বাড়ছে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present continuous tense of বাড়া: বাড়া – to increase
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present continuous tense of বাড়া: বাড়া1 [ bāṛā1 ] v to proceed, to go. আগে বাড়া v. to go forward or ahead, to advance. 3rd person ordinary present continuous tense of বাড়া: বাড়া2 [ bāṛā2 ] v to grow up, to develop (গাছ বাড়া); to increase (লোক বাড়া); to augment (বিপদ বাড়া); to be expanded (রাজ্য বাড়া); to aggravate (রোগ বাড়া); to flourish, to thrive (ধনসম্পদ বাড়া); to mend or sharpen (পেনসিল বাড়া); to grow audacious (বদমাশটা বড় বেড়েছে); to serve on a dinner-plate (ভাত বাড়া). ☐ a. mended; served on a dinner-plate; more or greater than ('সে মাটি মায়ের বাড়া'). বাড়ানো v. to develop; to increase; to multiply (বংশ বাড়ানো); to augment; to expand; to aggravate; to cause to mend or sharpen; to stretch; to extend, to crane (হাত বাড়ানো, গলা বাড়ানো); to cause to serve on a dinner-plate; to exalt or extol unduly or give undue importance to (অযোগ্য লোককে বাড়ানো); to exaggerate (বাড়িয়ে লেখা); to over-indulge (ছেলেটাকে সে বাড়িয়েছে); to enhance falsely (বয়স বাড়ানো). ~বাড়ি n. excess; immoderation; intemperance; overmuchness; aggravation (রোগের বাড়াবাড়ি). বাড়াবাড়ি করা v. to go beyond the limit. বাড়াবাড়ি হওয়া v. to be aggravated; to be in excess. বাড়া ভাতে ছাই দেওয়া v. (fig.) to frustrate or foil somebody's hopes or plans almost at the point of success.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary present continuous tense of বাড়া: বাড়া [ bāṛā ] ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। ☐ বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক ('সে মাটি মায়ের বাড়া': রবীন্দ্র)। [সং. √ বৃধ্ > প্রাকৃ. বড্ঢি > হি. বাঢ় + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্থা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্থা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)। ~বাড়ি বি. 1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি); 2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)। বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া।

Processing time: 1.29 s