এই definitions

Bangla-Tangla Dictionary
এই[adjective] this

emphatic of এ:
[pro] he, she, it, [adjective] this (nearby)

Samsad Bengali-English Dictionary
এই [ ēi ] a this. ☐ pro. this, it. ☐ int. expressing: a vocative sound (এই ছেলে শোন্); displeasure, fear, wonder etc. (এই গেল যা, এই মরল, এই রে). ☐ adv. just (এই এখনি), just this (এই কেবল). এই অজুহাতে on this plea or pretext or excuse or ruse. এই কতক্ষণ just a little while ago. এই কারণে, ~জন্য for this reason, on account of this. ~ক্ষণে adv. this instant, now, this very moment. এই প্রকারে in this manner, in this way, thus. এই বেলা now that there is time, while this opportunity lasts, meanwhile. এই মর্মে to this effect. এই কেবল, ~তো, ~মাত্র this much; just this; just now. ~বার adv. this time; now; on this occasion. ~রূপ a. suchlike, similar; such. ~রূপে adv. in this way or manner, in the fashion, thus. এই হেতু same as এই কারণে । emphatic of এ: 1 [ ē1 ] n the eighth vowel of the Bengali alphabet. emphatic of এ: 2 [ ē2 ] int expressing a vocative sound ('এ সখি হামারি দুখের নাহি ওর '). ☐ pro. this person or animal or thing, he, she, it. ☐ a. this. emphatic of এ: এরা [ ērā ] pl of
Samsad Bangla Abhidhan
এই [ ēi ] বিণ. সামনের, সম্মুখবর্তী, নিকটস্থ, আলোচ্য (এই লোকটি, এই গাছটি, এই ঘটনা, এই বিষয়। ☐ অব্য. ওরে, ওহে (এই ছেলেটা; তুই ওখানে কী করছিস ?); বিরক্তি ভয় বা বিস্ময়প্রকাশক (এই রে, এই সেরেছে); এখনই, এইমাত্র (এই এলাম)। ☐ সর্ব. ইহা (আমি এই চাই)। [বাং. এ (সং. এতদ্) + ই (নিশ্চয়ার্থে)]। ~জন্য অব্য. এই কারণে। ~টুকু বি. বিণ. এই সামান্য ব্যাপার বা বস্তু (এইটুকু কাজ. এইটুকু দরকার, এইটুকু ভাত)। emphatic of এ: 1 [ ē1 ] বাংলা ভাষার দশম (বর্তমানে অষ্টম) স্বরবর্ণ এবং উচ্চমধ্য অর্ধসংবৃত এ-ধ্বনির দ্যোতক বর্ণ। emphatic of এ: 2 [ ē2 ] অব্য. ওহে, হে, ওগো ইত্যাদি বোধক আহ্বান বা ডাক ('এ সখি হামারি দুখের নাহি ওর': বিদ্যা.)। ☐ সর্ব. এই, এই ব্যক্তি, এই প্রাণী বস্তু বা বিষয় (এ কে? এ মোটেই ভালো নয়)। ☐ বিণ. এই, সামনের, সম্মুখবর্তী (এপার, এ দিন); নিকটস্থ, আলোচ্য (এ পথ, এ ঘটনা)। [সং. এতদ্]। এ-ও-তা সর্ব. নানা বিষয় বা প্রসঙ্গ; আজেবাজে ব্যাপার। এ-ও-সে সর্ব. আজেবাজে ব্যাপার বা প্রসঙ্গ বা লোক। emphatic of এ: 3 [ ē3 ] (বাং. প্রত্যয়বিশেষ) 1 সেখানে প্রচলিত বা সেখানে উৎপন্ন অর্থে (শহুরে কায়দা, চিনে হাঁস); 2 প্রকার বা ভাব অর্থে (মিটমিটে, জ্বলজ্বলে, গমগমে); 3 তন্নিমিত্ত অর্থে (কাগুজে, মেটে); 4 দিন-কাল-বয়স ইত্যাদি নির্দেশে পূরণবাচক সংখ্যায় (বিশে জুলাই, একুশে পৌষ); 5 বাংলা বিভক্তি (রাজায়, বাজায়, 'জগন্নাথে প্রণামিল', খেয়ে ফেলো, যেতে চাও, মেঘে মেঘে বেলা হল)।

Processing time: 0.41 s