হেরে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of হারা: হারা – to be defeated
Samsad Bengali-English Dictionary
perfective participle of হারা: হারা [ hārā ] v to be defeated; to lose (as in a game). ☐ a. (in comp.) having lost, deprived of, bereft of (গৃহহারা, সুখহারা), bereaved of, -less (মাতৃহারা = mother less).
Samsad Bangla Abhidhan
perfective participle of হারা: হারা [ hārā ] ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ~নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ~হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]।

Processing time: 1.29 s