☐ a. fallen, dropped; fallen down, dropped down; leaning to (গায়ে পড়া); hanging loose (ঝুলে-পড়া চামড়া); fallen into (বিপদে পড়া লোক); uncultivated or fallow; unoccupied, vacant; deserted (পড়া বাড়ি); staying, remaining, laid down (বিছানায় পড়া লোক); attacked; infested; caught; affected with; lying unclaimed or met with by chance (পড়া টাকা); abandoned, derelict (পড়া মাল). ~নো v. to cause to fall or drop or lean to or in fest or be attacked or be affected with or require or involve or involve an expenditure of or be turned or be directed or be cast or be set or be attracted or enter. পড়ে পড়ে কিল বা মার খাওয়া to take constant insult or suffer oppression without retaliation. পড়ে-পাওয়া v. to come upon something unexpectedly; to get a thing by chance and unexpectedly. পড়ে-পাওয়া a. got by chance and unexpectedly; that which has been obtained unexpectedly. See also পাওয়া । বাজারে পড়তে না পাওয়া to have a ready market, to go or sell like hot cakes. 3rd person ordinary negative present perfect tense of পড়া: পড়া2 [ paṛā2 ] v to read, to go through, to peruse; to study; to recite (মন্ত্র পড়া, হলফ পড়া). ☐ n. reading, perusal; study; recital, recitation; an instalment of lesson, lesson, exercise. ☐ a. that which has been read, perused; studied; recited. পড়া করা v. to learn or prepare one's lessons. পড়া ধরা, পড়া নেওয়া v. to test whether one can say one's lessons. পড়া দেওয়া, পড়া বলা v. to say one's lessons. (কারও) কাছে পড়া v. to read, to take lessons from. পড়ে শোনানো v. to read to. বিদ্যালয়ে পড়তে যাওয়া to go to school. ~নো v. to teach; to cause to read or study or recite; to instruct, prepare by (repeated) instruction, to tutor, to rehearse, to prime (সাক্ষি পড়ান). পড়ার ঘর n. a study; a reading room. পড়ার নেশা n. a great liking for or attachment to reading; love of reading. ~শোনা n. study; academic education, schooling. পড়াশোনা করা v. to study; to have one's schooling; to learn one's lessons. পড়াশোনায় মন থাকা to take care of one's lessons or studies, to be mindful of one's lessons or studies.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary negative present perfect tense of পড়া: পড়া1 [ paṛā1 ] বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্থা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া ('বেলা পড়ে' আসে, বধূ চলে ঘাটে': য. সে); 1 থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া); 15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে); 2 উৎপাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে); 21 শান্ত হওয়া (রাগ পড়েছে); 22 কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে); 23 নিবদ্ধ বা স্থাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে); 24 খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে); 25 বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে); 26 অবনতি হওয়া (তাদের অবস্থা পড়ে গেছে); 27 হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে); 28 বিপন্ন হওয়া, কঠিন অবস্থাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে); 29 মিলিত হওয়া (নদী সাগরে পড়ে); 3 উৎপন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)। ☐ বিণ. পতিত (নুয়ে-পড়া ডাল); পরিত্যক্ত (পড়া মাল)। [প্রাকৃ. পঢ় (সং. √ পৎ) + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 পাতিত করা; 2 ধরানো, লাগানো; 3 উৎপন্ন করা (ছাতা পড়ানো, কালশিটে পড়ানো); 4 তৈরি করা (কাজল পড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। পড়ে-পড়ে মার খাওয়া ক্রি. বি. নীরবে বা বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করা। পড়ে-পাওয়া বিণ. 1 কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)। 3rd person ordinary negative present perfect tense of পড়া: পড়া2 [ paṛā2 ] বি. 1 অধ্যয়ন, পঠন (এত বছরেও পড়া শেষ হল না?); 2 আবৃত্তি, নির্ধারিত পাঠ (জোরে জোরে পড়া তৈরি করো)। ☐ ক্রি. 1 পাঠ করা, অধ্যয়ন করা (বই পড়ছি, সে স্কুলে পড়ে); 2 আবৃত্তি করা (মন্ত্র পড়ছে)। ☐ বিণ. 1 পঠিত (এ তো পড়া বই); 2 যে পড়েছে (কলেজে-পড়া মেয়ে)। [প্রাকৃ. পঢ় > বাং. পড় + আ]। পড়া করা ক্রি. বি. নির্ধারিত পাঠ অভ্যাস করা বা শেখা। পড়া ধরা, পড়া নেওয়া ক্রি. বি. পাঠ ঠিকমতো অভ্যস্ত বা শেখা হয়েছে কি না তা পরীক্ষা করা। ~নো বি. ক্রি. 1 বিদ্যা শিক্ষা দেওয়া; 2 অধ্যাপনা করা (কলেজে পড়ানো); 3 আবৃত্তি করানো (মন্ত্র পড়ানো); 4 মন্ত্রণা দেওয়া (উকিল সাক্ষীকে দিনরাত পড়াচ্ছে); 5 বুলি শেখানো (পাখিকে পড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ~শুনা, ~শোনা বি. লেখাপড়া; অধ্যয়ন, বিদ্যা।

Processing time: 2.33 s