সাধের definitions

Bangla-Tangla Dictionary
genitive of সাধ: সাধ – choice, want [example: সাধ যায় না চাঁছা গালে একটা থাপড় দিয়ে কানটা মলে দিতে?]
Samsad Bengali-English Dictionary
genitive of সাধে: সাধে [ sādhē ] adv of one's own accord, willingly ('সাধে কি আর বাবা বলে'). genitive of সাধ: সাধ [ sādha ] n desire; longing; fancy or choice (সাধের বস্তু); voluntary will, volition, pleasure, one's own accord (সাধ করে মৃত্যুবরণ); option; a ceremony for giving desired articles of food to a pregnant woman (সাধ দেওয়া বা সাধ খাওয়া). সাধ করা v. to desire; to long (for); to choose; to volunteer (for); to opt (for). সাধ করে adv. voluntarily; wilfully; willingly. সাধ মিটিয়ে adv. satisfying one's desire; to one's satisfaction.
Samsad Bangla Abhidhan
genitive of সাধে: সাধ [ sādha ] বি. 1 কামনা, অভিলাষ (মনের সাধ, সাধের মানবজন্ম); 2 শখ (সাধ মিটানো); 3 স্বিচ্ছা (সাধ করে ধরা দেওয়া); 4 গর্ভিণীর স্পৃহানুযায়ী খাদ্য ইত্যাদি দানের উৎসব, দোহদ (সাধভক্ষণ, সাধ দেওয়া)। [সং. শ্রদ্ধা]। ~ভক্ষণ বি. গর্ভিণীর ইচ্ছানুযায়ী খাদ্য খাওয়ানোর অনুষ্ঠানবিশেষ। সাধে ক্রি-বিণ. সাধ করে, স্বেচ্ছায় ('সাধে কি বাবা বলে')। genitive of সাধে: সাধে [ sādhē ] দ্র সাধ genitive of সাধ: সাধ [ sādha ] বি. 1 কামনা, অভিলাষ (মনের সাধ, সাধের মানবজন্ম); 2 শখ (সাধ মিটানো); 3 স্বিচ্ছা (সাধ করে ধরা দেওয়া); 4 গর্ভিণীর স্পৃহানুযায়ী খাদ্য ইত্যাদি দানের উৎসব, দোহদ (সাধভক্ষণ, সাধ দেওয়া)। [সং. শ্রদ্ধা]। ~ভক্ষণ বি. গর্ভিণীর ইচ্ছানুযায়ী খাদ্য খাওয়ানোর অনুষ্ঠানবিশেষ। সাধে ক্রি-বিণ. সাধ করে, স্বেচ্ছায় ('সাধে কি বাবা বলে')। genitive of সাধ: সাধে [ sādhē ] দ্র সাধ

Processing time: 1.29 s