দাঁড় definitions

Bangla-Tangla Dictionary
দাঁড় – standing (+ করানো = to make stand)
Samsad Bengali-English Dictionary
দাঁড় [ dān̐ṛa ] n an oar (of a boat); a rod for a bird to sit on, a perch. ☐ a. standing (দাঁড় হওয়া); set upright (দাঁড় করানো); well established (কারবার দাঁড় করানো); waiting (গাড়িখানা আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখব); halted (পুলিশ এখানে সব গাড়ি দাঁড় করায়); brought or presented (সাক্ষী দাঁড় করানো); instituted or filed (মামলা দাঁড় করানো); brought to or reduced to (অবস্থা দাঁড় করানো). দাঁড় করানো v. to cause to stand; to set erect or upright; to build up or establish firmly; to bring or present; to institute or file; to bring to or reduce to. দাঁড় টানা, দাঁড় বাওয়া v. to ply an oar, to oar, to punt, to row. দাঁড় হওয়া v. to stand up; to stand erect or upright. দাঁড়ে বসা v. to perch, to roost.
Samsad Bangla Abhidhan
দাঁড় [ dān̐ṛa ] বি. 1 নৌকার বড় বৈঠা বা ক্ষেপণী যা বেঁধে নিয়ে নৌকা চালাতে হয় (দাঁড় টানা, দাঁড় বাওয়া); 2 পোষা পাখির বসবার দণ্ড (দাঁড়ের পাখি, খাঁচার দাঁড়)। ☐ বিণ. 1 দণ্ডায়মান, খাড়া (লাঠিটাকে দাঁড় করিয়ে রেখেছে); 2 সুপ্রতিষ্ঠিত (একটা তত্ত্ব দাঁড় করানো হল); 3 অপেক্ষারত (আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে?); 4 উপস্থিত (সাক্ষী দাঁড় করাতে পারবে তো?); 5 থামানো হয়েছে এমন, রুদ্ধগতি (এখানে গাড়িটা কে দাঁড় করাল?); 6 উত্থাপিত, দায়ের (মামলা দাঁড় করা)। [সং. দণ়্ড]।

Processing time: 0.4 s