নয় definitions

Bangla-Tangla Dictionary
নয়
1. 9, nine
2. or

3rd person ordinary present simple tense of ন-:
ন- [verb] not

Samsad Bengali-English Dictionary
নয়1 [ naẏa1 ] n & a. nine. নয়-ছয় a. scattered at sixes and sevens; squandered away. নয়-ছয় করা v. to squander away. নয়2 [ naẏa2 ] n a political or sociological or theological or moral principle; politics; sociology; theology; ethics. ~জ্ঞ a. versed in politics, sociology, theology or ethics. ☐ n. such a person. ~জ্ঞান n. knowledge of politics, sociology, theology or ethics. ~শাস্ত্র n. politics, sociology, theology and ethics collectively or separately. নয়3 [ naẏa3 ] v pop. form of নহে (see নহা). ☐ n. not-being, no, impossibility (নয়কে হয় করা). ☐ con. or, nor, else, otherwise. নয়কো v. is not, are not. নয়তো con. or, else, otherwise. ☐ int. meaning: certainly not, of course not (আমি নয়তো).
Samsad Bangla Abhidhan
নয়1 [ naẏa1 ] বি. 1 নীতি; 2 ন্যায়শাস্ত্র; 3 শাস্ত্রবিহিত আচরণ। [সং. √ নী + অ]। ~জ্ঞ, ~বিৎ (-বিদ্) বিণ. নীতিজ্ঞ, নীতিশাস্ত্রজ্ঞ। ~জ্ঞান বি. রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি-এই তিন শাস্ত্রের জ্ঞান। নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। ~কো ক্রি. হয় না, নহে। ~তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)। নয়3 [ naẏa3 ] বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক। [সং. নবন্]। ~ছয় বিণ. বিশৃঙ্খল; তছনছ, নষ্ট, পণ্ড। নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।

Processing time: 1.31 s