বনেদি definitions

Bangla-Tangla Dictionary
বনেদি – aristocratic
Samsad Bangla Abhidhan
বনিয়াদ, বনেদ [ baniẏāda, banēda ] বি. ভিত, ভিত্তি; মূল (শক্ত বনিয়াদ, শিক্ষার বনিয়াদ)। [ফা. বুনিয়াদ]। বনিয়াদি বিণ. 1 সুপ্রতিষ্ঠিত, দীর্ঘকাল যাবৎ সম্মানিত; 2 প্রাচীন ও সম্ভ্রান্ত (বনিয়াদি চালচলন); 3 ভিত্তিস্বরূপ (বনিয়াদি) শিক্ষা)। বনেদি বিণ. বনিয়াদি -র রূপভেদ (বনেদি বংশ)। বনেদ, বনেদি [ banēda, banēdi ] যথাক্রমে বনিয়াদ ও বনিয়াদি -র কথ্য রূপ। বনিয়াদ দ্র।

Processing time: 0.4 s