ঘেঁটে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of ঘাঁটা: ঘাঁটা – to stir, to rummage around in
Samsad Bengali-English Dictionary
perfective participle of ঘাঁটা: ঘাঁটা2 [ ghān̐ṭā2 ] v to stir; to beat, to whisk away, to move about; to rummage (কাগজপত্র ঘাঁটা); to mix up (সুতোগুলো বা মশলাগুলো সে ঘেঁটে ফেলেছে). ☐ a. stirred; moved about, handled; mixed up. ~ঘাঁটি n. act of stirring or rummaging or handling repeatedly or continuously. ~ঘাঁটি করা v. to stir or handle repeatedly or confusedly. ~নো v. to cause to stir; to vex, to irritate, to annoy; to disturb; to agitate.
Samsad Bangla Abhidhan
perfective participle of ঘাঁটা: ঘাঁটা1 [ ghān̐ṭā1 ] ক্রি. বি. আলোড়িত বা মথিত করা, বিশেষভাবে নাড়া, নাড়াচাড়া করা (বই ঘাঁটা, জামাকাপড় ঘাঁটা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]। ~ঘাঁটি বি. ক্রমাগত ঘাঁটা; আলোড়ন। ~নো ক্রি. বি. 1 নাড়ানো ; 2 উত্ত্য বা উত্তেজিত করা, চটিয়ে দেওয়া (আমাকে ঘাঁটালে তার ফল ভালো হবে না)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 2.52 s