ঘ্যানঘ্যান definitions

Bangla-Tangla Dictionary
ঘ্যানঘ্যান – whining (+ করা = to whine)
Samsad Bangla Abhidhan
ঘ্যান-ঘ্যান [ ghyāna-ghyāna ] বি. বিরক্তিকর ও ক্রমাগত নাকি কান্না বা অনুনয় (ছেলেটা তখন থেকে ঘ্যানঘ্যান করছে, এই ঘ্যানঘ্যান আর ভালো লাগে না)। [দেশি-ধ্বন্যা.]। ঘ্যান-ঘেনে বিণ. ঘ্যানঘ্যান করে এমন (ঘ্যানঘেনে ছেলে)।

Processing time: 1.27 s