স্মৃতিচিহ্ন definitions

Bangla-Tangla Dictionary
স্মৃতিচিহ্ন – memento
Samsad Bengali-English Dictionary
চিহ্ন [ cihna ] n a stain, a stigma, a spot (কালির চিহ্ন, ক্ষতচিহ্ন); a mark, a line (সীমাচিহ্ন); an impression, a print (পদচিহ্ন); a sign (মৃত্যুর চিহ্ন, দুঃখের চিহ্ন); an insignia, a symbol (রাজচিহ্ন); a token (প্রণয়চিহ্ন); a hint, a beck, a beacon; a notation. ক্ষতচিহ্ন n. a cicatrice, a scar left by a healed wound. স্মৃতিচিহ্ন n. a memento, a keepsake. চিহ্নিত a. stained, stigmatized, branded, stamped; marked; marked off; printed; bearing a sign. স্মৃতি [ smṛti ] n inward recollection or reflection; remembrance; memory; meditation; a memento; a memorial; the holy law book of the Hindus, the Smriti. ~কথা n. memoirs. ~চারণ n. reminiscence. ~চিহ্ন, ~নিদর্শন n. a memento; a memorial. ~পথ same as স্মরণপথ । ~বার্ষিকী n. an anniversary (esp. of a sad incident or death). ~বিভ্রম n. confusion or loss of memory. ~ভাণ্ডার n. memorial fund (শরৎ-স্মৃতি ভাণ্ডার). ~ভ্রংশ n. loss (esp. morbid loss) of memory; dementia; oblivion. ~ভ্রষ্ট a. one whose memory has been lost; suffering from dementia; forgotten. ~মন্দির n. a mausoleum; a cenotaph. স্মৃতিরক্ষা করা v. to commemorate. ~শক্তি same as স্মরণশক্তি । ~শাস্ত্র n. the holy law-book of the Hindus, the Smriti. ~স্তম্ভ n. a monumental pillar or column.
Samsad Bangla Abhidhan
স্মৃতি [ smṛti ] বি. 1 মনে মনে বিগত বিষয়ের পুনরাবৃত্তি বা জ্ঞান, স্মরণ, ধ্যান; 2 স্মরণশক্তি; 3 স্মারকচিহ্ন; 4 বেদবিহিত ধর্মানুযায়ী প্রণীত ধর্মশাস্ত্র; মনু-যাজ্ঞ বল্ক্য ইত্যাদির কৃত ধর্মসংহিতা। [সং. √ স্মৃ + তি]। ~কথা বি. স্মৃতির সাহায্যে বর্ণিত অতীত কাহিনি। ~কর্তা (-র্তৃ), ~কার বিণ. স্মৃতিশাস্ত্ররচয়িতা। ~চারণা বি. স্মৃতির বিষয়ীভূত ব্যক্তি বা ঘটনার বর্ণনা। ~চিহ্ন বি. স্মারকচিহ্ন। ~পট বি. পুরোনো বিষয়ের স্মৃতি। ~পথ বি. স্মরণরূপ পথ, স্মরণ। ~বার্ষিকী বি. বৎসরান্তে ঠিক একই দিনে মৃত ব্যক্তি বা বিগত ঘটনাদির স্মরণে অনুষ্ঠিত সভা। ~বিভ্রম বি. স্মরণশক্তির বিপর্যয়, বিস্মরণ। ~বিরুদ্ধ বিণ. ধর্মশাস্ত্রের বিরোধী। ~ভাণ্ডার বি. 1 স্মৃতিরক্ষাকল্পে চাঁদা-সংগ্রহ বা ফাণ্ড; 2 স্মরণ করে রাখা বিষয়সমূহ। ~ভ্রংশ, ~লোপ, ~হানি বি. স্মরণশক্তিলোপ। ~ভ্রষ্ট বিণ. বিস্মৃত। ~মান (-মৎ) বিণ. প্রভূত স্মরণশক্তিসম্পন্ন। ~রক্ষা বি. মৃত ব্যক্তি বা বিগত কোনো ঘটনাকে চিরস্মরণীয় করে রাখবার ব্যবস্থা। ~রোমন্থন বি. মনে মনে বিগত বা অতীত বিষয় বা বস্তুকে নিয়ে চিন্তা। ~শক্তি বি. স্মরণ করবার বা মনে রাখবার ক্ষমতা। ~শাস্ত্র বি. মনু-প্রণীত ধর্মসংহিতা।

Processing time: 1.3 s