টাকার definitions

Bangla-Tangla Dictionary
genitive of টাকা: টাকা – Rupee

genitive of টা:
টা – definite article [suffix]

Samsad Bengali-English Dictionary
genitive of টাকা: টাকা [ ṭākā ] n a rupee; money (টাকা করা); wealth (টাকার মানুষ). টাকা ওড়ানো v. to squander or fritter away money. টাকা করা v. to make money, to acquire money; to amass wealth. টাকা খাওয়া v. to accept bribe. টাকা ঢালা v. to spend or invest money. টাকা ভাঙানো v. to change a coin or a currency note. টাকা মারা v. to misappropriate money; to defalcate or embezzle. টাকার কুমির (dero.) a very rich man, a moneyed man. টাকার গরম pride of wealth. টাকার মুখ দেখা v. to be gin to earn or obtain money, to come to money; to begin to be solvent; to see good days. টাকার বাজার money market. টাকার মানুষ a moneyed man, a wealthy man. ~ওয়ালা a. moneyed; wealthy, rich. ~কড়ি, ~পয়সা n. money; wealth. টাকার শ্রাদ্ধ squandering of money, pouring money down the drain. genitive of টা: -টা [ -ṭā ] sfx used in Bengali to serve the purpose of the definite article, the (ছেলেটা, দুধটা).
Samsad Bangla Abhidhan
genitive of টাকা: টাকা2 [ ṭākā2 ] বি. 1 মুদ্রাবিশেষ; ভারতীয় মুদ্রার একক (1 পয়সায় 1 টাকা); 2 অর্থ, ধন (লোকটার যথেষ্ট টাকা আছে)। [সং. টঙ্ক]। টাকা ওড়ানো ক্রি. বি. অপব্যয় করা। ~কড়ি, ~পয়সা বি. নগদ অর্থ। টাকা করা ক্রি. বি. অর্থ উপার্জন ও সঞ্চয় করা। টাকা খাওয়া ক্রি. বি. ঘুষ নেওয়া। টাকা ভাঙানো ক্রি. বি. বেশি মূল্যের মুদ্রা বা কাগজি মুদ্রার সঙ্গে সমপরিমাণ কিন্তু খুচরা মুদ্রার বিনিময় করা। টাকা মারা ক্রি. বি. অন্যের টাকা আত্মসাৎ করা। টাকায় টাকা আনে ব্যাবসা ইত্যাদিতে যত বেশি টাকা বিনিয়োগ করা হয় তত বেশি টাকা লাভ হয়। টাকার আণ্ডিল, টাকার কুমির (আল.) অতি ধনশালী ব্যক্তি। টাকার গরম বি. ধনগর্ব। টাকার মুখ দেখা ক্রি. বি. অর্থলাভ করা; অর্থোপার্জনে সক্ষম হওয়া। টাকার শ্রাদ্ধ বি. প্রচুর অর্থের অপচয়। genitive of টা: টা [ ṭā ] নির্দেশক আশ্রিত পদ বা প্রত্যয়কল্প অব্যয়বিশেষ (একটা, খানিকটা); ব্যক্তি বিষয় বা বস্তু নির্দেশে (মেয়েটা, আমটা, কাজটা); অবজ্ঞা বা অনাদরে ('রাজাটা খেপেছে রে': রবীন্দ্র; হচ্ছেটা কী?)।

Processing time: 0.43 s