খেয়াল definitions

Bangla-Tangla Dictionary
খেয়াল – attention (+ করা = to be attentive to, to notice), whim
Samsad Bengali-English Dictionary
খেয়াল1 [ khēẏāla1 ] n a fancy; a dream, a daydream; consciousness, carefulness, attention; wariness (ভবিষ্যৎ সম্বন্ধে খেয়াল); remembrance, recollection (কথাটা খেয়াল ছিল না); inclination, predisposition, propensity (বদখেয়াল); a caprice, a whim, a whimsical fancy, a vagary, a fad, a crotchet (বড়লোকের খেয়াল, প্রকৃতির খেয়াল). খেয়াল করা v. to notice; to pay heed to, to be attentive to; to mind; to try to recollect. খেয়াল থাকা v. to have an eye to, to be conscious about; to have in remembrance or consciousness. খেয়াল হওয়া v. to remember or recollect (suddenly); ~খাতা n. a notebook of the kind of a diary in which one notes down whatever occasionally occurs to him. ~খুশি n. a fancy, a caprice, a whim. ~খুশিমতো adv. whimsically, capriciously. খেয়ালি a. fanciful; extravagantly imaginative; whimsical, capricious, crotchety. খেয়াল2 [ khēẏāla2 ] n kind or system of Indian classical vocal music. খেয়ালি n. singer of kheyal songs. খেয়ালিয়া n. one who sings the kheyal.
Samsad Bangla Abhidhan
খেয়াল [ khēẏāla ] বি. 1 কল্পনা; স্বপ্ন; 2 জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা গেল খেয়ালই ছিল না) ; 3 স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই); 4 প্রবৃত্তি, ঝোঁক (বদখেয়াল); 5 মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা); 6 অসাধারণ ব্যাপার (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল); 7 (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ। [আ. খয়াল্]। খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। ☐ বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্থিতচিত্ত (ভারি খেয়ালি লোক)। ~খুশি বি. যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল। খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে।

Processing time: 0.36 s