চার definitions

Bangla-Tangla Dictionary
চার – 4, four

genitive of চা:
চা – tea

Samsad Bengali-English Dictionary
চার2 [ cāra2 ] n bait (used to entice or catch fish (পুকুরে চার ফেলা); the part of a pond where bait has been dropped (চারে মাছ আসছে). চার3 [ cāra3 ] n & a. four. চার-আনা n. a fouth part, one-fourth, a quarter; four annas; a four anna piece. a. one-fourth (চার-আনা অংশ). চার-আনি n. a four-anna piece. ~ইয়ারি a. elicited out of the meeting of four friends. ~কোনা a. square; qudrangular. ~খানা n. four pieces or bits or units. গুণ a. four-times. ~চালা a. having a thatched roof consisting of four parts. ☐ n. a house having such a roof. ~চোখের মিলন the meeting of the eyes of two persons (usu. two lovers). ~চৌকো a. square. ~টা (coll.) ~টে a. four. ☐ n. four o'clock. ~টি a. four; a few or a little. ☐ n. four ~টিখানি a. a little. ~দিক n. four directions or sides or quarters; all directions or sides or quarters or places. ~পায়া, (dial. corrup.) ~পাই n. a kind of four-legged cot (usu. made of bamboo and coconutcoir). চার পায়ে on all fours. ~পেয়ে a. four-legged, four-footed, quadruped. ~পোয়া , (dial.) ~পো a. complete, full. ~ভিত same as চারদিক । ~সন্ধ্যা four evenings; four parts or points of the day, namely, the morning, the noon, the evening and the midnight. চার-হাত এক করা v. to get a couple married, to marry. চার হাতে পায়ে on all fours. genitive of চা: চা [ cā ] n tea. চা খাওয়া, v. to take tea, to drink tea. চা-কর a. planting or producing tea. ☐ n. tea-planter. চা খাওয়ার সময় tea time. চা-দানি n. a tea-tray. চা-বাগান n. a tea-garden, a tea-plantation. চায়ের দোকান a tea-shop. চায়ের পাত্র tea-pot. চায়ের পেটি a tea-chest. চায়ের বাসনকোসন tea-service, tea-set.
Samsad Bangla Abhidhan
চার2 [ cāra2 ] বি. 1 গুপ্তচর; 2 বাঁশের সাঁকো বা পুল। [সং. চর + অ (স্বার্থে)]। চার3 [ cāra3 ] বি. 1 মাছকে আকর্ষণ করার মশলা (পুকুরে চার ফেলা); 2 জলাশয়ের যেখানে ওই মশলা ফেলা হয়েছে (চারে মাছ এসেছে)। [হি. চারা1]। চার4 [ cāra4 ] বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ~কোনা বিণ. চারটি কোণযুক্ত। ~গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ~চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। ☐ বি. ওইরকম ঘর। ~চৌকা, (কথ্য) ~চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ~টা (কথ্য) ~টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। ☐ বিণ. চারখানি (চারটে বই)। ~টি, ~টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যৎসামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ~পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ~পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। ☐ বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্থা করা। চারচালা, চারচৌকা, চারটা, চারটে [ cāracālā, cāracaukā, cāraṭā, cāraṭē ] দ্র চার4 চারপায়া, চারপো, চারপোয়া [ cārapāẏā, cārapō, cārapōẏā ] দ্র চার4 পোয়া1 [ pōẏā1 ] বি. 1 চারভাগের একভাগ, সিকিভাগ (পোয়া মাইল); 2 এক সেরের সিকিভাগ (এক পোয়া দুধ); 3 এক ক্রোশ বা দুই মাইলের সিকিপথ (একপোয়া পথ)। [সং. পাদ]। ~বারো বি. 1 পাশা খেলার দানবিশেষ; 2 (ব্যঙ্গে) পরম সৌভাগ্য; অত্যন্ত সুবিধাজনক অবস্থা। চারপোয়া দ্র চার1 genitive of চা: চা [ cā ] বি. 1 প্রধানত চীন, ভারত প্রভৃতি এশীয় দেশে উৎপন্ন এবং বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ গাছবিশেষ বা তার পাতা; 2 সেই পাতা থেকে প্রস্তুত প্রসিদ্ধ ও জনপ্রিয় পানীয়। [চৈ. চা]। চা-কর বি. বিণ. চা-উৎপাদক; চা-বাগানের মালিক। genitive of চা: চা-কর [ cā-kara ] দ্র চা

Processing time: 1.66 s