হরি definitions

Bangla-Tangla Dictionary
হরি – Hari [name]
Samsad Bengali-English Dictionary
হরি [ hari ] n Narayana (নারায়ণ), Vishnu (বিষ্ণু), Krishna (কৃষ্ণ). ☐ a. yellow or auburn. হরি ঘোষের গোয়াল (lit.) the cowhouse of Hari Ghosh; (fig. & facet.) a place where noise and confusion reign; a pandemonium. হরির লুট scattering of বাতাসা , that is, sweet drops, in honour of Lord Hari for the congregation of devotees to pick up. হরি হরি O Hari! O Hari! (uttered to express amazement, disgust etc.) ~গুণগান n. act of singing the glory of Lord Hari. ~চন্দন see চন্দন । ~জন n. (lit.) Lord Hari's people or flock; (pop.) the depressed classes amongst Hindus or a member of these classes. ~তাল n. yellow orpiment. ~তাল-ভস্ম n. the calx of yellow orpiment. ধ্বনি n. a loud shouting of the name of Lord Hari. ~নাম করা v. to utter (repeatedly) the name of Lord Hari in devotion. ~নামের ঝোলা বা ঝুলি a bag to hold the rosary of beads which keep count of the number of times the name of Lord Hari is repeated by a devotee. ~নামের মালা rosary of beads which keep count of the number of times the name of Lord Hari is uttered by a devotee. ~প্রেম n. attachment or devotion to Lord Hari. ~বাসর n. any eleventh lunar day of a fortnight which is a day of fast; (facet.) fasting. ~বাসর করা v. (facet.) to go without food. to fast. ~বোল n & int. a loud shouting of this word meaning "shout the name of Lord Hari". ~ভক্ত a. devoted to or worshipping Lord Hari. ☐ n. a devotee of Lord Hari; a Vaishnava. ~ভক্তি n. devotion to Lord Hari. ~ভক্তি উবে যাওয়া v. (idiom.) to have one's high esteem or confidence lost. ~মটর n. fast, fasting; going without food. ~মটর করা v. (facet.) to dine with Duke Humphrey or with Democritus, to enjoy Barmecide's feast, to tighten one's belt, to go without food. ~সংকীর্তন n. singing in chorus in praise of Lord Hari; a song thus sung. ~সভা n. an assembly to discuss the glory of Lord Hari. ~হর n. Lord Hari and Lord Hara or Shiva (শিব). ~হরাত্মা a. (usu. of two friends) inseparably united (like Lord Hari and Lord Hara in one body), (having) one soul and one mind, bosom.
Samsad Bangla Abhidhan
হরি [ hari ] বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। ☐ বিণ. হরিৎ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ~গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ~চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ~জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ~দ্বার বি. হিমালয়ের পাদদেশস্থ হিন্দু তীর্থবিশেষ। ~নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ~প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ~বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ~বোল বি. (সচ. সমবেতকণ্ঠে ও উচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালে ও শবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ~ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ~ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ~মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ~সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ~হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণু ও শিবের অভেদমূর্তি। ~হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। হরিচন্দন, হরিজন [ haricandana, harijana ] দ্র হরি হরিনাম, হরিপ্রিয়া, হরিবাসর, হরিবোল, হরিভক্ত, হরিভক্তি, হরিমটর [ harināma, haripriẏā, haribāsara, haribōla, haribhakta, haribhakti, harimaṭara ] দ্র হরি হরিসংকীর্তন, হরিসভা, হরিহর [ harisaṅkīrtana, harisabhā, harihara ] দ্র হরি

Processing time: 0.4 s