Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
অর্থে definitions
Bangla-Tangla Dictionary
locative of অর্থ:অর্থ – meaning, sense, significance, wealth
Samsad Bengali-English Dictionary
অর্থে [ arthē ] prep for, on account of কী অর্থে in what sense.locative of অর্থ:অর্থ1 [ artha1 ] n meaning, import, significance; interpretation. অর্থ করাv. to give the meaning of; to interpret; to explain, to expound. ~গৌরবn. weight or weightiness of significance; richness of import. ~পূর্ণa. meaningful, significant; signifying. ~প্রদa. conveying meaning; signifying. ~বহa. bearing some meaning, significant; suggestive. ~বিচারn. consideration or determination of meaning. ~বিদa. conversant with the meaning of words; one who has insight into reality. ☐ n. such a person; a metaphysician, a philosopher. ~বোধn. realization of meaning. ~ভেদn. difference in interpretations; different interpretations; interpretation or explanation ('কৃপার শাস্ত্রের অর্থভেদ'). শূন্য a. meaningless, nonsense. অর্থশূন্য দৃষ্টিn. vacant look. ~সংগতিn. consistency in meanings; appropriateness of meaning. ~হানিn. misinterpretation; meaning lessness. ~হীনa. same as অর্থশূন্য ।locative of অর্থ:অর্থ 2 [ artha 2 ] n money, wealth; purpose, end in view, object; behalf (পরার্থে); earthly or secular prosperity, comfort and happiness (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); politics; political economy, economics; purpose (মোক্ষার্থে তপস্যা); any branch or subject of learning (সর্বার্থতত্ত্ব); the thing desired (পুরুষার্থ). অর্থ আধিকারিকn. finance officer. ~করa. helpful in earning money, money-earning, money-making. fem. ~করী । ~করী বিদ্যা learning or training conducive to earning money; professional training. ~কষ্টn. pecuniary hardship or trouble; want or shortage of money. ~কামীa. (eagerly) desirous of earning or acquiring money or wealth; avaricious. ~কৃচ্ছ্রn. same as ~কষ্ট । ~গৃধ্নুa. avaricious, mammonish. ~চিন্তাn. pecuniary worry; devising means of earning money. ~চেষ্টাn. effort to earn or procure money. ~তত্ত্বn. political economy; economics. ~দণ্ডn. a fine; pecuniary loss. ~নীতিn. political economy, economics; principles of economics. ~নীতিজ্ঞ, ~নীতিবিদn. an economist. ~নৈতিক same as আর্থনীতিক । ~পর, ~পরায়ণa. avaricious, mammonish; miserly. ~পালn. a treasurer. ~পিপাসাn. thirst for money. ~পিপাসুa. thirsty for money. ~পিশাচn. one who is unscrupulously greedy of money; one having an inordinate lust for money; a Mammon-worshipper. ~প্রদa. that which fetches money, money-earning. ~প্রাপ্তিn. act of obtaining or earning money. ~বলn. financial strength or competency; power of wealth. ~বানa. rich, wealthy. ~বিদ্যাn. same as অর্থতত্ত্ব । ~বিনিয়োগn. investment of money. ~বিজ্ঞানn. same as অর্থতত্ত্ব । ~বিজ্ঞানীn. an economist. ~ব্যয়n. act of spending money; expenditure, expense, cost. ~ভাণ্ডারn. treasury; fund. ~মন্ত্রকn. the ministry of finance. ~লাভn. same as অর্থপ্রাপ্তি । ~লালসা, ~লিপ্সা, ~লোভn. (chiefly morbid) desire for money; avarice, cupidity. ~লিপ্সু, ~লোভীa. avaricious. ~শালীa. rich, wealthy. ~শাস্ত্রn. political economy, economics; political science, politics (কৌটিল্যের অর্থশাস্ত্র). ~শূন্যa. unprovided with money; grossly short of money; penniless, insolvent. ~শূন্যতাn. lack of money; gross shortage of money; in solvency, pauperism. ~সংকটn. financial crisis. ~সংগ্রহn. procurement or collection or acquisition or earning of money. ~সংগ্রহ করাv. to procure or collect or acquire or raise or earn money. ~সংস্থানn. provision or procurement of money. সংস্থান করা v. to provide or procure money (for). সংগতি n. provision or possession of money; solvency. সংগতি থাকা v. to possess money or funds (for); to be well-to-do or solvent. ~সচিবn. finance secretary. ~সঞ্চয়n. saving or hoarding or accumulating money or wealth. ~সঞ্চয়ীa. money-saving. ~সাহায্যn. monetary aid or grant; donation. ~সাহায্য করাv. to grant monetary aid; to help with money. ~হানিn. loss of money. ~হীনn. same as অর্থশূন্য । অর্থাগম n. inflow or influx of money; in come.locative of অর্থ:অর্থ [ arha ] a worthy, deserving, -able (সম্মানার্থ). ☐ n. cost, price, value (মহার্থ).locative of অর্থ:অর্থা [ arhā ] fem of অর্থ ।
Samsad Bangla Abhidhan
অর্থে [ arthē ] অব্য. জন্য, কারণে। ☐ বি. (7মী বিভক্তি) যুক্তিতে, মানতে, তাৎপর্যে (একে ভালো বলছ কী অর্থে?)। [সং. অর্থ + বাং. এ]।locative of অর্থ:অর্থ1 [ artha1 ] বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ~করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ~কষ্ট, ~কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ~কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ~গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ~চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ~চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ~দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ~নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ~নীতি বি. ধনবিজ্ঞান, economics. ~নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ~পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ~প্রাপ্তি বি. ধনলাভ। ~বান, ~বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ~বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উৎপত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ~বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ~ব্যয় বি. টাকা খরচ। ~ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ~লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ~লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ~শালী (-লিন) বিণ. ধনী। ~শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ~শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ~সংগ্রহ, ~সংস্থান বি. টাকাপয়সার জোগাড়। ~সংকট, ~সঙ্কট বি. টাকার সমস্যা। ~সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্থা। ~হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ~হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়।locative of অর্থ:অর্থ2 [ artha2 ] বি. তাৎপর্য; মানে (কথার অর্থ, শব্দের অর্থ)। [সং. √ + অ]। ~গৌরব বি. তাৎপর্য বা ভাবের উৎকর্ষ। ~গ্রহ বি. অর্থবোধ, মানে বোঝা। ~বহ বিণ. যার মধ্যে বিশেষ মানে বা তাৎপর্য নিহিত আছে। ~বিৎ, ~বিদ বিণ. শব্দার্থ সম্বন্ধে অভিজ্ঞ, তত্ত্বজ্ঞ। ~ভেদ। বি. মানে বা তাৎপর্যের পার্থক্য বা ভিন্নতা। ~ময়, ~যুক্ত বিণ. মানে বা তাৎপর্য আছে এমন। ~শূন্য, ~হীন বিণ. মানে বা তাৎপর্য নেই এমন।locative of অর্থ:অর্ধোচ্চারিত, অর্ধোদয় [ ardhōccārita, ardhōdaẏa ] দ্র অর্থ।locative of অর্থ:অর্থ [ arha ] বিণ. যোগ্য (শ্রদ্ধার্থ, পূজার্থ); পূজ্য, পূজার যোগ্য। ☐ বি. মূল্য (মহার্থ)। [সং. √ অর্থ্ + অ]। ~ণ, ~ণা বি. পূজা; যোগ্যতা। ~ণীয় বিণ. পূজনীয়, পূজ্য।