Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
লক্ষ্য definitions
Bangla-Tangla Dictionary
লক্ষ্য – aim, target, goal (+ করা = to notice)
Samsad Bengali-English Dictionary
লক্ষ্য [ lakṣya ] a noticeable, observable; noteworthy, remarkable; intended; aimed at. ☐ n. intention; aim, goal; a target; a look or glance. লক্ষ্য করা same as লক্ষ্য করা । লক্ষ্য রাখাv. to keep watch, to be on the watch. ~চ্যুত same as ~ভ্রষ্ট । লক্ষ্যবেধ বা লক্ষ্যভেদ করাv. to hit a mark or bull's eye. ~বেধী, ~ভেদীa. capable of hitting a mark. ☐ n. a marksman. ~ভ্রষ্টa. failing to hit the target, missing the mark; erratic; (fig.) beside the mark. ~ভ্রষ্ট হওয়াv. to miss the mark. ~স্থলn. mark, target. ~হীনa. aimless. লক্ষ্মীকৃতa. observed, watched.
Samsad Bangla Abhidhan
লক্ষ্য [ lakṣya ] বিণ. 1 দর্শনযোগ্য, দেখার বা লক্ষ করার যোগ্য; 2 জ্ঞে য়; 3 অনুমেয়; 4 লক্ষণাশক্তির দ্বারা বোধ্য (লক্ষ্য অর্থ, লক্ষ্যার্থ); 5 অভিপ্রেত, উদ্দিষ্ট (লক্ষ্যবস্তু)। ☐ বি. 1 অভিপ্রেত বা কাম্য বস্তু (চরম লক্ষ্য, জীবনের লক্ষ্য); 2 মনোযোগের বিষয়; 3 নজর, দৃষ্টি, উদ্দেশ্য (তাকে লক্ষ্য করে বলা, শিকারি হরিণকে লক্ষ্য করে এগোচ্ছে); 4 তাক, নিশানা (সকলের বিদ্রুপের লক্ষ্য)। [সং. √ লক্ষ্ + য]। ~চ্যুত, ~.ভ্রষ্ট বিণ. 1 নিশানা ভেদ করতে পারেনি এমন; 2 উদ্দেশ্য বা লক্ষ্য সফল করতে পারেনি এমন। ~বেধ, ~. ভেদ বি. নিশানা বা লক্ষ্যবস্তু বিদ্ধ করা। ~হীন বিণ. উদ্দেশ্যহীন।