ছোট definitions

Bangla-Tangla Dictionary
ছোট – small

2nd person ordinary present simple tense of ছোটা:
ছোটা – to run, to rapidly flow down

Samsad Bengali-English Dictionary
ছোট [ chōṭa ] a small, little, tiny (ছোট ছেলেমেয়ে, ছোট কুকুর, ছোট গাছ, ছোট পুকুর); short (ছোট গল্প, ছোট দড়ি); trifling (ছোট ব্যপার); mean, base, low (ছোটমন, ছোট নজর, ছোটলোক); lower, subordinate, concerned with small causes (ছোট আদালত); junior (ছোট সাহেব); younger (ছোট ভাই); youngest (ছোট ছেলে, ছোট বউ); socially depressed (ছোট জাত); holding lesser amount of shares, junior (ছোট তরফ); belittled (লোকের চোখে ছোট হওয়া); modest ('বড় যদি হতে চাও, ছোট হও তবে ') ~খাটো a. (very) trifling (ছোট খাটো ব্যাপার); (very) small (ছোটখাটো ঘর বা গাছ); (very) short (ছোটখাটো গল্প). ~জজ a puisne judge. ~লোক n. a base or mean-minded person; a rude or uncivil person; a person belonging to a socially depressed class. ~হাজরি see হাজরি । 2nd person ordinary present simple tense of ছোটা: ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] v to run; to flow speedily (স্রোত ছোটা); to flow out profusely or rapidly (ঘাম ছোটা); to come or go out (আগুন ছুটছে); to pour down profusely or rap idly ('বাদল ছুটেছে'); to fly, to go off (তির ছোটা); to come off flying (খিল ছোটা); to release from influence, to re lax influence (নেশা ছোটা); to come off, to fade (রং ছোটা); to break (ঘুম ছোটা). to stream out (মুখ ছোটা); ঘুম ছোটা v. to awake. নেশা ছোটা v. to get sober. মুখ ছোটা v. to vituperate; to be vociferous. ছুটাছুটি, ছোটাছুটি n. act or spell of running about; bustle. ছুটানো v. to cause to run or to flow speedily; to cause to flow out profusely or rapidly; to expel; to cause to come off flying; to remove the influence of; to break (ঘুম ছুটানো); to cause to stream out (মুখ ছুটানো).
Samsad Bangla Abhidhan
ছোট, ছোটো [ chōṭa, chōṭō ] বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড < সং. ক্ষুদ্র]। ~খাট, ~খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ~বেলা ছেলেবেলা -র অনুরূপ। ~মোটো ছোটখাটো -র অনুরূপ। ~লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি হাজরি দ্র 2nd person ordinary present simple tense of ছোটা: ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ~ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ~নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.38 s