অসম্ভব definitions

Bangla-Tangla Dictionary
অসম্ভব – impossible
Samsad Bengali-English Dictionary
অসম্ভব [ asambhaba ] a impossible; unlikely, improbable; absurd; uncommon and astonishing. ☐ n. an impossible or uncommon incident, the impossible. ~পর a. same as অসম্ভব (a.).
Samsad Bangla Abhidhan
অসম্ভব [ asambhaba ] বিণ. 1 ঘটে না বা ঘটেনো যায় না এমন; 2 অদ্ভুত, বিষ্ময়কর (এ কী অসম্ভব কথা)। ☐ বি. অস্বাভাবিক ঘটনা (অসম্ভবকে সম্ভব করা)। [সং. ন + সম্ভব]। অসম্ভাবনা বি. সম্ভাবনার অভাব। অসম্ভাবনীয়, অসম্ভাব্য বিণ. ঘটবার সম্ভাবনা নেই এমন। অসম্ভাবিত বিণ. ঘটবে বলে ভাবা যায়নি এমন, অপ্রত্যাশিত, unexpected. অসম্ভাব্যতা বি. সম্ভাবনার অভাব, অসম্ভাবনা। অসম্ভূত বিণ. 1 ঘটেনি এমন; 2 জন্ম হয়নি এমন, জন্মায়নি এমন।

Processing time: 1.35 s