সংসার definitions

Bangla-Tangla Dictionary
সংসার – household (+ করা = to run a household)
Samsad Bengali-English Dictionary
সংসার [ saṃsāra ] n the world, the earth; a region; earthly life; domestic life; a family; earthly attachment and interests; (loos. of men only) marriage ('কর্তার দুই সংসার'); (loos.) a wife. সংসার করা v. to lead domestic life; to manage domestic affairs (also সংসার চালানো); (of women) to act as one's housewife, to live with (রমা স্বামীর সংসার করে না); (loos.—of men) to marry. সংসার পাতা v. to set up a household esp. by marrying. সংসার ত্যাগ করা v. to renounce the world. ~ত্যাগী a. one who has renounced the world. ~ধর্ম n. domestic life or duties, family life or duties. ~বন্ধন n. worldly attachment and interests, earthly bonds or ties; attachment to the family; kindred bonds or ties. ~বাসনা n. desire to lead domestic life; desire to set up a household esp. by marrying; desire for earthly enjoyments. ~যাত্রা n. earthly life; livelihood, daily life (সংসারযাত্রা নির্বাহ করা); domes tic life. ~লীলা n. earthly life; mortal life; human life. ~সুখ n. earthly pleasures or happiness of domestic life. সংসারাশ্রম n. same as গার্থস্থ্য (n.) সংসারাশ্রমে প্রবেশ করা v. to start to live the life of a householder esp. by marrying; to enter the world, to settle down to married life, to marry and settle down. সংসারী a. leading a family life; secular. সংসারী লোক a family man. ঘোর সংসারী very much domesticated; deeply concerned with family and worldly interests; engrossed in earthly pleasures and interests.
Samsad Bangla Abhidhan
সংসার [ saṃsāra ] বি. 1 জগৎ, পৃথিবী ('বৃথা জন্ম এ সংসারে'); 2 ইহলোক, মর্তলোক (সংসারলীলা); 3 গার্থস্থ্যজীবন (সংসারাশ্রম); 4 পরিবার, ঘরকন্না (সংসারের দাবি, সংসার চালানো); 5 মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ (সংসারবৈরাগ্য); 6 (বাং.) বিবাহ (কর্তার দুই সংসার); 7 পত্নী (প্রথম পক্ষের সংসার)। [সং. সম্ + √ সৃ + অ]। ~ক্ষেত্র বি. কর্মজীবন। সংসার চালানো ক্রি. বি. ঘরকন্না করা বা দৈনন্দিন জীবন নির্বাহ করা। ~ত্যাগী (-গিন্) বিণ. বি. গার্থস্থ্য জীবন ত্যাগ করেছে এমন; বৈরাগী, সন্ন্যাসী। ~ধর্ম, সংসারাশ্রম বি. গার্থস্থ্যজীবন। সংসার পাতা ক্রি. বি. বিবাহ করে ঘরকন্না আরম্ভ করা। ~বন্ধন বি. মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ; গার্থস্থ্যজীবনের প্রতি টান। ~বাসনা বি. গার্থস্থ্য জীবন যাপনের ইচ্ছা; সংসার পাতার ইচ্ছা; পার্থিব ইচ্ছা। ~বৈরাগ্য বি. পার্থিব জীবন সম্পর্কে অনাসক্তি। ~যাত্রা বি. জীবনযাত্রা, পার্থিব জীবন; গার্থস্থ্য জীবন (সংসারযাত্রা নির্বাহ)। ~লীলা বি. পার্থিব জীবন; মানবজন্ম, জীবজন্ম। ~সমুদ্র বি. বিরাট ইহজীবন; বিশাল পার্থিব জীবন; পার্থিব জীবনরূপ সমুদ্র। ~স্রোত বি. সৃষ্টির জীবনপ্রবাহ; পার্থিব জীবনের ধারা। সংসারাশ্রম বি. 1 পার্থিব জীবন; 2 গৃহীজীবন, বিবাহিত জীবন। সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত। সংসারী ( রিন্) বিণ. 1 গৃহী, গার্থস্থ্য জীবন যাপনকারী; 2 গার্থস্থ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ; 3 অত্যন্ত হিসাবি। ঘোর সংসারী পারিবারিক ও বৈষয়িক ব্যাপারে অত্যন্ত আসক্ত।

Processing time: 1.24 s