বদ definitions

Bangla-Tangla Dictionary
বদ – bad
Samsad Bengali-English Dictionary
বদ [ bada ] a bad; evil, wicked; offensive (বদ গন্ধ) ; peevish (বদমেজাজ) ; infected, contaminated, defiled (বদরক্ত). ~খদ a. ugly; troublesome or unmanageable or unwieldy. ~খেয়াল a. wicked inclination or desire; evil intention or design; perverse propensity. ~জবান n. abusive or filthy language. বদজবান করা v. to use abusive or filthy language. ~জাত same as বজ্জাত । ~নাম n. discredit; bad reputation; infamy; calumny. বদনাম করা v. to calumniate; to slander; to speak ill of. ~বু, ~বো n. bad or foul smell, stink. ~ভ্যাস n. bad or evil habit; indecent habit. ~মতলব n. evil design, evil purpose. ~মেজাজ n. illhumour, bad temper; petulance, peevishness. ~মেজাজি a. ill-humoured, bad-tempered; petulant, peevish, cross-grained. ~রসিকতা n. base or unrefined or indecent or vulgar humour or joke. ~রাগী a. short-tempered, choleric. ~হজম n. indigestion; dyspepsia. মেজাজ [ mējāja ] n mood (of the mind); the habitual frame of mind, temperament; a fit of ill-humour or rage, temper. মেজাজ খারাপ থাকা v. to be out of humour. মেজাজ খারাপ হওয়া v. to run out of humour; to be in temper. মেজাজ দেখানো v. (usu. dero.) to show temper. মেজাজ ভালো থাকা v. to be in good humour. মেজাজ ভালো হওয়া v. to recover one's good humour. খারাপ মেজাজ ill humour. খিট্খিটে মেজাজ billious or peevish temperament. খোশমেজাজ see খোশ । বদমেজাজ see বদ । ভালো মেজাজ good humour. রুক্ষ মেজাজ choleric or haughty temperament. হাসিখুশি মেজাজ jolly or jovial temperament. মেজাজি a. having a particular or typical temperament (বদমেজাজি). vainglorious, haughty; stylish (মেজাজি খেলা); in lofty or hot temper or mood.
Samsad Bangla Abhidhan
বদ [ bada ] বিণ. 1 খারাপ, মন্দ (বদগন্ধ); 2 অসৎ (বদ সঙ্গ, বদ বুদ্ধি); 3 রুক্ষ, রূঢ় (বদমেজাজ); 4 দূষিত (বদরক্ত); 5 ভিন্ন, অন্য ('বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন উড়ে যায়')। [ফা. বদ]। ~খত বিণ. 1 হাতের লেখা ভালো নয় এমন; 2 বেয়াড়া, দুষ্টু। ~খেয়াল বি. অসৎ প্রবৃত্তি। ~জবান বি. কুবাক্য, গালি। ~জাত, ~জাতি যথাক্রমে বজ্জাত ও বজ্জাতি -র মূল রূপ। ~নাম বি. দুর্নাম, অখ্যাতি, অপযশ। ~নেশা বি. খারাপ নেশা বা অভ্যাস। ~বু বি. বাজে গন্ধ, দুর্গন্ধ। ~বুদ্ধি বি. অসৎ বুদ্ধি; দুষ্ট বুদ্ধি। ~ভ্যাস বি. খারাপ বা ক্ষতিকর অভ্যাস। ~মতলব বি. বদবুদ্ধি -র অনুরূপ। ~মাশ, ~মায়েশ, ~মাইশ বিণ. দুষ্ট, দুর্বৃত্ত। বি. ~মাশি, ~মায়েশি, ~মাইশি। ~মেজাজ বি. রুক্ষ বা উগ্র মেজাজ। ☐ বিণ. উগ্র বা রুক্ষ মেজাজযুক্ত। ~মেজাজি বিণ. বদমেজাজবিশিষ্ট। ~রং বি. 1 বেরং বা ভিন্ন রঙের তাস; 2 খারাপ রং। ☐ বিণ. বিবর্ণ। ~রসিকতা বি. স্থূল বা কুরুচিপূর্ণ রসিকতা। ~রাগি বিণ. রগচটা, একটুতেই রেগে যায় এমন, বদমেজাজি। ~হজম বি. অজীর্ণ, হজম না হওয়া। বদনাম, বদনেশা, বদবু, বদবুদ্ধি, বদমাশ, বদমায়েশি, বদমেজাজ, বদমেজাজি [ badanāma, badanēśā, badabu, badabuddhi, badamāśa, badamāẏēśi, badamējāja, badamējāji ] দ্র বদ বদরসিকতা, বদরাগি [ badarasikatā, badarāgi ] দ্র বদ বদহজম [ badahajama ] দ্র বদ

Processing time: 1.28 s