কেন্দ্র definitions

Bangla-Tangla Dictionary
কেন্দ্র – center
Samsad Bengali-English Dictionary
কেন্দ্র [ kēndra ] n the centre (of or as of a circle); the principal place or station; (astrol.) the fourth or the seventh or the tenth house from the birth-house in the zodiac. ~গত a. lying in or entered into the centre; central; (phys.) centric. ~বিন্দু n. the centre; the central place; the headquarters. ~বিমুখ, কেন্দ্রাতিগ, কেন্দ্রাপসারী a. (sc.) centrifugal. ~শাসিত a. centrally administered. ~স্থল n. the centre; the principal place or station, the headquarters. কেন্দ্রাভিগ, কেন্দ্রাভিগামী, কেন্দ্রাভিকর্ষী, কেন্দ্রাভিমুখ a. (sc.) centripetal. কেন্দ্রিত a. lying or placed or drawn in the centre; (sc.) centric. কেন্দ্রী a. central; (sc.) centric. কেন্দ্রীয় a. cen (কেন্দ্রীয় সরকার). কেন্দ্রীভূত a. centralized; lying in or brought into the centre; reduced to the centre.
Samsad Bangla Abhidhan
কেন্দ্র [ kēndra ] বি. 1 মধ্যবিন্দু (ভূকেন্দ্র); 2 মূল বা প্রধান স্থান (শীক্ষাকেন্দ্র, কর্মকেন্দ্র, বাণিজ্যকেন্দ্র); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের লগ্নস্থান এবং লগ্ন থেকে চতুর্থ সপ্তম ও দশম স্থান; 4 সূর্য থেকে গ্রহ-উপগ্রহগুলির ব্যবধান; 5 (জ্যামি.) বৃত্ত; মধ্যবিন্দু। [সং. < গ্রি. কেন্ত্রন kentron]। ~গত বিণ. মধ্যস্ত; প্রধান বা মূল স্থানে অবস্থিত। ~বিন্দু বি. প্রধান স্থান; প্রধান কেন্দ্র (আন্দোলনের কেন্দ্রবিন্দু)। ~বিমুখ, কেন্দ্রাতিগ বিণ. কেন্দ্র থেকে দূরে গমনশীল, centrifugal. কেন্দ্রাভিগ, কেন্দ্রানুগ বিণ. কেন্দ্রাভিমুখে গমনশীল, centripetal. কেন্দ্রিক বিণ. (ন.শ.) কোনো কিছুকে কেন্দ্র করে রয়েছে বা ঘটছে এমন (নগরকেন্দ্রিক সভ্যতা, গ্রামকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক)। কেন্দ্রিত বিণ. কেন্দ্রগত। কেন্দ্রী (-ন্দ্রিন্) বিণ. কেন্দ্রযুক্ত; কেন্দ্রস্থলে অবস্থিত। কেন্দ্রীয় (অপ্র.) কৈন্দ্রিক বিণ. কেন্দ্রসম্পর্কীয়; কেন্দ্রে অবস্থিত (কেন্দ্রীয় সরকার)। কেন্দ্রীভূত বিণ. কেন্দ্রে আগত বা নীত (সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত করা); কেন্দ্রগত; কেন্দ্রে পরিণত। কৈন্দ্রিক [ kaindrika ] দ্র কেন্দ্র

Processing time: 0.39 s