পায়ে definitions

Bangla-Tangla Dictionary
পায়ে – (~ + ~ = step by step )

locative of পা:
পা – leg, foot

Samsad Bengali-English Dictionary
locative of পা: পা1 [ pā1 ] n (mus.) the fifth note of the dia tonic scale of C major, G. locative of পা: পা2 [ pā2 ] n a leg; a foot; a paw; a leg of an article of furniture. পা চাটা v. to today, to bootlick. পা চালানো v. to quicken one's steps; to kick, (hum.) to hoof. পা টিপে, পা টিপে টিপে adv. on tiptoe; stealthily. পা দেওয়া v. to set foot on; to step in; to come. পা ধরা same as পায়ে ধরা । পা ধুতেও না আসা v. to avoid visiting or using (a place) out of sheer disgust or abomination. পা বাড়ানো v. to step out, to go out, to leave (ঘর থেকে পা বাড়ানো); to be on the point of going or setting out or departing; to set out. পায়ে ঠেলা v. to reject or abandon or shun scornfully, to spurn at (হাতের লক্ষী পায়ে ঠেলা). পায়ে তেল দেওয়া v. to flatter in a servile manner. পায়ে দলা v. to trample under foot. পায়ে ধরা v. to solicit or importune or supplicate humbly. পায়ে পড়া v. to fall at one's feet in supplication. পায়ের উপর পা দিয়ে থাকা v. (fig.) to lead a carefree life of ease, comfort and indolence. পায়ের পাতা n. an instep; a foot. পায়ে রাখা v. to treat or favour or shelter graciously. পায়ে হাত দেওয়া v. to touch some one's feet in obeisance. পা-চাটা a. footlicking, bootlicking. পা-চাটা লোক a footlicker, a bootlicker, a today. পা-পা করে adv. step by step. পায়ে পায়ে adv. at every step (পায়ে পায়ে বাধা); (of two or more persons or creatures) having one another's legs tied together; (of a single person or creature) having legs tied together (পায়ে পায়ে বাঁধা); with slow but steady steps (পায়ে পায়ে এগোনো); on the back of, pursuing (সে আমার পায়ে পায়ে আসছে).
Samsad Bangla Abhidhan
locative of পা: পা1 [ pā1 ] বি. স্বরগ্রামের পঞ্চমের সংকেত, পঞ্চম সুর। locative of পা: পা2 [ pā2 ] বি. 1 চরণ, পদ, কুঁচকি থেকে পায়ের পাতা পর্যন্ত দেহাংশ; 2 পায়ের পাতা, পদতল; 3 পদক্ষেপ (পায়ে পায়ে এগোনো); 4 টেবিল চেয়ার ইত্যাদি আসবাবপত্রের পায়া। [সং. পদ]। পা চলা ক্রি. বি. 1 এগোনো (আর পা চলছে না); 2 লাথি মারা (ছেলেটার খুব পা চলে)। পা চাটা ক্রি. বি. অতি হীনভাবে তোষামোদ করা। পা চালানো ক্রি. বি. 1 হাঁটা; অগ্রসর হওয়া; 2 লাথি মারা। পা টিপে চলা ক্রি. সাবধানে পায়ের শব্দ না করে চলা। পা ধুতেও না আসা ক্রি. বি. ঘৃণার জন্য কোনোরকম সংস্পর্শে না আসা। পা বা়ড়ানো ক্রি. বি. যেতে উদ্যত হওয়া। পা ভারি হওয়া ক্রি. বি. পা রসস্থ হওয়ায় চলতে কষ্ট হওয়া। পায়ে ঠেলা ক্রি. বি. অবজ্ঞা বা উপেক্ষা করা (অনুরোধ পায়ে ঠেলছে)। পায়ে তেল দেওয়া ক্রি. বি. অত্যন্ত হীনভাবে খোশামোদ করা। পায়ে পড়া ক্রি. বি. বিনীত ও কাতরভাবে অনুরোধ করা ('পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে': রবীন্দ্র)। পায়ে পায়ে ক্রি-বিণ. 1 প্রতি পদক্ষেপে ('আমার পায়ে-পায়ে শত্রু': দীন.); 2 ধীরে ধীরে (পায়ে-পায়ে যাওয়া)। পায়ে-পায়ে ঘোরা ক্রি. বি. সবসময় সঙ্গে সঙ্গে থাকা। পায়ে রাখা ক্রি. দয়া করে আশ্রয় দেওয়া। পায়ের উপর পা দিয়ে থাকা ক্রি. বি. কোনো কাজকর্ম না করে আরামে থাকা। পায়ে হাত দেওয়া ক্রি. বি. প্রণাম করা। পায়ের সুতো ছেঁড়া ক্রি. বি. বহুবার হাঁটাচলা করার দরুন কষ্ট হওয়া। locative of পা: পায়-পায়, পায়ে-পায়ে [ pāẏa-pāẏa, pāẏē-pāẏē ] দ্র পা2

Processing time: 0.46 s