আগের definitions

Bangla-Tangla Dictionary
genitive of আগে: আগে [adverb] [postposition] before, earlier, in front of, first
Samsad Bengali-English Dictionary
genitive of আগে: আগে [ āgē ] adv at first, in the beginning; in the past; in front; before. ~কার a. of the be ginning; of the past; of the front; preceding. আগে আগে adv. continuously or always in front. ~পাছে adv. in front and at the back; before and after. আগে পাছে করা v. to hesitate. ~ভাগে adv. first of all; at first; in advance. genitive of আগ: আগ [ āga ] n the forepart. ☐ a. foremost; top most. ~ডাল n. the topmost branch of a tree. ~দুয়ার n. the frontdoor of a house; an outhouse. ~পাছ adv. before and after, pros and cons. আগ বাড়া v. to step forward, to march forward.
Samsad Bangla Abhidhan
genitive of আগে: আগে [ āgē ] ক্রি-বিণ. 1 প্রথমে, পূর্বে; 2 সামনে। [সং. অগ্রে]। ~কার বিণ. প্রথমের, পূর্বের; অতীতের (আগেকার দিনে)। আগে আগে ক্রি-বিণ. সামনে (তার ছেলেটি আগে আগে চলেছে)। ~পাছে ক্রি-বিণ. সামনে ও পিছনে। আগেপাছে করা ক্রি. ইতস্তত করা। ~ভাগে ক্রি-বিণ. সবার আগে, আগে থেকে (আগেভাগে খবর দিয়ো)। genitive of আগ: আগ1 [ āga1 ] বি. 1 আগা, অগ্রভাগ; সম্মুখভাগ। ☐ বিণ. অগ্রবর্তী, এগিয়ে আছে এমন; সবচেয়ে উঁচুতে রয়েছে এমন (আগডাল)। [সং. অগ্র]। ~পাছ বি. আগুপিছু, আগের ও পরের ব্যাপার (আগপাছ ভাবা)। আগ বাড়া, আগ বাড়ানো ক্রি. বি. এগিয়ে যাওয়া, কোনো কাজের জন্য আগেই প্রস্তুত হওয়া। আগু বাড়াআগ বাড়া র রূপভেদ। genitive of আগ: আগ বাড়া, আগ বাড়ানো [ āga bāṛā, āga bāṛānō ] দ্র আগ1

Processing time: 0.67 s