পা definitions

Bangla-Tangla Dictionary
পা – leg, foot

2nd person intimate present imperative tense of পাওয়া:
পাওয়া – to get

Samsad Bengali-English Dictionary
পা1 [ pā1 ] n (mus.) the fifth note of the dia tonic scale of C major, G. পা2 [ pā2 ] n a leg; a foot; a paw; a leg of an article of furniture. পা চাটা v. to today, to bootlick. পা চালানো v. to quicken one's steps; to kick, (hum.) to hoof. পা টিপে, পা টিপে টিপে adv. on tiptoe; stealthily. পা দেওয়া v. to set foot on; to step in; to come. পা ধরা same as পায়ে ধরা । পা ধুতেও না আসা v. to avoid visiting or using (a place) out of sheer disgust or abomination. পা বাড়ানো v. to step out, to go out, to leave (ঘর থেকে পা বাড়ানো); to be on the point of going or setting out or departing; to set out. পায়ে ঠেলা v. to reject or abandon or shun scornfully, to spurn at (হাতের লক্ষী পায়ে ঠেলা). পায়ে তেল দেওয়া v. to flatter in a servile manner. পায়ে দলা v. to trample under foot. পায়ে ধরা v. to solicit or importune or supplicate humbly. পায়ে পড়া v. to fall at one's feet in supplication. পায়ের উপর পা দিয়ে থাকা v. (fig.) to lead a carefree life of ease, comfort and indolence. পায়ের পাতা n. an instep; a foot. পায়ে রাখা v. to treat or favour or shelter graciously. পায়ে হাত দেওয়া v. to touch some one's feet in obeisance. পা-চাটা a. footlicking, bootlicking. পা-চাটা লোক a footlicker, a bootlicker, a today. পা-পা করে adv. step by step. পায়ে পায়ে adv. at every step (পায়ে পায়ে বাধা); (of two or more persons or creatures) having one another's legs tied together; (of a single person or creature) having legs tied together (পায়ে পায়ে বাঁধা); with slow but steady steps (পায়ে পায়ে এগোনো); on the back of, pursuing (সে আমার পায়ে পায়ে আসছে). 2nd person intimate present imperative tense of পাওয়া: পড়া1 [ paṛā1 ] v to fall, to drop (বৃষ্টি পড়া); to fall down, to drop down (পড়ে যাওয়া, তাল পড়া); to lean to (গায়েপড়া); (as an aux.) to perform an action (ঘুমিয়ে পড়া); to come to, to fall into (দুঃখে পড়া); to be uncultivated (জমি পড়ে থাকা); to be vacant or unoccupied (বাড়ি পড়ে থাকা); to stay or remain (পিছনে পড়া); to be unpaid or unrealized, to get into arrears (অনেক টাকা পড়ে আছে); to be outstanding (কাজ পড়ে থাকা); to set in, to begin, to ensue (আকাল পড়া); to attack, to raid (ডাকাত পড়া); to infest (পোকা পড়া); to be at tacked (রোগে পড়া); to be caught (in) (জালে পড়া, দায়ে পড়া); to be affected with, to contact, to incur (মরচে পড়া, টাক পড়া, দায়ে পড়া); to arrive or appear (গিয়ে পড়া); to come across or fall upon (পথে পড়া); to set in for a spell (ঠান্ডা পড়া); to come upon, to strike, to occur (মনে পড়া = to call to mind); to require or involve or to involve an expenditure (অনেক টাকা পড়বে); to exude, to ooze, to flow out (রক্ত পড়া, রস পড়া, লাল পড়া); to fall off, to shed or to be shed, to fall (দাঁত পড়া, পাতা পড়া); to be placed (পাত পড়া); to be served (পাতে খাবার পড়া); to be paralyzed (অঙ্গ পড়ে যাওয়া); to come to a close, to decline (বেলা পড়া); to terminate; to be applied or set (হাত পড়া); to be allayed (রাগ পড়া); to be abated, to decrease (তেজ পড়া); to be directed or cast or set (চোখ পড়া); to be attracted (মন পড়া); to go into, to take in (পেটে পড়া); to be born (পেট থেকে পড়া); to be married (মেয়েটি বড় ঘরে পড়েছে). ☐ a. fallen, dropped; fallen down, dropped down; leaning to (গায়ে পড়া); hanging loose (ঝুলে-পড়া চামড়া); fallen into (বিপদে পড়া লোক); uncultivated or fallow; unoccupied, vacant; deserted (পড়া বাড়ি); staying, remaining, laid down (বিছানায় পড়া লোক); attacked; infested; caught; affected with; lying unclaimed or met with by chance (পড়া টাকা); abandoned, derelict (পড়া মাল). ~নো v. to cause to fall or drop or lean to or in fest or be attacked or be affected with or require or involve or involve an expenditure of or be turned or be directed or be cast or be set or be attracted or enter. পড়ে পড়ে কিল বা মার খাওয়া to take constant insult or suffer oppression without retaliation. পড়ে-পাওয়া v. to come upon something unexpectedly; to get a thing by chance and unexpectedly. পড়ে-পাওয়া a. got by chance and unexpectedly; that which has been obtained unexpectedly. See also পাওয়া । বাজারে পড়তে না পাওয়া to have a ready market, to go or sell like hot cakes. 2nd person intimate present imperative tense of পাওয়া: পাওয়া [ pāōẏā ] v to get; to receive চিঠি পাওয়া ; to obtain (মুক্তি পাওয়া); to find (চাকরি পাওয়া); to earn or gain (টাকা পাওয়া); to attain, to realize (সিদ্ধি পাওয়া): to come or happen (দেখতে পাওয়া); to have (দেখা পাওয়া); to be able (শুনতে পাওয়া); to inherit (বাপের স্বভাব পাওয়া); to feel or to be stricken with (খিদে পাওয়া); to feel like (কান্না পাওয়া); to enjoy (আরাম পাওয়া); to sense, to be aware of (টের পাওয়া); to be possessed by (ভূতে পাওয়া). ☐ a. obtained, earned (পাওয়া জিনিস); possessed by (ভূতে পাওয়া লোক). পড়ে পাওয়া to get by chance. জো পাওয়া to get an opportunity (for gain etc.) পাওয়ানো v. to cause to get or obtain or find or earn or gain or attain or inherit or be stricken with or feel like or feel or be possessed by.
Samsad Bangla Abhidhan
পা1 [ pā1 ] বি. স্বরগ্রামের পঞ্চমের সংকেত, পঞ্চম সুর। পা2 [ pā2 ] বি. 1 চরণ, পদ, কুঁচকি থেকে পায়ের পাতা পর্যন্ত দেহাংশ; 2 পায়ের পাতা, পদতল; 3 পদক্ষেপ (পায়ে পায়ে এগোনো); 4 টেবিল চেয়ার ইত্যাদি আসবাবপত্রের পায়া। [সং. পদ]। পা চলা ক্রি. বি. 1 এগোনো (আর পা চলছে না); 2 লাথি মারা (ছেলেটার খুব পা চলে)। পা চাটা ক্রি. বি. অতি হীনভাবে তোষামোদ করা। পা চালানো ক্রি. বি. 1 হাঁটা; অগ্রসর হওয়া; 2 লাথি মারা। পা টিপে চলা ক্রি. সাবধানে পায়ের শব্দ না করে চলা। পা ধুতেও না আসা ক্রি. বি. ঘৃণার জন্য কোনোরকম সংস্পর্শে না আসা। পা বা়ড়ানো ক্রি. বি. যেতে উদ্যত হওয়া। পা ভারি হওয়া ক্রি. বি. পা রসস্থ হওয়ায় চলতে কষ্ট হওয়া। পায়ে ঠেলা ক্রি. বি. অবজ্ঞা বা উপেক্ষা করা (অনুরোধ পায়ে ঠেলছে)। পায়ে তেল দেওয়া ক্রি. বি. অত্যন্ত হীনভাবে খোশামোদ করা। পায়ে পড়া ক্রি. বি. বিনীত ও কাতরভাবে অনুরোধ করা ('পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে': রবীন্দ্র)। পায়ে পায়ে ক্রি-বিণ. 1 প্রতি পদক্ষেপে ('আমার পায়ে-পায়ে শত্রু': দীন.); 2 ধীরে ধীরে (পায়ে-পায়ে যাওয়া)। পায়ে-পায়ে ঘোরা ক্রি. বি. সবসময় সঙ্গে সঙ্গে থাকা। পায়ে রাখা ক্রি. দয়া করে আশ্রয় দেওয়া। পায়ের উপর পা দিয়ে থাকা ক্রি. বি. কোনো কাজকর্ম না করে আরামে থাকা। পায়ে হাত দেওয়া ক্রি. বি. প্রণাম করা। পায়ের সুতো ছেঁড়া ক্রি. বি. বহুবার হাঁটাচলা করার দরুন কষ্ট হওয়া। পায়-পায়, পায়ে-পায়ে [ pāẏa-pāẏa, pāẏē-pāẏē ] দ্র পা2 2nd person intimate present imperative tense of পাওয়া: পাওয়া [ pāōẏā ] ক্রি. 1 হস্তগত হওয়া, লাভ করা (চিঠি পাওয়া, চাকরি পাওয়া, মাইনে পাওয়া); 2 মেলা বা জোটা (সাড়া পাওয়া, জবাব পাওয়া); 3 সমর্থ হওয়া (শুনতে পায় না, চোখে দেখতে পায় না); 4 উদ্রিক্ত হওয়া (খিদে পায়, কান্না পেল); 5 ভোগ বোধ বা অনুভব করা (ব্যথা পাওয়া, দুঃখ পাওয়া, আরাম পাওয়া); 6 ঠাওরানো, গণ্য করা (আমাকে কি পাগল পেয়েছে?); 7 আক্রান্ত হওয়া (ভূতে পেয়েছে); 8 উপায় উদ্ভাবন করা (আমি ভেবে পাচ্ছি না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. প্রাপ্ত, লব্ধ (লটারিতে পাওয়া টাকা)। [< সং. প্র + √ আপ্]। ~নো ক্রি. বি. 1 পাইয়ে দেওয়া, লাভ করানো; 2 সমর্থ করানো; 3 উদ্রিক্ত করানো; 4 বোধ করানো; 5 ভোগ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.46 s